নয়াদিল্লি, 23 মার্চ : পরপর দু’দিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike for Second Consecutive Day) ৷ আজও বাজার খুলতেই দেশের মেট্রো শহরগুলিতে 80 থেকে 85 পয়সা বেড়েছে পেট্রল-ডিজেলের দাম ৷ ফলে গত দু’দিনে প্রায় 1 টাকা 60 পয়সা দাম বাড়ল জ্বালানির ৷ কলকাতায় পেট্রলের দাম 83 পয়সা বেড়েছে ৷ ডিজেলের দাম বেড়েছে 80 পয়সা ৷ রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বেড়ে 97.01 টাকা হয়েছে ৷ সেখানে ডিজেলের দাম বেড়ে হয়েছে 88.27 টাকা ৷ পরপর দু’দিন পেট্রল-ডিজেলের দাম বাড়ায় ফের একবার সাধারণ মানুষকে দৈনন্দিন জীবনে মূল্যবৃদ্ধির কোপে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা ৷
এদিন বাজার খুলতেই দেশের চারটি মেট্রো শহরে বিভিন্ন হারে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৷ দিল্লিতে যেখানে 80 পয়সা বেড়েছে জ্বালানির দাম ৷ সেখানে কলকাতায় পেট্রলের দাম বেড়েছে 83 পয়সা ও ডিজেলের দাম 80 পয়সা ৷ ফলে কলকাতায় পেট্রলের বর্ধিত দাম হয়েছে 106.34 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 91.42 টাকা ৷ মূলত ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভ্যাটের উপর ভিত্তি করে বিভিন্ন রাজ্যে ভিন্ন দরে পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৷
আরও পড়ুন : Fuel Price Hike : এক লাফে 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, মহার্ঘ্য পেট্রল-ডিজেলও
তেমনই বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের দাম 85 পয়সা করে বেড়েছে ৷ ফলে পেট্রলের ও ডিজেলের দাম বেড়ে হয়েছে 111.67 টাকা এবং 95.85 টাকা ৷ একইভাবে দেশের আরেক মেট্রো শহর চেন্নাইয়ে পেট্রলের দাম 75 পয়সা বেড়ে হয়েছে 102.91 টাকা এবং ডিজেলের দাম 76 পয়সা বেড়ে হয়েছে, 92.95 টাকা ৷
প্রসঙ্গত, প্রায় 4 মাস ভারতে পেট্রল ও ডিজেলের দাম এক জায়গায় স্থির ছিল ৷ পাঁচ রাজ্যের ভোট মেটার পর গতকাল থেকে ফের ঊর্ধ্বমুখী হয়েছে পেট্রল-ডিজেলের দর ৷ এমনকি রান্নার গ্যাসের দামও 50 টাকা বেড়েছে ৷ ভোট মিটতে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায়, সংসদের বাজেট অধিবেশনে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ গতকাল রাজ্যসভায় এনিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব পেশ করে বিরোধী দলগুলি ৷ কিন্তু, রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু সেই প্রস্তাব নাকচ করে দেন ৷