ETV Bharat / bharat

G20 Summit in Delhi: জি20'র যৌথ ঘোষণাপত্রে সহমত রাষ্ট্রনেতারা, বড় কূটনৈতিক সাফল্য ভারতের - New Delhi Declaration

New Delhi Declaration Adopted at G20 Summit: দিল্লির জি20 সম্মেলনের মঞ্চ থেকে যৌথ ঘোষণাপত্র নিয়ে সহমতে পৌঁছলেন রাষ্ট্রনেতারা ৷ বৈঠকে গৃহীত হয়েছে'নয়াদিল্লি ঘোষণাপত্র' ৷ বিষয়টিকে ভারতের কূটনৈতিক সফল্য হিসেবেই দেখা হচ্ছে ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 4:19 PM IST

Updated : Sep 9, 2023, 8:09 PM IST

প্রধানমন্ত্রীর বক্তব্য

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: দিল্লির জি20 সম্মেলনে বড় সাফল্য ৷ শনিবার বিভিন্ন রাষ্ট্রনেতাদের মধ্যে আলোচনার সাপেক্ষে জি20 এর যৌথ ঘোষণাপত্র বিষয়ে সহমতে পৌঁছনো সম্ভব হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন দুপুরে এই বিষয়টি জানিয়েছেন ৷ সর্বসম্মতিক্রমে এই নয়াদিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে সম্মেলনে ৷ এবছর ভারতের সভাপতিত্বে জি20 এর বৈঠক বসছে নয়াদিল্লির ভারত মণ্ডপমে ৷ বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সভাপতিত্বে জি20 এর মঞ্চে এই যৌথ ঘোষণাপত্রে অংশগ্রহণকারী সব দেশের সহমত হওয়ার বিষয়টিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে ৷

আমাদের দলের কঠিন পরিশ্রম ও আপনাদের সকলের সহযোগিতায় নয়দিল্লি জি20 সম্মেলনের রাষ্ট্রপ্রধানদের ঘোষণাপত্র (Leaders Declaration) বিষয়ে সহমতে পৌঁছনো সম্ভব হয়েছে ৷ এই ঘোষণাপত্রকেও এই সম্মেলনে গহণ করা হল ৷ এর জন্য আমাদের সমস্ত মন্ত্রী, শেরপা ও আধিকারিকদের ধন্যবাদ জানাচ্ছি ৷"

শনিবার জি20 রাষ্ট্রনেতাদের মধ্যে বৈঠকের দ্বিতীয় পর্বের (এক পরিবার) শুরুতেই প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেন সব পক্ষের সহযোগিতায় এই সর্বসম্মতভাবে এই ঘোষণাপত্রে পৌঁছনো সম্ভব হয়ছে ৷ এই বিষয়টিকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে ৷ ইউক্রেন ইস্যুতে এই মুহূর্তে রাশিয়ার উপর কার্যত খর্গহস্থ আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়া ৷ এই অবস্থায় অস্বস্তি এড়াতে এবার নিজে জি20 সম্মেলনে যোগ দিতে আসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ অন্যদিকে, ভারত-চিন সীমান্ত বিবাদ এই মুহূর্তে সপ্তমে উঠেছে ৷ দিল্লিতে আসেননি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও ৷ আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়া ও চিন ঘনিষ্ঠ বন্ধু বলেই পরিচিত ৷ এমতাবস্থায় ইউক্রেন সমস্যার কথা এই ঘোষণাপত্রে রাখা ও তা নিয়ে সর্বসম্মত সহমতে পৌঁছনো সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল ৷ আমেরিকা-সহ ইউরোপের দেশগুলি এই ঘোষণাপত্রে ইউক্রেনের কথা রাখতে চাইলেও রাশিয়া ও চিন তাতে আপত্তি জানাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল ৷ তবে কার্যক্ষেত্রে দেখা গিয়েছে ইউক্রেন প্রসঙ্গ রেখেই গৃহীত হয়েছে জি20 এর নয়াদিল্লি ঘোষণাপত্র ৷

আরও পড়ুন: জি20 শীর্ষ সম্মেলনে মোদি 'ভারত' নেমপ্লেট ব্যবহার করায় ক্ষুব্ধ ‘ইন্ডিয়া’র নেতারা

কোন রাষ্ট্রনেতার উপস্থিতি ও অনুপস্থিতির থেকেও যেকোনও বহুপাক্ষিক ও আন্তর্জিক সম্মেলনের সাফল্য নির্ভর করে সেই সম্মেলনের ঘোষণাপত্রের উপর ৷ সেই দিক দিয়ে দেখতে গেলে নরেন্দ্র মোদির সভাপতিত্বে এবারের জি20 সম্মেলনে কার্যত অসাধ্য সাধন হয়েছে ৷ জানা গিয়েছে, এই সম্মেলনের মাঝেই ইউক্রেন নিয়ে নয়া প্রস্তাব আনে ভারত ৷ তাতেই সম্মতি মিলেছে ৷ 3-6 সেপ্টেম্বর হরিয়ানার নুহতে জি20 দেশগুলির শেরপাদের সম্মেলনেও ইউক্রেন সমস্যা নিয়ে কোনও যৌথ বিবৃতিতে পৌঁছনো সম্ভব হয়নি ৷ এরআগে জি20 এর বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকেও কোনও যৌথ বিবৃতি জারি হয়নি ৷ সেই বাধাই শনিবার শীর্ষ বৈঠকে পেরনো সম্ভব হল ৷ জি20 এর এই নয়াদিল্লি ঘোষণাপত্রকে ঐতিহাসিক ও নতুন পথের সন্ধান বলে উল্লেখ করেছেন জি20 তে ভারতের শেরপা অমিতাভ কান্ত ৷

প্রধানমন্ত্রীর বক্তব্য

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: দিল্লির জি20 সম্মেলনে বড় সাফল্য ৷ শনিবার বিভিন্ন রাষ্ট্রনেতাদের মধ্যে আলোচনার সাপেক্ষে জি20 এর যৌথ ঘোষণাপত্র বিষয়ে সহমতে পৌঁছনো সম্ভব হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন দুপুরে এই বিষয়টি জানিয়েছেন ৷ সর্বসম্মতিক্রমে এই নয়াদিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে সম্মেলনে ৷ এবছর ভারতের সভাপতিত্বে জি20 এর বৈঠক বসছে নয়াদিল্লির ভারত মণ্ডপমে ৷ বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সভাপতিত্বে জি20 এর মঞ্চে এই যৌথ ঘোষণাপত্রে অংশগ্রহণকারী সব দেশের সহমত হওয়ার বিষয়টিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে ৷

আমাদের দলের কঠিন পরিশ্রম ও আপনাদের সকলের সহযোগিতায় নয়দিল্লি জি20 সম্মেলনের রাষ্ট্রপ্রধানদের ঘোষণাপত্র (Leaders Declaration) বিষয়ে সহমতে পৌঁছনো সম্ভব হয়েছে ৷ এই ঘোষণাপত্রকেও এই সম্মেলনে গহণ করা হল ৷ এর জন্য আমাদের সমস্ত মন্ত্রী, শেরপা ও আধিকারিকদের ধন্যবাদ জানাচ্ছি ৷"

শনিবার জি20 রাষ্ট্রনেতাদের মধ্যে বৈঠকের দ্বিতীয় পর্বের (এক পরিবার) শুরুতেই প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেন সব পক্ষের সহযোগিতায় এই সর্বসম্মতভাবে এই ঘোষণাপত্রে পৌঁছনো সম্ভব হয়ছে ৷ এই বিষয়টিকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে ৷ ইউক্রেন ইস্যুতে এই মুহূর্তে রাশিয়ার উপর কার্যত খর্গহস্থ আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়া ৷ এই অবস্থায় অস্বস্তি এড়াতে এবার নিজে জি20 সম্মেলনে যোগ দিতে আসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ অন্যদিকে, ভারত-চিন সীমান্ত বিবাদ এই মুহূর্তে সপ্তমে উঠেছে ৷ দিল্লিতে আসেননি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও ৷ আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়া ও চিন ঘনিষ্ঠ বন্ধু বলেই পরিচিত ৷ এমতাবস্থায় ইউক্রেন সমস্যার কথা এই ঘোষণাপত্রে রাখা ও তা নিয়ে সর্বসম্মত সহমতে পৌঁছনো সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল ৷ আমেরিকা-সহ ইউরোপের দেশগুলি এই ঘোষণাপত্রে ইউক্রেনের কথা রাখতে চাইলেও রাশিয়া ও চিন তাতে আপত্তি জানাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল ৷ তবে কার্যক্ষেত্রে দেখা গিয়েছে ইউক্রেন প্রসঙ্গ রেখেই গৃহীত হয়েছে জি20 এর নয়াদিল্লি ঘোষণাপত্র ৷

আরও পড়ুন: জি20 শীর্ষ সম্মেলনে মোদি 'ভারত' নেমপ্লেট ব্যবহার করায় ক্ষুব্ধ ‘ইন্ডিয়া’র নেতারা

কোন রাষ্ট্রনেতার উপস্থিতি ও অনুপস্থিতির থেকেও যেকোনও বহুপাক্ষিক ও আন্তর্জিক সম্মেলনের সাফল্য নির্ভর করে সেই সম্মেলনের ঘোষণাপত্রের উপর ৷ সেই দিক দিয়ে দেখতে গেলে নরেন্দ্র মোদির সভাপতিত্বে এবারের জি20 সম্মেলনে কার্যত অসাধ্য সাধন হয়েছে ৷ জানা গিয়েছে, এই সম্মেলনের মাঝেই ইউক্রেন নিয়ে নয়া প্রস্তাব আনে ভারত ৷ তাতেই সম্মতি মিলেছে ৷ 3-6 সেপ্টেম্বর হরিয়ানার নুহতে জি20 দেশগুলির শেরপাদের সম্মেলনেও ইউক্রেন সমস্যা নিয়ে কোনও যৌথ বিবৃতিতে পৌঁছনো সম্ভব হয়নি ৷ এরআগে জি20 এর বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকেও কোনও যৌথ বিবৃতি জারি হয়নি ৷ সেই বাধাই শনিবার শীর্ষ বৈঠকে পেরনো সম্ভব হল ৷ জি20 এর এই নয়াদিল্লি ঘোষণাপত্রকে ঐতিহাসিক ও নতুন পথের সন্ধান বলে উল্লেখ করেছেন জি20 তে ভারতের শেরপা অমিতাভ কান্ত ৷

Last Updated : Sep 9, 2023, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.