ETV Bharat / bharat

চেন্নাইয়ে 100 টাকা পেরলো পেট্রোলের দাম, কলকাতা ও দিল্লিতে 99 টাকা পার - fuel price hike

নয়াদিল্লিতে আজকে পেট্রোলের দাম 99.16 টাকা হয়েছে ৷ অন্যদিকে, কলকাতায় পেট্রোলের দাম হয়েছে 99.04 টাকা প্রতি লিটার ৷ মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং পুনেতে পেট্রোলের দাম প্রতি লিটারে গতমাসেই 100 টাকা পেরিয়ে গিয়েছে ৷ প্রত্যেক রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দাম কম-বেশি হওয়ার কারণ সেই রাজ্যের শহরভিত্তিক কর ৷ যেমন ভ্য়ালু অ্যাডেড ট্যাক্স এবং ফ্রেইট চার্জ ৷

petrol-price-crosses-rs-100-in-chennai-at-rs-99-cross-in-delhi-and-kolkata
চেন্নাইয়ে 100 টাকা পেরলো পেট্রোলের দাম, কলকাতা ও দিল্লিতে 99 টাকা পার
author img

By

Published : Jul 2, 2021, 6:51 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই : মুম্বই, হায়দরাবাদের পর এবার চেন্নাইয়ে সেঞ্চুরির করল পেট্রোল ৷ সেই সঙ্গে পঞ্জাব এবং কেরলের কয়েকটি জায়গাতেও একশো টাকার উপরে উঠেছে জ্বালানির দাম ৷ এমনকি কলকাতা এবং দিল্লিতে পেট্রোলের দাম 99 টাকা পেরিয়ে গেছে ৷ দেশের মেট্রো সিটির মধ্যে এই দু’টি জায়গাতেই পেট্রোলের দাম এখনও একশোর গণ্ডি পেরয়নি ৷ শুক্রবার আন্তর্জাতিক বাজারের হিসেবে 35 পয়সা বেড়েছে পেট্রোলের দাম ৷ অন্যদিকে, ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি ৷

বৃহস্পতিবার রান্নার গ্যাসের দাম বেড়েছে ৷ 25 টাকা 50 পয়সা দাম বেড়েছে 14.2 লিটারের সিলিন্ডারে ৷ যার পরে দিল্লিতে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়েছে 834.50 টাকা ৷ প্রসঙ্গত, পেট্রোলের দাম গত দু’মাসে 33 বার বেড়েছে ৷ যার ফলস্বরূপ গোটা দেশে নতুন করে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম 100.13 টাকা হয়ে গিয়েছে প্রতি লিটারে ৷ ডিজেলের দাম প্রতি লিটারে 93.72 টাকা হয়েছে ৷

নয়াদিল্লিতে আজকে পেট্রোলের দাম 99.16 টাকা হয়েছে ৷ অন্যদিকে, কলকাতায় পেট্রোলের দাম হয়েছে 99.04 টাকা প্রতি লিটার ৷ মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং পুনেতে পেট্রোলের দাম প্রতি লিটারে গতমাসেই 100 টাকা পেরিয়ে গিয়েছে ৷ প্রত্যেক রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দাম কম-বেশি হওয়ার কারণ সেই রাজ্যের শহরভিত্তিক কর ৷ যেমন ভ্য়ালু অ্যাডেড ট্যাক্স এবং ফ্রেইট চার্জ ৷ আর সেই কারণেই পঞ্জাব এবং কেরলের অনেক শহরে পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ পঞ্জাবের জলন্ধরে পেট্রোলের দাম 100.22 টাকা প্রতি লিটার ৷ সেখানে কেরলের তিরুবনন্তপুরমের পেট্রোলের দাম 101.14 টাকা প্রতি লিটার হয়েছে ৷

আরও পড়ুন : পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরে সিআইটিইউ’র বিক্ষোভ

অন্যদিকে, রাজস্থান, মধ্যপ্রদেশ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলাঙ্গানা, কর্নাটক, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, তামিলনাড়ু, কেরল, বিহার, পঞ্জাব এবং লাদাখেও পেট্রোলের দাম 100 টাকা পেরিয়ে গেছে ৷ অন্যদিকে, দিল্লি এবং কলকাতার মতো পুদুচেরি এবং গ্যাংটকেও পেট্রোলের দাম প্রতি লিটার 99 টাকা পেরিয়ে গিয়েছে ৷

নয়াদিল্লি, 2 জুলাই : মুম্বই, হায়দরাবাদের পর এবার চেন্নাইয়ে সেঞ্চুরির করল পেট্রোল ৷ সেই সঙ্গে পঞ্জাব এবং কেরলের কয়েকটি জায়গাতেও একশো টাকার উপরে উঠেছে জ্বালানির দাম ৷ এমনকি কলকাতা এবং দিল্লিতে পেট্রোলের দাম 99 টাকা পেরিয়ে গেছে ৷ দেশের মেট্রো সিটির মধ্যে এই দু’টি জায়গাতেই পেট্রোলের দাম এখনও একশোর গণ্ডি পেরয়নি ৷ শুক্রবার আন্তর্জাতিক বাজারের হিসেবে 35 পয়সা বেড়েছে পেট্রোলের দাম ৷ অন্যদিকে, ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি ৷

বৃহস্পতিবার রান্নার গ্যাসের দাম বেড়েছে ৷ 25 টাকা 50 পয়সা দাম বেড়েছে 14.2 লিটারের সিলিন্ডারে ৷ যার পরে দিল্লিতে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়েছে 834.50 টাকা ৷ প্রসঙ্গত, পেট্রোলের দাম গত দু’মাসে 33 বার বেড়েছে ৷ যার ফলস্বরূপ গোটা দেশে নতুন করে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম 100.13 টাকা হয়ে গিয়েছে প্রতি লিটারে ৷ ডিজেলের দাম প্রতি লিটারে 93.72 টাকা হয়েছে ৷

নয়াদিল্লিতে আজকে পেট্রোলের দাম 99.16 টাকা হয়েছে ৷ অন্যদিকে, কলকাতায় পেট্রোলের দাম হয়েছে 99.04 টাকা প্রতি লিটার ৷ মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং পুনেতে পেট্রোলের দাম প্রতি লিটারে গতমাসেই 100 টাকা পেরিয়ে গিয়েছে ৷ প্রত্যেক রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দাম কম-বেশি হওয়ার কারণ সেই রাজ্যের শহরভিত্তিক কর ৷ যেমন ভ্য়ালু অ্যাডেড ট্যাক্স এবং ফ্রেইট চার্জ ৷ আর সেই কারণেই পঞ্জাব এবং কেরলের অনেক শহরে পেট্রোলের দাম 100 টাকা ছাড়িয়ে গিয়েছে ৷ পঞ্জাবের জলন্ধরে পেট্রোলের দাম 100.22 টাকা প্রতি লিটার ৷ সেখানে কেরলের তিরুবনন্তপুরমের পেট্রোলের দাম 101.14 টাকা প্রতি লিটার হয়েছে ৷

আরও পড়ুন : পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরে সিআইটিইউ’র বিক্ষোভ

অন্যদিকে, রাজস্থান, মধ্যপ্রদেশ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলাঙ্গানা, কর্নাটক, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, তামিলনাড়ু, কেরল, বিহার, পঞ্জাব এবং লাদাখেও পেট্রোলের দাম 100 টাকা পেরিয়ে গেছে ৷ অন্যদিকে, দিল্লি এবং কলকাতার মতো পুদুচেরি এবং গ্যাংটকেও পেট্রোলের দাম প্রতি লিটার 99 টাকা পেরিয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.