নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 73তম জন্মদিন । এই উপলক্ষে আজ সারা দেশে বিজেপির পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । তারা আজ বেশ কয়েকটি কর্মসূচি শুরু করবে, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী মোদি অংশ নেবেন বলে জানা গিয়েছে । একইসঙ্গে, প্রধানমন্ত্রী আজ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন । দলের পক্ষ থেকে সেবা পাখওয়াড়া শুরু করা হবে ।
মোদির হাতে হবে উদ্বোধন: জানা গিয়েছে, আজ জন্মদিন উপলক্ষে যশোভূমি কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি । এর মাধ্যমে বিশ্বকর্মা যোজনা চালু করবেন তিনি । পাশাপাশি দিল্লি বিমানবন্দর মেট্রো লাইন এক্সটেনশন উদ্বোধনেরও একটি কর্মসূচি রয়েছে । মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 17 সেপ্টেম্বর দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (আইআইসিসি)-এর প্রথম পর্বের অংশ হিসেবে তৈরি একটি প্রদর্শনী-সম্মেলন কেন্দ্রেরও উদ্বোধন করবেন ।
প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে । প্রকল্পের প্রথম ধাপটি 5,400 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হয়েছে । বাণিজ্য ও শিল্পকে আকৃষ্ট ও প্রসারের জন্য আইআইসিসি তৈরি করা হচ্ছে । এতে সভা, সম্মেলন ও প্রদর্শনী কার্যক্রম প্রচারের জন্য একটি আধুনিক কেন্দ্র নির্মাণ করা হবে । প্রকল্পটি দুটি ধাপে তৈরি করা হচ্ছে ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন, বালি-শস্যদানায় মূর্তি গড়লেন শিল্পীরা
বিশ্বকর্মা যোজনা চালু হবে: আজ বিশ্বকর্মা পুজোও রয়েছে । এই উপলক্ষে সরকার সারা দেশে বিশ্বকর্মা যোজনা চালু করবে । এই প্রকল্পের অধীনে শ্রমিকদের 15 হাজার টাকার একটি টুলকিট দেওয়া হবে । এই ঋণ পরিশোধের পর আবার 2 লাখ টাকা ঋণ দেওয়া হবে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আজ আয়ুষ্মান ভাবা অভিযান শুরু করবেন । এই প্রচার চলবে 2 অক্টোবর পর্যন্ত ।
বালি ভাস্কর্যে মোদিকে শুভেচ্ছা: ওড়িশার বিখ্যাত বালু ভাস্কর সুদর্শন পট্টনায়েক তাঁর সৃষ্টির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ৷ সৈকতে বালি দিয়ে মোদির ভাস্কর্য তৈরি করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি । একইসঙ্গে বিশ্বকর্মারও একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে । সুদর্শন পুরী নীলাদ্রি সমুদ্র সৈকতে এই সুন্দর বালি ভাস্কর্য তৈরি করেছেন । সুদর্শন বলেন যে, প্রধানমন্ত্রী মোদি দীর্ঘকাল বেঁচে থাকুন এবং এইভাবে দেশের গৌরবকে এগিয়ে নিয়ে যান ৷
-
#WATCH | Maharashtra Deputy CM Devendra Fadnavis flags off PM Skill Run in Nagpur, on the occasion of PM Narendra Modi's birthday pic.twitter.com/vAj8rv3caz
— ANI (@ANI) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Maharashtra Deputy CM Devendra Fadnavis flags off PM Skill Run in Nagpur, on the occasion of PM Narendra Modi's birthday pic.twitter.com/vAj8rv3caz
— ANI (@ANI) September 17, 2023#WATCH | Maharashtra Deputy CM Devendra Fadnavis flags off PM Skill Run in Nagpur, on the occasion of PM Narendra Modi's birthday pic.twitter.com/vAj8rv3caz
— ANI (@ANI) September 17, 2023
মহারাষ্ট্রে পিএম স্কিল রান ফ্ল্যাগ অফ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস আজ নাগপুরে পিএম স্কিল রানের ফ্ল্যাগ অফ করেন ৷