ETV Bharat / bharat

পঞ্জাব সংলগ্ন শ্রীগঙ্গানগরে পেট্রলের দাম সেঞ্চুরির দোরগোড়ায় - পেট্রোলের দাম

গতকাল শ্রীগঙ্গানগরে রবিবার পেট্রলের দাম ছিল 99 টাকা 22 পয়সা ৷ সেখান থেকে আজকে 27 পয়সা দাম বেড়েছে পেট্রলের ৷ এই হারে দাম বাড়তে থাকলে আগামী দু’দিনের মধ্যে পেট্রলের দাম বেড়ে 100 টাকা হয়ে যাবে বলে মনে করছে স্থানীয়রা ৷

petrol price all most reach 100 rupees in sriganganagar near panjab
পঞ্জাব সংলগ্ন শ্রীগঙ্গানগরে পেট্রোলের দাম সেঞ্চুরির দোরগোড়ায়
author img

By

Published : Feb 15, 2021, 5:31 PM IST

শ্রীগঙ্গানগর, 15 ফেব্রুয়ারি : পঞ্জাব সংলগ্ন সীমানার জেলা শ্রীগঙ্গানগরে সেঞ্চুরির কাছে পেট্রলের দাম ৷ লাগাতার বাড়তে থাকা পেট্রল-ডিজ়েলের দামে নাজেহাল সাধারণ মানুষ ৷ তেমনই শ্রীগঙ্গানগরে পেট্রলের দাম প্রায় একশো ছুঁইছুঁই ৷ সেখানে প্রতি লিটার পেট্রলের দাম 99 টাকা 49 পয়সা এবং ডিজেলের দাম 91 টাকা হয়ে গিয়েছে ৷

গতকাল শ্রীগঙ্গানগরে পেট্রলের দাম ছিল 99 টাকা 22 পয়সা ৷ সেখান থেকে আজ 27 পয়সা দাম বেড়েছে পেট্রলের ৷ এই হারে পেট্রলের দাম বাড়তে থাকলে আগামী দু’দিনের মধ্যে পেট্রলের দাম বেড়ে 100 টাকা হয়ে যাবে বলে মনে করছে স্থানীয়রা ৷ 2012 সালে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে 121 ডলার ছিল ৷ সেই সময়ও পেট্রলের দাম 70 টাকা প্রতি লিটার ছিল ৷ আর এখন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে 61 ডলার ৷ আর তা সত্ত্বেও পেট্রল ও ডিজেলের দাম বাড়ছে ৷

আরও পড়ুন : পেট্রল-ডিজ়েলের আগুন-দাম, মাথায় হাত গ্রাহক-বিক্রেতার

পঞ্জাবে এর আগে পেট্রল ও ডিজেলের ভ্যাটের হার 38 শতাংশ এবং 28 শতাংশ ছিল। এর পরে জানুয়ারিতে ভ্যাটের হার 2 শতাংশ কমিয়ে পেট্রলের 36 শতাংশ এবং ডিজেলের 26 শতাংশ করা হয়েছিল। 2% ভ্যাট হ্রাসের কারণে, শ্রীগঙ্গানগর শহরে একসময় পেট্রল 1 টাকা 42 পয়সা এবং ডিজেল 1 টাকা 38 পয়সা কম ছিল। তারপরে 29 জানুয়ারি পেট্রলের প্রতি লিটারের দাম ছিল 96 টাকা এবং প্রতি লিটার ডিজেল 88 টাকা। এরপর থেকেই সেই হার আবারও বাড়তে শুরু করে।

শ্রীগঙ্গানগর, 15 ফেব্রুয়ারি : পঞ্জাব সংলগ্ন সীমানার জেলা শ্রীগঙ্গানগরে সেঞ্চুরির কাছে পেট্রলের দাম ৷ লাগাতার বাড়তে থাকা পেট্রল-ডিজ়েলের দামে নাজেহাল সাধারণ মানুষ ৷ তেমনই শ্রীগঙ্গানগরে পেট্রলের দাম প্রায় একশো ছুঁইছুঁই ৷ সেখানে প্রতি লিটার পেট্রলের দাম 99 টাকা 49 পয়সা এবং ডিজেলের দাম 91 টাকা হয়ে গিয়েছে ৷

গতকাল শ্রীগঙ্গানগরে পেট্রলের দাম ছিল 99 টাকা 22 পয়সা ৷ সেখান থেকে আজ 27 পয়সা দাম বেড়েছে পেট্রলের ৷ এই হারে পেট্রলের দাম বাড়তে থাকলে আগামী দু’দিনের মধ্যে পেট্রলের দাম বেড়ে 100 টাকা হয়ে যাবে বলে মনে করছে স্থানীয়রা ৷ 2012 সালে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে 121 ডলার ছিল ৷ সেই সময়ও পেট্রলের দাম 70 টাকা প্রতি লিটার ছিল ৷ আর এখন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে 61 ডলার ৷ আর তা সত্ত্বেও পেট্রল ও ডিজেলের দাম বাড়ছে ৷

আরও পড়ুন : পেট্রল-ডিজ়েলের আগুন-দাম, মাথায় হাত গ্রাহক-বিক্রেতার

পঞ্জাবে এর আগে পেট্রল ও ডিজেলের ভ্যাটের হার 38 শতাংশ এবং 28 শতাংশ ছিল। এর পরে জানুয়ারিতে ভ্যাটের হার 2 শতাংশ কমিয়ে পেট্রলের 36 শতাংশ এবং ডিজেলের 26 শতাংশ করা হয়েছিল। 2% ভ্যাট হ্রাসের কারণে, শ্রীগঙ্গানগর শহরে একসময় পেট্রল 1 টাকা 42 পয়সা এবং ডিজেল 1 টাকা 38 পয়সা কম ছিল। তারপরে 29 জানুয়ারি পেট্রলের প্রতি লিটারের দাম ছিল 96 টাকা এবং প্রতি লিটার ডিজেল 88 টাকা। এরপর থেকেই সেই হার আবারও বাড়তে শুরু করে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.