পটনা, 20 সেপ্টেম্বর: বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার রেলযাত্রীদের জন্য সুখবর ৷ 24 সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ৷ এমনটাই জানিয়েছেন পূর্ব-মধ্য রেল আধিকারিকরা। আধিকারিকদের কথায়, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি 24 সেপ্টেম্বর দুপুর 12 টা 30 মিনিটে পটনায় ফ্ল্যাগ অফ করা হবে ৷ এরপরেই সেটি পাটনা থেকে হাওড়ার উদ্দেশে যাত্রা করবে । এই ট্রেন চালু হলে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যাত্রীদের অনেক সুবিধা হবে ।
প্রসঙ্গত, গত মাসেই ট্রায়াল রান চালানো হয়েছিল পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের । পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেনের প্রথম ট্রায়াল রান পরিচালিত হয়েছিল 5 অগস্ট এবং দ্বিতীয়টি 12 অগস্ট । পূর্ব-মধ্য রেলওয়ের মুখপাত্র তখন বলেছিলেন যে, পটনা-হাওড়া রেললাইনে ট্রায়াল রানে বন্দে ভারত এক্সপ্রেসটি 535 কিলোমিটার দূরত্ব প্রায় 6 ঘন্টা 30 মিনিটে শেষ করেছে । জানা গিয়েছে, এটি বিহার থেকে চালু দ্বিতীয় পটনা-হাওড়া বন্দে ভারত ট্রেন হবে ৷ এর আগে চলতি বছরেরই 27 জুন পটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে ।
পটনা-হাওড়া বন্দে ভারত ট্রেনের সময়সূচি এবং ভাড়া এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি ৷ যদিও এই বিষয়ে একটি প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য রেলওয়ে বোর্ডে পাঠানো হয়েছে বলে খবর । জানা গিয়েছে যে এই নতুন বন্দে ভারত ট্রেন চালু হলে দ্রুততম সরাসরি রেল মাধ্যমে জুড়বে পাটনা এবং কলকাতা ৷
আরও পড়ুন: বাংলা পেতে চলেছে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস, মহড়া দৌড় শনিবার
উল্লেখ্য, এই মাসের শুরুতে দুর্ঘটনার কবলে পড়ে পটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ৷ ঝাড়খণ্ডের ধানবাদ রেলওয়ে বিভাগের রামগড়ের কুজু স্টেশনে ইঞ্জিনের চাকায় আটকে যায় একটি গবাদি পশু ৷ অল্পের জেরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল ট্রেনটি । ঘটনাস্থলেই গবাদি পশু মারা গেলেও দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হয়নি ।