ETV Bharat / bharat

Cyber Crime in Hyderabad: সাইবার অপরাধের ফাঁদে পড়ে ন'মাসে 102 কোটির প্রতারণা নিজামের শহরে - cyber crime News

দিনে দিনে প্রযুক্তি আরও উন্নত হচ্ছে ৷ ততই বাড়ছে সাইবার অপরাধ ৷ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে পার্ট টাইম কাজের খবর, অল্প সময়ে বেশি টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টোপে ফেলে সাইবার অপরাধীরা ৷ এইভাবে কোটি কোটি টাকা খুইয়েছে সাধারণ মানুষ ৷

ETV Bharat
সাইবার অপরাধের ফাঁদে টাকা খোয়াচ্ছে সাধারণ মানুষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 6:14 PM IST

হায়দরাবাদ, 19 অক্টোবর: সাইবার অপরাধের দুর্বিপাকে পড়ে সাধারণ নাগরিকদের খোয়ানো অর্থের পরিমাণ 102 কোটি 39 লক্ষ 10 হাজার 499 ৷ গত 9 মাসে এই বিপুল পরিমাণ টাকা হারিয়েছে হায়দরাবাদের আমজনতা ৷ প্রযুক্তি যত উন্নত হয়েছে, ততই সাইবার অপরাধীদের বাড়বাড়ন্ত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 9 মাসে শহরের সাইবার পুলিশ 2 হাজার 232 টি মামলায় দায়ের করেছে ৷ সাইবারচক্রের কোপে 102 কোটিরও বেশি টাকা হারিয়েছে মানুষ ৷ তবে সাইবার চক্রের নিশানা মূলত চাকরি অনুসন্ধানকারীরা, কম সময়ে বেশি লাভ করতে চাওয়া নাগরিকরা ৷

বহু মানুষই পার্ট টাইম কাজের সন্ধান করেন ৷ অনেকে দ্রুত সম্পত্তি বৃদ্ধির জন্য বিনিয়োগ করতে আগ্রহী থাকেন ৷ আর সাইবার অপরাধীরা এই সুযোগগুলিকেই কাজ লাগায় ৷ হঠাৎ মোবাইলে ভেসে ওঠে কোনও পার্ট টাইম কাজের খবর, বিনিয়োগে বেশি টাকা উপার্জনের লিংক ৷

পার্ট টাইম কাজের ক্ষেত্রে কোনও গ্রাহককে ফাঁদে ফেলার চেষ্টা করে সাইবার অপরাধীরা ৷ একবার এই জালে ফেঁসে গেলেই ব্যস, ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা ৷ অন্যদিকে সামান্য অর্থ বিনিয়োগে বেশি অর্থ উপার্জনের লোভও টাকা হাতাতে সাহায্য করে ৷ এভাবেই 1,018 জন 69 কোটি 60 লক্ষ 48 হাজার 689 টাকা খুইয়েছে ৷

হায়দরাবাদে সাইবার অপরাধের উচ্চাধিকারিক ডঃ গজরাও ভূপাল বলেন, "অনেক টাকা পাওয়ার কথায় একেবারেই বিশ্বাস করা চলবে না ৷ অনলাইনে টাকা আদানপ্রদানে মানুষ খুব সহজেই এই সাইবার অপরাধীদের ফাঁদে পা দেয় ৷ তারা আশা করে, প্রচুর টাকা আসবে ৷ পার্ট-টাইম কাজ করেও সেই অর্থ উপার্জন করা সম্ভব নয় ৷ এই রকম কোনও ঘটনা ঘটলেই টোল ফ্রি নম্বর 1930-তে ফোন করুন ৷"

সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপ লিংক, রিল, মেসেজ, অনলাইন কাস্টমার কেয়ার নম্বর, ব্যাংকের নম্বর দিয়ে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে নিশানা করে ৷ এমনকী ইদানিং সিবিআই, এনআইএ, সাইবার অপরাধের পোর্টালগুলিতেও আক্রমণ করছে তারা ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, 27টি বিভিন্ন রকমের প্ল্যাটফর্মের মাধ্যমে সাইবার অপরাধীরা মানুষকে প্রতারিত করার চেষ্টা করে ৷

আরও পড়ুন: সাইবার অপরাধ দমনে সিআইডিতে নতুন পদ সৃষ্টি, আদালতে জানাল রাজ্য

হায়দরাবাদ, 19 অক্টোবর: সাইবার অপরাধের দুর্বিপাকে পড়ে সাধারণ নাগরিকদের খোয়ানো অর্থের পরিমাণ 102 কোটি 39 লক্ষ 10 হাজার 499 ৷ গত 9 মাসে এই বিপুল পরিমাণ টাকা হারিয়েছে হায়দরাবাদের আমজনতা ৷ প্রযুক্তি যত উন্নত হয়েছে, ততই সাইবার অপরাধীদের বাড়বাড়ন্ত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 9 মাসে শহরের সাইবার পুলিশ 2 হাজার 232 টি মামলায় দায়ের করেছে ৷ সাইবারচক্রের কোপে 102 কোটিরও বেশি টাকা হারিয়েছে মানুষ ৷ তবে সাইবার চক্রের নিশানা মূলত চাকরি অনুসন্ধানকারীরা, কম সময়ে বেশি লাভ করতে চাওয়া নাগরিকরা ৷

বহু মানুষই পার্ট টাইম কাজের সন্ধান করেন ৷ অনেকে দ্রুত সম্পত্তি বৃদ্ধির জন্য বিনিয়োগ করতে আগ্রহী থাকেন ৷ আর সাইবার অপরাধীরা এই সুযোগগুলিকেই কাজ লাগায় ৷ হঠাৎ মোবাইলে ভেসে ওঠে কোনও পার্ট টাইম কাজের খবর, বিনিয়োগে বেশি টাকা উপার্জনের লিংক ৷

পার্ট টাইম কাজের ক্ষেত্রে কোনও গ্রাহককে ফাঁদে ফেলার চেষ্টা করে সাইবার অপরাধীরা ৷ একবার এই জালে ফেঁসে গেলেই ব্যস, ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা ৷ অন্যদিকে সামান্য অর্থ বিনিয়োগে বেশি অর্থ উপার্জনের লোভও টাকা হাতাতে সাহায্য করে ৷ এভাবেই 1,018 জন 69 কোটি 60 লক্ষ 48 হাজার 689 টাকা খুইয়েছে ৷

হায়দরাবাদে সাইবার অপরাধের উচ্চাধিকারিক ডঃ গজরাও ভূপাল বলেন, "অনেক টাকা পাওয়ার কথায় একেবারেই বিশ্বাস করা চলবে না ৷ অনলাইনে টাকা আদানপ্রদানে মানুষ খুব সহজেই এই সাইবার অপরাধীদের ফাঁদে পা দেয় ৷ তারা আশা করে, প্রচুর টাকা আসবে ৷ পার্ট-টাইম কাজ করেও সেই অর্থ উপার্জন করা সম্ভব নয় ৷ এই রকম কোনও ঘটনা ঘটলেই টোল ফ্রি নম্বর 1930-তে ফোন করুন ৷"

সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপ লিংক, রিল, মেসেজ, অনলাইন কাস্টমার কেয়ার নম্বর, ব্যাংকের নম্বর দিয়ে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে নিশানা করে ৷ এমনকী ইদানিং সিবিআই, এনআইএ, সাইবার অপরাধের পোর্টালগুলিতেও আক্রমণ করছে তারা ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, 27টি বিভিন্ন রকমের প্ল্যাটফর্মের মাধ্যমে সাইবার অপরাধীরা মানুষকে প্রতারিত করার চেষ্টা করে ৷

আরও পড়ুন: সাইবার অপরাধ দমনে সিআইডিতে নতুন পদ সৃষ্টি, আদালতে জানাল রাজ্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.