নয়াদিল্লি, 6 এপ্রিল : বিরাম নেই পেট্রল, ডিজেলের মূল্য বৃদ্ধিতে ৷ আজ, বুধবার পেট্রল ও ডিজেলের লিটার পিছু 80 পয়সা করে দাম বাড়ল ৷ 22 মার্চ থেকে এ নিয়ে 14 বারে মোট 10 টাকা মূল্য বৃদ্ধি করল মোদি সরকার ৷ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল বিজেপি সরকার ৷ গতকাল পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু 80 পয়সা বেড়েছিল, আজও একই হারে বাড়ল ৷ দেশজুড়ে একই হারে দাম বাড়লেও বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য বিভিন্ন হতে পারে (Petrol Diesel Prices hiked by 80 Paisa on 6 April) ৷
পেট্রলের দাম :
দিল্লি : 105.41 টাকা/লিটার
মুম্বই : 120.51 টাকা/লিটার
কলকাতা : 115.12 টাকা/লিটার
চেন্নাই : 110.95 টাকা/লিটার
আরও পড়ুন : LPG Price Hike : নতুন অর্থবর্ষের প্রথম দিনেই একলাফে 250 টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
ডিজ়েলের দাম :
দিল্লি : 96.67 টাকা/লিটার
মুম্বই : 104.77 টাকা/লিটার
কলকাতা : 99.83 টাকা/লিটার
চেন্নাই : 101.04 টাকা/লিটার
জ্বালানির এমন মূল্যবৃদ্ধিতে বিপন্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষ ৷ ইতমধ্যে 1 এপ্রিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে ৷ এরপর বিমানের জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে ৷