নয়াদিল্লি, 31 মে: গত 2022-23 অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে 7.2 শতাংশে ৷ যা 2021-22 অর্থবর্ষের তুলনায় বেশ খানিকটা কম ৷ সে বছর দেশে আর্থিক বৃদ্ধির হার বা জিডিপি ছিল 9.1 শতাংশ ৷ তবে, জাতীয় পরিসংখ্যান দফতর এর আগে পূর্বাভাস দিয়েছিল 2022-23 অর্থবর্ষে দেশের বৃদ্ধির হার হবে 7 শতাংশ ৷ বুধবার প্রকাশিত তথ্য বলছে, বাস্তবে সেই বৃদ্ধির হার ওই পূর্বাভাসকে ছাপিয়ে দাঁড়িয়েছে 7.2 শতাংশে ৷ ফলে কেন্দ্রের বিজেপি সরকার এই বৃদ্ধির হারকে তুলে ধরে তাদের সাফল্যে প্রচার শুরু করেছে ৷ বিষয়টি নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
পূর্বাভাস ছাপিয়ে গত অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার বেড়ে যাওয়ায় খুশি প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি ৷ টুইট বার্তায় তিনি লিখেছেন, "এই জিডিপি বৃদ্ধি দেশের অর্থনীতির স্থিতিশীলতার প্রমাণ ৷ বিশ্বজোড়া কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও ভারত এই সাফল্য পেয়েছে ৷" দেশের অর্থনীতি যে সঠিক পথে এগোচ্ছে ও তা দেশের মানুষের জীবনের মাননোন্নয়নে সহায়ক বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷
-
The 2022-23 GDP growth figures underscore the resilience of the Indian economy amidst global challenges. This robust performance along with overall optimism and compelling macro-economic indicators, exemplify the promising trajectory of our economy and the tenacity of our people.
— Narendra Modi (@narendramodi) May 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The 2022-23 GDP growth figures underscore the resilience of the Indian economy amidst global challenges. This robust performance along with overall optimism and compelling macro-economic indicators, exemplify the promising trajectory of our economy and the tenacity of our people.
— Narendra Modi (@narendramodi) May 31, 2023The 2022-23 GDP growth figures underscore the resilience of the Indian economy amidst global challenges. This robust performance along with overall optimism and compelling macro-economic indicators, exemplify the promising trajectory of our economy and the tenacity of our people.
— Narendra Modi (@narendramodi) May 31, 2023
এদিন জাতীয় পরিসংখ্যান দফতর যে তথ্য প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে, 2022-23 অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল 6.1 শতাংশ ৷ গত অক্টোবর-ডিসেম্বর মাসে আই বৃদ্ধির হার ছিল 4.5 শতাংশ ৷ সেই নিরিখে দেখলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের আর্থিক বৃদ্ধি বেড়েছে ৷ এমনকি 2021-22 অর্থ বর্ষের শেষ ত্রৈমাসিক ফলের তুলনাতেও এই বারের শেষ ত্রৈমাসিক ফলাফল ভালো ৷ গত অর্থবর্ষে এই একই সময়পর্বে এই আর্থিক বৃদ্ধির হার ছিল 4 শতাংশ ৷
আরও পড়ুন: ভারতের উন্নয়ন কিছু মানুষের হজম হচ্ছে না, কংগ্রেসকে কটাক্ষ মোদির
এবছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ভারতের এই আর্থিক বৃদ্ধির হার চিনের তুলনায় বেশি ৷ চিনে ওই হার দাঁড়িয়েছে 4.5 শতাংশ ৷ রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস আগেই জানিয়েছিলেন 2022-23 অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির হার 7 শতাংশের বেশি হবে ৷ বাস্তবে হয়েছেও তাই ৷ কিন্তু তথ্য বলছে, সরকারের পূর্বাভাসের তুলনায় এবার ফর ভালো হলেও এই বৃদ্ধির হার 2021-22 অর্থবর্ষের তুলনায় অনেকটাই কম ৷