নয়াদিল্লি, 1 এপ্রিল: দেশজুড়ে শুরু হল তৃতীয় ধাপের কোভিড টিকাকরণ ৷ আজ থেকে 45 বছরের উপরে সবার টিকাকরণ করা হবে ৷ পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আশ্বাস দিয়েছেন যে, টিকার সরবরাহ যথেষ্ট রয়েছে, কোনও ঘাটতি নেই ৷
প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণের পর গত 1 মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছিল দ্বিতীয় দফার কোভিড টিকাকরণ ৷ এই দফায় ষাটোর্ধ্ব নাগরিকদের এবং 45 বছরের উপরে যাঁদের কোমর্বিডিটিজ় রয়েছে, তাঁদের টিকাকরণ করানো হয় ৷ আজ, পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে তৃতীয় দফার টিকাকরণ ৷ এই দফায় 45 বছরের উপরে সবাই পাবেন করোনাভাইরাসের টিকা ৷ সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে 250 টাকার বিনিময়ে মিলছে টিকা ৷ দ্বিতীয় দফার মতোই তৃতীয় দফাতেও এই দাম রাখা হয়েছে ৷ যোগ্য ও ইচ্ছুক মানুষ কোউইন পোর্টাল বা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে টিকাগ্রহণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন ৷ প্রত্যেক টিকাকরণের ডিজিটাল রেকর্ড ধরে রাখা হচ্ছে ৷
আরও পড়ুন: 1 এপ্রিল থেকে বৃ্ৃদ্ধাশ্রমের প্রবীণদের করোনা টিকা দেবে কলকাতা পৌরনিগম
তৃতীয় দফার টিকাকরণ শুরুর আগের দিন পরিস্থিতি পর্যালোচনা করে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ তিনি বলেন, "আমাদের মতো বিরাট ও জনবহুল দেশে কোভিড টিকাকরণের প্রক্রিয়া যথেষ্ট মজবুতভাবে এগোচ্ছে ৷ গুরুত্ব বিচার করে আগে টিকা দেওয়া হচ্ছে ৷ অন্যান্য ক্ষেত্রের মানুষদের টিকাকরণের প্রক্রিয়াও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে ৷"