ETV Bharat / bharat

Howrah Cash Recovery: সিআইডি তদন্ত এড়াতে মরিয়া ঝাড়খণ্ডের 3 বিধায়ক ! মামলা ডিভিশন বেঞ্চে

author img

By

Published : Aug 5, 2022, 2:36 PM IST

Updated : Aug 5, 2022, 2:43 PM IST

হাওড়ায় টাকা উদ্ধার কাণ্ডে (Howrah Cash Recovery) সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ ৷ সেই রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা রুজু করার পথে হাঁটলেন আবেদনকারীরা ৷

petitioners appeal to division bench challenging single bench direction on Howrah Cash Recovery case
Howrah Cash Recovery: সিআইডি তদন্ত এড়াতে মরিয়া ঝাড়খণ্ডের তিন বিধায়ক ! সিঙ্গল বেঞ্চের রায় চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা

কলকাতা, 5 অগস্ট: হাওড়ায় গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় (Howrah Cash Recovery) পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) বা বাংলার সিআইডি (CID)-এর তদন্ত করার কোনও এক্তিয়ারই নেই ৷ তাই অবিলম্বে সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থাকে এই তদন্তের দায়িত্বভার দেওয়া হোক ৷ এই দাবিতে এবং কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা রুজু করার পথে হাঁটলেন ঘটনায় অভিযুক্তরা ৷

ইতিমধ্য়েই প্রধান বিচারপতির তরফে এই মামলা দায়ের করার অনুমতি মিলেছে ৷ তবে, আবেদনকারীদের বক্তব্য, জরুরি ভিত্তিতে এ দিনই মামলার শুনানি শুরু করা হোক ৷ কিন্তু, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, মামলা দায়েরের প্রক্রিয়া সারা হয়ে গেলে তারপরই দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করে দেখা হবে ৷ অন্যদিকে, এ দিনই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আলাদা করে জামিনের আবেদন করেছেন ঘটনায় ধৃত ঝাড়খণ্ডের তিন বিধায়ক ৷

উল্লেখ্য, গত 30 জুলাই 16 নম্বর জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ি আটক করা হয় ৷ সেই গাড়িতেই ছিলেন ঝাড়খণ্ডের তিন বিধায়ক ৷ গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি টাকা (Howrah Cash Recovery) ! ঘটনাটি ঘটে হাওড়ার রানিহাটি মোড়ে ৷ উদ্ধার হওয়া টাকার মধ্যে অধিকাংশই ছিল 500 টাকার নোট ৷ মোট পরিমাণ অন্তত 49 লক্ষ ৷ এই ঘটনায় ঝাড়খণ্ডের এই তিন কংগ্রেস বিধায়ক-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷ সূত্রের দাবি, এই পাঁচজনই টাকা উদ্ধারের সময় সংশ্লিষ্ট গাড়িটিতে ছিলেন ৷ এঁদের একজন গাড়ির চালক এবং অন্যজন ধৃত বিধায়কদেরই সঙ্গে থাকা এক ব্যক্তি ৷

আরও পড়ুন: Jharkhand MLA Arrest Case: ঝাড়খণ্ডের 3 বিধায়ক গ্রেফতারি মামলার তদন্ত রাজ্য পুলিশই করবে: হাইকোর্ট

বৃহস্পতিবার এই বিষয়ে একটি মামলা রুজু হয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে ৷ আদালতের নথি বলছে, এই মামলায় আবেদনকারী মোট চারজন ৷ এঁদের মধ্যে তিনজন হলেন ঝাড়খণ্ডের ধৃত তিন বিধায়ক ৷ যাঁদের ইতিমধ্যেই সাসপেন্ড করেছে কংগ্রেস ৷ আর চতুর্থ জন হলেন দিল্লিতে থাকা এক ব্যক্তি ৷ যাঁকে পাকড়াও করতে ইতিমধ্যেই রাজধানীতে গিয়ে বিপাকে পড়েছিল এ রাজ্যের সিআইডি প্রতিনিধিদল ৷ মামলাকারীদের বক্তব্য ছিল, এই ঘটনায় ঝাড়খণ্ড পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করবে ৷ তাই পশ্চিমবঙ্গ পুলিশ বা এ রাজ্য়ের সিআইডি-র সেখানে কোনও ভূমিকা থাকতে পারে না ৷

মামলাকারীদের এই যুক্তি খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য ৷ তাঁর পর্যবেক্ষণ ছিল, টাকা উদ্ধার হয়েছে হাওড়ায় ৷ প্রথম অভিযোগ দায়ের হয়েছে পাঁচলা থানায় ৷ নিয়ম মাফিকই তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডি ৷ তাছাড়া, এটি তদন্ত প্রক্রিয়ার একেবারেই প্রাথমিক স্তর ৷ তাই এখনই এই বিষয়ে সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার প্রয়োজন আছে, এমনটা বলা যায় না ৷ এই প্রেক্ষাপটে শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে বঙ্গ সিআইডি-র হাত থেকে তদন্তভার অপসারণের দাবিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারীরা ৷

কলকাতা, 5 অগস্ট: হাওড়ায় গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় (Howrah Cash Recovery) পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) বা বাংলার সিআইডি (CID)-এর তদন্ত করার কোনও এক্তিয়ারই নেই ৷ তাই অবিলম্বে সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থাকে এই তদন্তের দায়িত্বভার দেওয়া হোক ৷ এই দাবিতে এবং কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা রুজু করার পথে হাঁটলেন ঘটনায় অভিযুক্তরা ৷

ইতিমধ্য়েই প্রধান বিচারপতির তরফে এই মামলা দায়ের করার অনুমতি মিলেছে ৷ তবে, আবেদনকারীদের বক্তব্য, জরুরি ভিত্তিতে এ দিনই মামলার শুনানি শুরু করা হোক ৷ কিন্তু, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, মামলা দায়েরের প্রক্রিয়া সারা হয়ে গেলে তারপরই দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করে দেখা হবে ৷ অন্যদিকে, এ দিনই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আলাদা করে জামিনের আবেদন করেছেন ঘটনায় ধৃত ঝাড়খণ্ডের তিন বিধায়ক ৷

উল্লেখ্য, গত 30 জুলাই 16 নম্বর জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ি আটক করা হয় ৷ সেই গাড়িতেই ছিলেন ঝাড়খণ্ডের তিন বিধায়ক ৷ গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি টাকা (Howrah Cash Recovery) ! ঘটনাটি ঘটে হাওড়ার রানিহাটি মোড়ে ৷ উদ্ধার হওয়া টাকার মধ্যে অধিকাংশই ছিল 500 টাকার নোট ৷ মোট পরিমাণ অন্তত 49 লক্ষ ৷ এই ঘটনায় ঝাড়খণ্ডের এই তিন কংগ্রেস বিধায়ক-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয় ৷ সূত্রের দাবি, এই পাঁচজনই টাকা উদ্ধারের সময় সংশ্লিষ্ট গাড়িটিতে ছিলেন ৷ এঁদের একজন গাড়ির চালক এবং অন্যজন ধৃত বিধায়কদেরই সঙ্গে থাকা এক ব্যক্তি ৷

আরও পড়ুন: Jharkhand MLA Arrest Case: ঝাড়খণ্ডের 3 বিধায়ক গ্রেফতারি মামলার তদন্ত রাজ্য পুলিশই করবে: হাইকোর্ট

বৃহস্পতিবার এই বিষয়ে একটি মামলা রুজু হয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে ৷ আদালতের নথি বলছে, এই মামলায় আবেদনকারী মোট চারজন ৷ এঁদের মধ্যে তিনজন হলেন ঝাড়খণ্ডের ধৃত তিন বিধায়ক ৷ যাঁদের ইতিমধ্যেই সাসপেন্ড করেছে কংগ্রেস ৷ আর চতুর্থ জন হলেন দিল্লিতে থাকা এক ব্যক্তি ৷ যাঁকে পাকড়াও করতে ইতিমধ্যেই রাজধানীতে গিয়ে বিপাকে পড়েছিল এ রাজ্যের সিআইডি প্রতিনিধিদল ৷ মামলাকারীদের বক্তব্য ছিল, এই ঘটনায় ঝাড়খণ্ড পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করবে ৷ তাই পশ্চিমবঙ্গ পুলিশ বা এ রাজ্য়ের সিআইডি-র সেখানে কোনও ভূমিকা থাকতে পারে না ৷

মামলাকারীদের এই যুক্তি খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য ৷ তাঁর পর্যবেক্ষণ ছিল, টাকা উদ্ধার হয়েছে হাওড়ায় ৷ প্রথম অভিযোগ দায়ের হয়েছে পাঁচলা থানায় ৷ নিয়ম মাফিকই তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডি ৷ তাছাড়া, এটি তদন্ত প্রক্রিয়ার একেবারেই প্রাথমিক স্তর ৷ তাই এখনই এই বিষয়ে সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার প্রয়োজন আছে, এমনটা বলা যায় না ৷ এই প্রেক্ষাপটে শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে বঙ্গ সিআইডি-র হাত থেকে তদন্তভার অপসারণের দাবিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারীরা ৷

Last Updated : Aug 5, 2022, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.