নয়াদিল্লি, 5 জুন : করোনা আবহে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হল ডিজিট্য়াল লেনদেনের অন্যতম জনপ্রিয় মাধ্যম পেটিএম (Paytm)-কে ৷ সংস্থার তরফে দাবি করা হয়েছে, 2020-21 আর্থিক বছরে তাদের লোকসান হয়েছে 1 হাজার 704 কোটি টাকা ৷ অর্থাৎ দৈনিক ক্ষতির পরমাণ 4.65 কোটি টাকা ৷ তবে আশার কথা একটাই ৷ সংস্থার এবারের লোকসানের পরিমাণ গত আর্থিক বছরের তুলনায় অনেকটাই কম ৷ সেবার পেটিএমের ক্ষতি হয়েছিল 2 হাজার 943.32 কোটি টাকা ৷
বস্তুত, এই নিয়ে পর পর দু’বছর আর্থিক ক্ষতি বা লোকসানের পরিমাণ কিছুটা করে হলেও কমাতে সক্ষম হল পেটিএম কর্তৃপক্ষ ৷ যদিও তথ্য বলছে, এর সঙ্গেই কমেছে সংস্থার সামগ্রিক লাভের পরিমাণও ৷ 2019-20 আর্থিক বছরে যার পরিমাণ ছিল 3 হাজার 540.77 কোটি টাকা ৷ 2020-21 অর্থবর্ষে সেটাই কমে হয় 3 হাজার 186 কোটি টাকা ৷
এ বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থার এক মুখপাত্র জানান, অতিমারি পরিস্থিতিতে মারাত্মক ধাক্কা খেয়েছে তাদের ব্যবসা ৷ তবুও লোকসানের বোঝা কিছুটা হলেও কমানো সম্ভব হয়েছে ৷
আরও পড়ুন : বার্ষিক বেতন 15 কোটি, করোনা আবহে তা নিলেন না মুকেশ আম্বানি
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই ডিজিট্য়াল লেনদেনের উপর জোর দিয়েছেন ৷ অতিমারি আবহে দেশের বহু মানুষও এই নয়া ব্য়বস্থায় অভ্যস্ত হয়ে উঠেছেন ৷ ফলে গুরুত্ব বেড়েছে পেটিএমের মতো সংস্থাগুলির ৷