ETV Bharat / bharat

স্ত্রী ও 2 সন্তানের গলা কেটে খুন করে আত্মঘাতী ব্যক্তি! সুইসাইড নোটে লেখা নৃশংসতার কারণ - Suicide Note

Husband Murdered Wife and Children : স্ত্রী ও সন্তানদের গলা কেটে খুন করে আত্মঘাতী হলেন ব্য়ক্তি ৷ তাঁর পকেট থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট ৷ যাতে লেখা আছে কেন তিনি এই ঘটনা ঘটিয়েছেন ৷ উত্তরপ্রদেশের বালিয়া জেলার ঘটনা ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 2:29 PM IST

বালিয়া (উত্তরপ্রদেশ), 11 ডিসেম্বর: ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্ত্রী ও দুই সন্তানের গলা কেটে হত্যা করে আত্মহত্যা করলেন ব্যক্তি । এই ঘটনা তিনি কেন ঘটিয়েছেন তাও লিখে গিয়েছেন একটি চিরকুটে ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাঁশডিহ কোতোয়ালি এলাকার অন্তর্গত গ্রামসভা দেবদিহ এলাকায় ।

রবিবার রাত 11টার দিকে বাগানে একই পরিবারের চারজনের দেহ পাওয়া যায় ৷ যার মধ্যে একজন মহিলা ও দুই শিশুর গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল । সেই সময় তার পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ পাওয়া যায় । খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য পাঠায় ।

জানা গিয়েছে, পারিবারিক বিরোধের জেরে দেবডিহের বাসিন্দা মোহন রামের ছেলে শ্রাবণ রাম তাঁর স্ত্রী শশীকলা দেবী (35), দুই ছেলে সূর্য (7) ও মিতু (4 মাস)কে বাড়ির পাশের আম বাগানে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দেহ ফেলে দেয় । স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন শ্রাবণ রাম । মৃত শশীকলার মামার ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশে ।

মৃতের বাপের বাড়ির পরিবার পুলিশকে জানায়, তাঁদের মেয়েকে স্বামী শ্রাবণ রাম মারধর করছে । এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না । খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে তল্লাশি করেও সেখানে কাউকে পায়নি । পরে পুলিশ ফিরে আসে । শশীকলার বাবা-মা আবার পুলিশের কাছে অভিযোগ জানালে, থানার বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারপর ঘটনাটি প্রকাশ্যে আসে ।

খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক দল ও বিপুল সংখ্যক পুলিশ বাহিনী । ঘটনাস্থলে পুলিশ শ্রাবণের পকেট থেকে একটি সুইসাইড নোট পায় ৷ যাতে সে পুরো ঘটনার দায় স্বীকার করেছে । পুলিশ সঙ্গে সঙ্গে সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । শশীকলার ভাইয়ের অভিযোগে মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন :

1 স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে আত্মঘাতী চিকিৎসক

2 গলা কেটে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী শিক্ষক

3 'আমাদের মৃত্যুর জন্য দায়ী প্রতিবেশীরা', সুইসাইড নোট লিখে আত্মঘাতী গোটা পরিবার!

বালিয়া (উত্তরপ্রদেশ), 11 ডিসেম্বর: ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্ত্রী ও দুই সন্তানের গলা কেটে হত্যা করে আত্মহত্যা করলেন ব্যক্তি । এই ঘটনা তিনি কেন ঘটিয়েছেন তাও লিখে গিয়েছেন একটি চিরকুটে ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাঁশডিহ কোতোয়ালি এলাকার অন্তর্গত গ্রামসভা দেবদিহ এলাকায় ।

রবিবার রাত 11টার দিকে বাগানে একই পরিবারের চারজনের দেহ পাওয়া যায় ৷ যার মধ্যে একজন মহিলা ও দুই শিশুর গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল । সেই সময় তার পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ পাওয়া যায় । খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য পাঠায় ।

জানা গিয়েছে, পারিবারিক বিরোধের জেরে দেবডিহের বাসিন্দা মোহন রামের ছেলে শ্রাবণ রাম তাঁর স্ত্রী শশীকলা দেবী (35), দুই ছেলে সূর্য (7) ও মিতু (4 মাস)কে বাড়ির পাশের আম বাগানে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দেহ ফেলে দেয় । স্ত্রী ও সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন শ্রাবণ রাম । মৃত শশীকলার মামার ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশে ।

মৃতের বাপের বাড়ির পরিবার পুলিশকে জানায়, তাঁদের মেয়েকে স্বামী শ্রাবণ রাম মারধর করছে । এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না । খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে তল্লাশি করেও সেখানে কাউকে পায়নি । পরে পুলিশ ফিরে আসে । শশীকলার বাবা-মা আবার পুলিশের কাছে অভিযোগ জানালে, থানার বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারপর ঘটনাটি প্রকাশ্যে আসে ।

খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক দল ও বিপুল সংখ্যক পুলিশ বাহিনী । ঘটনাস্থলে পুলিশ শ্রাবণের পকেট থেকে একটি সুইসাইড নোট পায় ৷ যাতে সে পুরো ঘটনার দায় স্বীকার করেছে । পুলিশ সঙ্গে সঙ্গে সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । শশীকলার ভাইয়ের অভিযোগে মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন :

1 স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে আত্মঘাতী চিকিৎসক

2 গলা কেটে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী শিক্ষক

3 'আমাদের মৃত্যুর জন্য দায়ী প্রতিবেশীরা', সুইসাইড নোট লিখে আত্মঘাতী গোটা পরিবার!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.