জামুই(বিহার), 9 অগস্ট: বিহারের এক হাসপাতালে রোগীকে প্রস্রাব নিষ্কাশন ব্যাগের বদলে দেওয়া হল কোল্ড ড্রিংকের বোতল ৷ এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ঘটনাটি ঘটেছে বিহারের জামুই সদর হাসপাতালে ৷
হাসপাতাল ব্যবস্থাপক রমেশ পাণ্ডে বলেন, "হাসপাতালে প্রস্রাব নিষ্কাশনের ব্যাগ মজুত নেই ৷ যা ব্যাগ ছিল গত কয়েকদিনে ফুরিয়ে গিয়েছে । কিন্তু তাই বলে প্রস্রাব নিষ্কাশন ব্যাগের পরিবর্তে কোল্ড ড্রিংকের বোতল ব্যবহার করা একটি গুরুতর বিষয়। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । পুরো বিষয়টি তদন্ত দোষী স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঝাঝা রেলওয়ে পুলিশ 60 বছর বয়সি এক বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করা হয় রেলওয়ে ট্র্যাক থেকে। পরে তাঁকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসা হয় । ওই ব্যক্তি জরুরি ওয়ার্ডে ভরতি রয়েছেন ৷ বৃদ্ধের অবস্থা গুরুতর হওয়ায় তাঁর প্রস্রাবের জন্য ইউরিন ব্যাগের প্রয়োজন পড়ে ৷ তবে সেই মুহূর্তে হাসপাতালে প্রস্রাব নিষ্কাশনের ব্যাগ না-থাকায় স্বাস্থ্যকর্মীরা বৃদ্ধকে কোল্ড ড্রিংকের বোতল পরিয়ে দেয় বলে অভিযোগ । এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেন হাসপাতালে আসা এক রোগীর পরিবার ৷ পরে সেই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় আপলোড করা হয় ৷ এরপরেই ঘটনায় হাসপাতাল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষের ৷
আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে আদিবাসী যুবককে বেধড়ক মারধর ও মুখে প্রস্রাব ! আটক 2
যদিও বিষয়টি নিয়ে হাসপাতালের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনার উপর প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ রোগীর পরিবারের লোকেরা অভিযোগ করছে, শুধু এই হাসপাতাল নয়, বিহারের একাধিক হাসপাতালের এমনই বেহাল দশা ৷ রোগীদের জন্য সুব্যবস্থা নেই ৷