ETV Bharat / bharat

Lucknow Woman Returns Pithoragarh : শিবকে বিয়ের বাসনা ! ভারত-চিন সীমান্ত থেকে নামানো হল 'তপস্বী' হরমিন্দরকে - Pithoragarh Police team comes down with woman from Nabhindhang to Dharchula

শিবকে বিয়ে করবেন বলে গোঁ ধরেছিলেন তিনি ৷ কারণ তিনি নাকি পার্বতীর অবতার ৷ তাই প্রায় কৈলাসের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ৷ তাও ভারত-চিন সীমান্তে ৷ পুলিশ তাঁকে নামিয়ে আনতে গিয়েছিল (Lucknow Woman Returns Pithoragarh) ৷

Woman Wanted to Marry Shiva
পিথোরগঢ়ে নেমে এল যুবতী
author img

By

Published : Jun 5, 2022, 1:17 PM IST

Updated : Jun 5, 2022, 2:17 PM IST

পিথোরগড়, 5 জুন : নেমে এলেন তপস্বী ৷ ভারত-চিন সীমান্তে নভিদাংয়ের দুর্গম এলাকা থেকে তাঁকে নামিয়ে আনল পুলিশ ৷ তাঁর পরিবারও ধারচুলায় পৌঁছেছে ৷ শিবকে বিয়ে করতে চেয়ে কৈলাস পর্বতের কাছাকাছি এই অঞ্চলে চড়ে বসেছিলেন লখনউয়ের হরমিন্দর কর ৷ এর আগে পুলিশ তাঁকে আনতে গেলে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন ওই যুবতী ৷ তাতে খালি হাতে ফিরে আসতে হয়েছিল পিথোরগড় পুলিশকে ৷ তাঁর বয়স 27 এবং তিনি অবিবাহিত, জানিয়েছে পুলিশ (Pithoragarh Police team comes down with woman from Nabhindhang to Dharchula) ৷

পুলিশ সূত্রে খবর, আলিগঞ্জ নিবাসী হরমিন্দর কর মায়ের সঙ্গে গুঞ্জি (মানস সরোবরের কাছাকাছি) বেড়াতে যাওয়ার জন্য সম্প্রতি ধারচুলার ওই নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের বিশেষ অনুমতি নেন ৷ 15 দিনের সেই অনুমতির মেয়াদ শেষ হয় 25 মে ৷ তারপরও তিনি বেআইনি ভাবে ওই এলাকায় ছিলেন ৷ তাঁর যুক্তি ছিল, তিনি শিবকে বিয়ে করবেন ৷

আরও পড়ুন : Lucknow Woman : শিবকে বিয়ে করার গোঁ ! কৈলাস পাহাড়ের কাছে 'তপস্যা' লখনউয়ের মহিলার

প্রাথমিকভাবে তিন সদস্যের একটি দল ওই মহিলাকে নামাতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে ৷ পরবর্তীতে তাই বড় পরিসরে চিন্তা-ভাবনা করে পিথোরাগড় থানা ৷ এবার 12 সদস্যের একটি দল সেখানে পৌঁছেছিল ৷ এই দলে চিকিৎসকও ছিলেন ৷ পুলিশকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় যুবতীকে শেষ পর্যন্ত ধারচুলায় নামিয়ে আনা সম্ভব হয় ৷ পিথোরগড়ের এসপি লোকেশ্বর সিং জানালেন, নিজেকে পার্বতীর অবতার হিসেবে ঘোষণা করছেন ওই যুবতী ৷ তিনি মানসিক ভাবে অসুস্থ বলে মনে করা হচ্ছে ৷

পিথোরগড়, 5 জুন : নেমে এলেন তপস্বী ৷ ভারত-চিন সীমান্তে নভিদাংয়ের দুর্গম এলাকা থেকে তাঁকে নামিয়ে আনল পুলিশ ৷ তাঁর পরিবারও ধারচুলায় পৌঁছেছে ৷ শিবকে বিয়ে করতে চেয়ে কৈলাস পর্বতের কাছাকাছি এই অঞ্চলে চড়ে বসেছিলেন লখনউয়ের হরমিন্দর কর ৷ এর আগে পুলিশ তাঁকে আনতে গেলে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন ওই যুবতী ৷ তাতে খালি হাতে ফিরে আসতে হয়েছিল পিথোরগড় পুলিশকে ৷ তাঁর বয়স 27 এবং তিনি অবিবাহিত, জানিয়েছে পুলিশ (Pithoragarh Police team comes down with woman from Nabhindhang to Dharchula) ৷

পুলিশ সূত্রে খবর, আলিগঞ্জ নিবাসী হরমিন্দর কর মায়ের সঙ্গে গুঞ্জি (মানস সরোবরের কাছাকাছি) বেড়াতে যাওয়ার জন্য সম্প্রতি ধারচুলার ওই নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের বিশেষ অনুমতি নেন ৷ 15 দিনের সেই অনুমতির মেয়াদ শেষ হয় 25 মে ৷ তারপরও তিনি বেআইনি ভাবে ওই এলাকায় ছিলেন ৷ তাঁর যুক্তি ছিল, তিনি শিবকে বিয়ে করবেন ৷

আরও পড়ুন : Lucknow Woman : শিবকে বিয়ে করার গোঁ ! কৈলাস পাহাড়ের কাছে 'তপস্যা' লখনউয়ের মহিলার

প্রাথমিকভাবে তিন সদস্যের একটি দল ওই মহিলাকে নামাতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে ৷ পরবর্তীতে তাই বড় পরিসরে চিন্তা-ভাবনা করে পিথোরাগড় থানা ৷ এবার 12 সদস্যের একটি দল সেখানে পৌঁছেছিল ৷ এই দলে চিকিৎসকও ছিলেন ৷ পুলিশকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় যুবতীকে শেষ পর্যন্ত ধারচুলায় নামিয়ে আনা সম্ভব হয় ৷ পিথোরগড়ের এসপি লোকেশ্বর সিং জানালেন, নিজেকে পার্বতীর অবতার হিসেবে ঘোষণা করছেন ওই যুবতী ৷ তিনি মানসিক ভাবে অসুস্থ বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Jun 5, 2022, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.