ETV Bharat / bharat

Mehbooba Mufti On Lithium: জম্মু লিথিয়াম ভাণ্ডার পুঁজিবাদীদের হাতে তুলে দেবে বিজেপি, উদ্বিগ্ন মেহবুবা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 2:58 PM IST

জম্মু-কাশ্মীরে লিথিয়ামের ভাণ্ডার পাওয়া গিয়েছে ৷ বিজেপি এই ভাণ্ডার তাদের পছন্দের কোনও ঘোর পুঁজিবাদীর হাতে তুলে দেবে বলে দুশ্চিন্তা প্রকাশ করলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী মেহবুবা মুফতি ৷

ETV Bharat
জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের ভাণ্ডার নিয়ে দুশ্চিন্তায় মেহবুবা মুফতি

শ্রীনগর, 27 সেপ্টেম্বর: ঘোর পুঁজিবাদীদের সুবিধে দেওয়ার জন্য উপত্যকার প্রাকৃতিক সম্পদগুলি শোষণ করছে বিজেপি ৷ এমনটাই মন্তব্য করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি ৷ জম্মুতে লিথিয়ামের ভাণ্ডারের সন্ধান পাওয়া গিয়েছে ৷ শীঘ্রই এর নিলাম ডাকা হবে ৷ সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ সেই বিষয়েই এই কথা বলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

মঙ্গলবার তিনি সামাজিক মাধ্য়মে এক্সে (টুইটারে) লেখেন, "জম্মু ও কাশ্মীরের জলসম্পদ, খনিজ- সবকিছু নিয়ে নিয়েছে ভারত সরকার ৷ এরপর তারা জম্মুর লিথিয়ামের দিকে নজর দিয়েছে ৷ রাজ্যে উৎপাদিত বিদ্যুৎ অন্য জায়গায় সরবারহ করা হচ্ছে ৷ এমনকী তা বিনামূল্যেও দেওয়া হচ্ছে ৷ এদিকে আমরা অন্ধকারে কষ্ট পাচ্ছি ৷ এবার লিথিয়ামের এই ভাণ্ডার কোনও পুঁজিবাদীকে উপহার দেবে বিজেপি ৷ এর জন্য জম্মু ও কাশ্মীরের তার প্রাপ্য পাওয়া উচিত ৷"

লিথিয়াম প্রসঙ্গে তিনি আরও জানান, আধুনিক ব্যাটারিগুলির অন্যতম আবশ্যক উপাদান লিথিয়াম ৷ দীর্ঘস্থায়ী শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই যৌগটি বিশ্বে গুরুত্বপূর্ণ ৷ দিনে দিনে দুনিয়ায় বৈদ্যুতিন যন্ত্রপাতির জনপ্রিয়তা বাড়ছে ৷ এর সঙ্গে বাড়ছে লিথিয়ামের চাহিদাও ৷ দুনিয়ায় ক্রমশ বাড়তে থাকা চাহিদা মেটাতে লিথিয়ামের এই ভাণ্ডার খুবই গুরুত্বপূর্ণ ৷ আর জম্মু-কাশ্মীর লিথিয়ামের উৎস ৷ লিথিয়াম ভাণ্ডারের পাশাপাশি তিনি রাজ্যের বিদ্যুৎ সংকটের বিষয়টিও তুলে ধরেন ৷ মুফতি বলেন, "জম্মু-কাশ্মীরে বিদ্যুৎ উৎপাদন হলেও রাজ্যের মানুষ তা পায় না ৷ এবার লিথিয়াম থেকেও বঞ্চিত হবে স্থানীয়রা ৷"

  • After taking over J&Ks water resources & minerals, GOI has set its eyes on Jammu’s lithium reserves. While the electricity generated by the state is supplied to others( even for free), we ourselves suffer in darkness. Now these lithium reserves will be exploited & gifted to BJPs… https://t.co/cj4v5JlUL9

    — Mehbooba Mufti (@MehboobaMufti) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="

After taking over J&Ks water resources & minerals, GOI has set its eyes on Jammu’s lithium reserves. While the electricity generated by the state is supplied to others( even for free), we ourselves suffer in darkness. Now these lithium reserves will be exploited & gifted to BJPs… https://t.co/cj4v5JlUL9

— Mehbooba Mufti (@MehboobaMufti) September 26, 2023 ">

তাঁর আক্ষেপ শাসকদল বিজেপি তার পরিচিত চরম পুঁজিবাদীদের এই লিথিয়াম ভাণ্ডার দিয়ে দেবে ৷ এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "জম্মু-কাশ্মীরে যে লিথিয়াম আছে, তা শুধুমাত্র এই এলাকার জন্য নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ ৷ তাই এই ভাণ্ডার যেন শুধুমাত্র কয়েকজন নির্বাচিত মানুষের হাতে না চলে যায় ৷ যাতে তা জম্মু-কাশ্মীরবাসীর কাজে লাগে ৷ এই বিষয়টি সুনিশ্চিত করাই আমাদের সামগ্রিক দায়িত্বের মধ্য়ে পড়ে ৷"

আরও পড়ুন: দেশে প্রথম, ভূস্বর্গে খোঁজ মিলল 5.9 মিলিয়ন টন লিথিয়াম ভাণ্ডারের

শ্রীনগর, 27 সেপ্টেম্বর: ঘোর পুঁজিবাদীদের সুবিধে দেওয়ার জন্য উপত্যকার প্রাকৃতিক সম্পদগুলি শোষণ করছে বিজেপি ৷ এমনটাই মন্তব্য করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি ৷ জম্মুতে লিথিয়ামের ভাণ্ডারের সন্ধান পাওয়া গিয়েছে ৷ শীঘ্রই এর নিলাম ডাকা হবে ৷ সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ সেই বিষয়েই এই কথা বলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

মঙ্গলবার তিনি সামাজিক মাধ্য়মে এক্সে (টুইটারে) লেখেন, "জম্মু ও কাশ্মীরের জলসম্পদ, খনিজ- সবকিছু নিয়ে নিয়েছে ভারত সরকার ৷ এরপর তারা জম্মুর লিথিয়ামের দিকে নজর দিয়েছে ৷ রাজ্যে উৎপাদিত বিদ্যুৎ অন্য জায়গায় সরবারহ করা হচ্ছে ৷ এমনকী তা বিনামূল্যেও দেওয়া হচ্ছে ৷ এদিকে আমরা অন্ধকারে কষ্ট পাচ্ছি ৷ এবার লিথিয়ামের এই ভাণ্ডার কোনও পুঁজিবাদীকে উপহার দেবে বিজেপি ৷ এর জন্য জম্মু ও কাশ্মীরের তার প্রাপ্য পাওয়া উচিত ৷"

লিথিয়াম প্রসঙ্গে তিনি আরও জানান, আধুনিক ব্যাটারিগুলির অন্যতম আবশ্যক উপাদান লিথিয়াম ৷ দীর্ঘস্থায়ী শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই যৌগটি বিশ্বে গুরুত্বপূর্ণ ৷ দিনে দিনে দুনিয়ায় বৈদ্যুতিন যন্ত্রপাতির জনপ্রিয়তা বাড়ছে ৷ এর সঙ্গে বাড়ছে লিথিয়ামের চাহিদাও ৷ দুনিয়ায় ক্রমশ বাড়তে থাকা চাহিদা মেটাতে লিথিয়ামের এই ভাণ্ডার খুবই গুরুত্বপূর্ণ ৷ আর জম্মু-কাশ্মীর লিথিয়ামের উৎস ৷ লিথিয়াম ভাণ্ডারের পাশাপাশি তিনি রাজ্যের বিদ্যুৎ সংকটের বিষয়টিও তুলে ধরেন ৷ মুফতি বলেন, "জম্মু-কাশ্মীরে বিদ্যুৎ উৎপাদন হলেও রাজ্যের মানুষ তা পায় না ৷ এবার লিথিয়াম থেকেও বঞ্চিত হবে স্থানীয়রা ৷"

  • After taking over J&Ks water resources & minerals, GOI has set its eyes on Jammu’s lithium reserves. While the electricity generated by the state is supplied to others( even for free), we ourselves suffer in darkness. Now these lithium reserves will be exploited & gifted to BJPs… https://t.co/cj4v5JlUL9

    — Mehbooba Mufti (@MehboobaMufti) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর আক্ষেপ শাসকদল বিজেপি তার পরিচিত চরম পুঁজিবাদীদের এই লিথিয়াম ভাণ্ডার দিয়ে দেবে ৷ এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "জম্মু-কাশ্মীরে যে লিথিয়াম আছে, তা শুধুমাত্র এই এলাকার জন্য নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ ৷ তাই এই ভাণ্ডার যেন শুধুমাত্র কয়েকজন নির্বাচিত মানুষের হাতে না চলে যায় ৷ যাতে তা জম্মু-কাশ্মীরবাসীর কাজে লাগে ৷ এই বিষয়টি সুনিশ্চিত করাই আমাদের সামগ্রিক দায়িত্বের মধ্য়ে পড়ে ৷"

আরও পড়ুন: দেশে প্রথম, ভূস্বর্গে খোঁজ মিলল 5.9 মিলিয়ন টন লিথিয়াম ভাণ্ডারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.