সমরখন্দ (উজবেকিস্তান), 16 সেপ্টেম্বর : করোনা অতিমারী (Covid-19 Pandemic) এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংকটের (Russia-Ukraine Crisis) জেরে সারা বিশ্বের সরবরাহ শৃঙ্খল বাধাপ্রাপ্ত হয়েছে ৷ এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ শুক্রবার তিনি নিজের এই মত প্রকাশও করেছেন ৷
প্রধানমন্ত্রী এখন রয়েছেন উজবেকিস্তানের সমরখন্দে ৷ সেখানে চলছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) বা এসসিও সম্মেলন (SCO Summit) ৷ সেই সম্মেলনেই এদিন ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি জানান, ভারতকে উৎপাদনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে তৈরি করতে তাঁর সরকার বদ্ধপরিকর ৷
এসসিও-র 22তম সম্মেলনে তিনি বলেন, ‘‘কোভিড-19 অতিমারী থেকে বিশ্ব বেরিয়ে আসছে ৷ করোনা ও ইউক্রেন সংকটের জন্য বিশ্ব সরবরাহ শৃঙ্খলে বেশ কিছু বাধা তৈরি হয়েছে ৷ তাই আমরা ভারতকে উৎপাদনে গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করতে চাই ৷’’
তিনি জানান, ভারতে এখন জন-কেন্দ্রিক উন্নয়ন চলছে ৷ প্রতিটি ক্ষেত্রেই ভারত নতুন কিছু উদ্ভাবন করতে চাইছে ৷ ভারতে এখন 70 হাজার স্টার্ট আপ তৈরি হয়েছে ৷ 100টি ইউনিকর্ন তৈরি হয়েছে ৷ চলতি বছরে ভারতের অর্থনীতি 7.5 শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ৷
এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাদ্য সরাবরাহের জন্য ট্রানজিট রাইটস নিয়েও সরব হন ৷ তিনি জানান, পাকিস্তান হয়ে আফগানিস্তানে খাদ্য সামগ্রী পাঠাতে অনেক মাস সময় লাগে ৷ এই পরিস্থিতির উন্নতি দরকার ৷
করোনা অতিমারীর পর এই প্রথম এসসিও-র সম্মেলন অনুষ্ঠিত হল, যেখানে রাষ্ট্রনেতারা স্বশরীরে উপস্থিত হলেন ৷ এর আগে 2019 সালের জুনে শেষবার বিসকেকে এসসিও-র সম্মেলনে রাষ্ট্রনেতারা স্বশরীরে উপস্থিত ছিলেন ৷
1996 সালে এই সংগঠন তৈরি হয় ৷ তখন নাম ছিল সাংহাই ফাইভ ৷ 2001 সালে এই সংগঠনে উজবেকিস্তানকে জুড়ে দেওয়া হয় ৷ তখন নাম হয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন ৷ 2017 সালে এই কর্পোরেশনের সদস্য হয়েছে ভারত ও পাকিস্তান ৷ এখন এই সংগঠনে আটটি দেশ রয়েছে - চিন (China), ভারত (India), কাজাকাস্তান, কিরঘিস্তান, রাশিয়া (Russia), পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান ৷
আরও পড়ুন : আজ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ