শ্রীগঙ্গানগর, 15 ফেব্রুয়ারি : পঞ্জাব সংলগ্ন সীমানার জেলা শ্রীগঙ্গানগরে সেঞ্চুরির কাছে পেট্রলের দাম ৷ লাগাতার বাড়তে থাকা পেট্রল-ডিজ়েলের দামে নাজেহাল সাধারণ মানুষ ৷ তেমনই শ্রীগঙ্গানগরে পেট্রলের দাম প্রায় একশো ছুঁইছুঁই ৷ সেখানে প্রতি লিটার পেট্রলের দাম 99 টাকা 49 পয়সা এবং ডিজেলের দাম 91 টাকা হয়ে গিয়েছে ৷
গতকাল শ্রীগঙ্গানগরে পেট্রলের দাম ছিল 99 টাকা 22 পয়সা ৷ সেখান থেকে আজ 27 পয়সা দাম বেড়েছে পেট্রলের ৷ এই হারে পেট্রলের দাম বাড়তে থাকলে আগামী দু’দিনের মধ্যে পেট্রলের দাম বেড়ে 100 টাকা হয়ে যাবে বলে মনে করছে স্থানীয়রা ৷ 2012 সালে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে 121 ডলার ছিল ৷ সেই সময়ও পেট্রলের দাম 70 টাকা প্রতি লিটার ছিল ৷ আর এখন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে 61 ডলার ৷ আর তা সত্ত্বেও পেট্রল ও ডিজেলের দাম বাড়ছে ৷
আরও পড়ুন : পেট্রল-ডিজ়েলের আগুন-দাম, মাথায় হাত গ্রাহক-বিক্রেতার
পঞ্জাবে এর আগে পেট্রল ও ডিজেলের ভ্যাটের হার 38 শতাংশ এবং 28 শতাংশ ছিল। এর পরে জানুয়ারিতে ভ্যাটের হার 2 শতাংশ কমিয়ে পেট্রলের 36 শতাংশ এবং ডিজেলের 26 শতাংশ করা হয়েছিল। 2% ভ্যাট হ্রাসের কারণে, শ্রীগঙ্গানগর শহরে একসময় পেট্রল 1 টাকা 42 পয়সা এবং ডিজেল 1 টাকা 38 পয়সা কম ছিল। তারপরে 29 জানুয়ারি পেট্রলের প্রতি লিটারের দাম ছিল 96 টাকা এবং প্রতি লিটার ডিজেল 88 টাকা। এরপর থেকেই সেই হার আবারও বাড়তে শুরু করে।