ETV Bharat / bharat

পদ্ম সম্মানের জন্য প্রতিভাধরদের বেছে নিন, দেশবাসীকে আহ্বান মোদির - নরেন্দ্র মোদির খবর

পদ্ম পুরস্কারের (Padma Awards) জন্য প্রতিভাধরদের নাম মনোনয়নের জন্য জনগণের (People's Padma) কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ টুইট করে তিনি জানিয়েছেন, 15 সেপ্টেম্বর পর্যন্ত পাঠানো যাবে মনোনয়ন ৷

'People's Padma': PM Narendra Modi calls for nominating those working at the grassroots for padma awards
পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন পাঠান, জনগণের কাছে আর্জি মোদির
author img

By

Published : Jul 11, 2021, 3:47 PM IST

নয়াদিল্লি, 11 জুলাই : জনগণকে পদ্ম পুরস্কারের (Padma Awards) জন্য নাম মনোনয়ন করতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তাঁর কথায়, এই পুরস্কার হল 'জনগণের পদ্ম' ৷ টুইট করে নাম মনোনয়নের আর্জি জানিয়েছেন নমো ৷ আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে নাম পাঠাতে বলা হয়েছে ৷ এই পোস্টে পিপলস পদ্ম (People's Padma) হ্যাশট্যাগ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী ৷

রবিবার টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, "ভারতে বহু প্রতিভাধর মানুষ রয়েছেন ৷ যাঁরা তৃণমূল স্তরে ব্যতিক্রমী কাজ করে চলেছেন ৷ প্রায়ই আমরা তাঁদের সম্পর্কে বেশি কিছু শুনি না বা তাঁদের দেখতেও পাই না ৷ আপনারা কি এ ধরনের কোনও অনুপ্রেরণাদায়ক মানুষের কথা জানেন ? আপনি তাঁদের জনগণের পদ্মের জন্য মনোনীত করতে পারেন ৷ 15 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পাঠানো যাবে ৷"

আরও পড়ুন: "মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স" তত্ত্ব উধাও, করোনা পরিস্থিতিতেও মন্ত্রিসভা সম্প্রসারণ

তৃণমূল স্তরে কাজ করছেন, এমন মানুষদের চিহ্নিত করতে নয়া উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ যাঁদের প্রতিভা ও কাজ স্বীকৃতির দাবি রাখে, তাঁদের খুঁজে বের করার জন্য কেন্দ্র, রাজ্যের সব মন্ত্রী এবং পুরস্কারপ্রাপকদের কাছে আর্জি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ যে অজানা অচেনা নায়করা নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন, তাঁদের সম্পর্কে জানুন - জানুয়ারি মাসে এ বছরের প্রথম 'মন কি বাত' অনুষ্ঠানে মানুষের কাছে এই আর্জিই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি পদ্ম পুরস্কার ওয়েবসাইটের লিংকও পোস্ট করেছিলেন ৷ যাতে দেশবাসী তাঁদের মনোনয়ন পাঠাতে পারেন ৷ সরকারি একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে ৷ নিজেকে মনোনয়ন দেওয়ার পথও খোলা রেখেছে কেন্দ্র ৷

আরও পড়ুন: মোদি ক্যাবিনেটে স্বল্পশিক্ষিত নিশীথ, সবথেকে বেশি মামলায় অভিযুক্ত বার্লা

পদ্ম বিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী হল অসামরিক ক্ষেত্রে দেশের অন্যতম সর্বোচ্চ পুরস্কার ৷ 1954 সাল থেকে নানা অবদানের জন্য দেশের নাগরিকদের এই পুরস্কার দেওয়া হচ্ছে ৷ প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে পুরস্কারপ্রাপকের নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷

নয়াদিল্লি, 11 জুলাই : জনগণকে পদ্ম পুরস্কারের (Padma Awards) জন্য নাম মনোনয়ন করতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তাঁর কথায়, এই পুরস্কার হল 'জনগণের পদ্ম' ৷ টুইট করে নাম মনোনয়নের আর্জি জানিয়েছেন নমো ৷ আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে নাম পাঠাতে বলা হয়েছে ৷ এই পোস্টে পিপলস পদ্ম (People's Padma) হ্যাশট্যাগ ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী ৷

রবিবার টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, "ভারতে বহু প্রতিভাধর মানুষ রয়েছেন ৷ যাঁরা তৃণমূল স্তরে ব্যতিক্রমী কাজ করে চলেছেন ৷ প্রায়ই আমরা তাঁদের সম্পর্কে বেশি কিছু শুনি না বা তাঁদের দেখতেও পাই না ৷ আপনারা কি এ ধরনের কোনও অনুপ্রেরণাদায়ক মানুষের কথা জানেন ? আপনি তাঁদের জনগণের পদ্মের জন্য মনোনীত করতে পারেন ৷ 15 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পাঠানো যাবে ৷"

আরও পড়ুন: "মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স" তত্ত্ব উধাও, করোনা পরিস্থিতিতেও মন্ত্রিসভা সম্প্রসারণ

তৃণমূল স্তরে কাজ করছেন, এমন মানুষদের চিহ্নিত করতে নয়া উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ যাঁদের প্রতিভা ও কাজ স্বীকৃতির দাবি রাখে, তাঁদের খুঁজে বের করার জন্য কেন্দ্র, রাজ্যের সব মন্ত্রী এবং পুরস্কারপ্রাপকদের কাছে আর্জি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ যে অজানা অচেনা নায়করা নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন, তাঁদের সম্পর্কে জানুন - জানুয়ারি মাসে এ বছরের প্রথম 'মন কি বাত' অনুষ্ঠানে মানুষের কাছে এই আর্জিই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি পদ্ম পুরস্কার ওয়েবসাইটের লিংকও পোস্ট করেছিলেন ৷ যাতে দেশবাসী তাঁদের মনোনয়ন পাঠাতে পারেন ৷ সরকারি একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে ৷ নিজেকে মনোনয়ন দেওয়ার পথও খোলা রেখেছে কেন্দ্র ৷

আরও পড়ুন: মোদি ক্যাবিনেটে স্বল্পশিক্ষিত নিশীথ, সবথেকে বেশি মামলায় অভিযুক্ত বার্লা

পদ্ম বিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী হল অসামরিক ক্ষেত্রে দেশের অন্যতম সর্বোচ্চ পুরস্কার ৷ 1954 সাল থেকে নানা অবদানের জন্য দেশের নাগরিকদের এই পুরস্কার দেওয়া হচ্ছে ৷ প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে পুরস্কারপ্রাপকের নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.