নয়াদিল্লি, 10 মার্চ : উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির জয় 2024 সালের লোকসভা নির্বাচনেও জয়ের ভিত্তি তৈরি করল (PM Modi claims win in UP secures the BJPs victory in the 2024 Lok Sabha elections) ৷ এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ বৃহস্পতিবার রাজ্যে বিজেপির জয়ের উৎসবের মঞ্চ থেকে এই কথাই বললেন তিনি ৷
এই কথা বলার আগে তিনি উল্লেখ করলেন 2019 সালের লোকসভা নির্বাচনের ফলের প্রসঙ্গ ৷ তাঁর দাবি, 2019 সালে যখন লোকসভা নির্বাচনে বিজেপি জেতে, তখন অনেক বিশেষজ্ঞ বলেছিলেন যে ওই জয়ই স্বাভাবিক ছিল ৷ কারণ, 2017 সালে উত্তরপ্রদেশে জিতেছে বিজেপি ৷
তাই মোদির দাবি, এবারও ওই বিশেষজ্ঞদের বোঝা উচিত আজ উত্তরপ্রদেশ বিধানসভার ফলে (Uttar Pradesh Assembly Election Results 2022) ঠিক হয়ে গেল যে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিই জিততে চলেছে ৷
আরও পড়ুন : Yogi's Record in UP Poll : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ
এখানে উল্লেখ করা প্রয়োজন, এদিন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ৷ চার রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি ৷ তাই নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বিজয়োৎসব পালন করা হয় ৷ সেখানেই প্রধানমন্ত্রী এই কথা বলেন ৷
পাশাপাশি এই জয়ের জন্য ওই রাজ্যের মানুষকে ধন্যবাদ দেন ৷ তিনি জানান, প্রথমবারের ভোটার ও মহিলা ভোটেই বিজেপি জিতেছে ৷ পাশাপাশি উত্তরপ্রদেশে এবার বিজেপি যে যে রেকর্ড করেছে, সেইগুলিও উল্লেখ করেছেন ৷ ক্ষমতায় থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশ, মণিপুর ও গোয়ায় ভোট শতাংশ বৃদ্ধির কথা উল্লেখ করেছেন ৷
গোয়া নিয়ে মোদির বক্তব্য, গোয়ায় সমস্ত এক্সিট পোল মিথ্যে প্রমাণিত হল ৷ দশ বছর ক্ষমতায় থাকার পরও সেখানে বিজেপির আসন বেড়েছে ৷ উত্তরাখণ্ড নিয়ে তিনি জানান, উত্তরাখণ্ডে প্রথমবার কোনও দল পরপর দু’বার ক্ষমতায় এল ৷
আরও পড়ুন : Modi-Yogi Equation in BJP : যোগী কি মোদির উত্তরাধিকারী নাকি মাথাব্যাথার কারণ ?
মোদির দাবি, তাঁর সরকার গরিবের পক্ষে ৷ কাজ করার নীতির পক্ষে ৷ সেই কারণেই বিজেপি ভোট পেয়েছে ৷ তাই তিনি সকলের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন বলে জানিয়েছেন ৷
পঞ্জাবে বিজেপির ভরাডুবি হয়েছে ৷ তার পরও তিনি পঞ্জাবে বিজেপির কার্যকর্তাদের প্রশংশা করেছেন ৷ জানিয়েছেন, তাঁর বিশ্বাস আগামিদিনে পঞ্জাবে বিজেপি আরও শক্তিশালী হবে ৷ আগামী পাঁচ বছরে বিজেপির কর্মীরা পঞ্জাবকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখার চেষ্টা করবে বলেও তিনি দাবি করেছেন ৷
আরও পড়ুন : BJP Wins in Uttar Pradesh : মোদি-যোগীর উপর আস্থা রেখে উত্তর দিল উত্তরপ্রদেশ