ETV Bharat / bharat

হাসপাতালে মুখ্যমন্ত্রী, প্রটোকলের জন্য মিলল না স্ট্রেচার ; উত্তরপ্রদেশে ভাইয়ের কাঁধে মৃত্যু যুবকের - BRD MEDICAL COLLEGE IN GORAKHPUR

ঘটনায় ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল ৷ নেটিজেনরা বলছে, সিএম প্রটোকলের ফাঁদে পড়ে প্রাণ খোয়াল গরীব রামবদন ৷

PATIENT DIED
PATIENT DIED
author img

By

Published : May 11, 2021, 11:00 PM IST

গোরখপুর, 11 মে : হাসপাতাল সুপারের ঘরে তখন বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ রাজ্যের করোনা পরিস্থিতির মোকাবিলায় জরুরি বৈঠক ৷ সিএম প্রটোকলের কারণে হাসপাতালের কাছেও ঘেঁষতে পারল না মুমুর্ষ করোনা রোগী ৷ হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়ার জন্য মিলল না স্ট্রেচার ৷ রোগীর ভাই চেষ্টা করলেন কাঁধে করে তাকে হাসপাতালের কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়ার ৷ কিন্তু ততক্ষণে সব শেষ ৷ ভাইয়ের কাঁধেই মৃত্যু হল রামবদন নামে এক করোনা রোগীর ৷ উত্তরপ্রদেশের গোরখপুরের এই মর্মান্তিক ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনাটি গোরখপুরের বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালের ৷

ঘটনায় ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল ৷ নেটিজেনরা বলছে, সিএম প্রটোকলের ফাঁদে পড়ে প্রাণ খোয়াল গরীব রামবদন ৷ যদিও হাসপাতালের গাফিলতি মানতে রাজি নন বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ৷ তাঁর সাফাই, স্ট্রেচার হাসপাতালের ভেতরে থাকে বাইরে নয় ৷

ঘটনাটি কী ?

জানা গিয়েছে, ভটহটের বাসিন্দা রামবদন চৌহান মুম্বইয়ের রঙের কাজ করতেন ৷ দিন তিনেক আগে মুম্বই থেকে গোরখপুরের বাড়িতে আসেন ৷ আসার পরই অসুস্থ হয়ে পড়েন রামবদন ৷ শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁর ৷ রামবদনের করোনা হয়েছে ভেবে নিয়ে স্থানীয় হাসপাতালে পরীক্ষা করায় পরিজনেরা ৷ রিপোর্ট পজিটিভ আসার পর ওই হাসপাতালের চিকিৎসকরা রামবদনকে বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে ৷ সময় ব্যয় না করে তৎক্ষণাৎ বাড়ির লোকেরা রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছায় ৷ দুর্ভাগ্যবশত তখনই হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ফলে রোগীকে প্রথমে হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি ৷ এরপর তাদের বলা হয় পায়ে হেঁটে রোগীকে কোভিড ওয়ার্ডে নিয়ে যেতে ৷ স্ট্রেচার চাইলেও মেলেনি ৷ বাইরে থাকা অ্যাম্বুলেন্সগুলিকে অনুরোধ করলে তারাও কান দেয়নি ৷

উপায় না দেখে রামবনের ভাই বিষ্ণু দাদাকে কাঁধে নিয়ে কোভিড ওয়ার্ডে নিয়ে যায় ৷ কিন্তু তা সত্ত্বেও রোগীকে ভর্তি নেওয়া হয়নি ৷ অক্সিজেন না মেলায় বিনা চিকিৎসায় হাসপাতালের বাইরে ভাইয়ের কাঁধেই মৃত্যু হয় রামবদনের ৷

গোরখপুর, 11 মে : হাসপাতাল সুপারের ঘরে তখন বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ রাজ্যের করোনা পরিস্থিতির মোকাবিলায় জরুরি বৈঠক ৷ সিএম প্রটোকলের কারণে হাসপাতালের কাছেও ঘেঁষতে পারল না মুমুর্ষ করোনা রোগী ৷ হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়ার জন্য মিলল না স্ট্রেচার ৷ রোগীর ভাই চেষ্টা করলেন কাঁধে করে তাকে হাসপাতালের কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়ার ৷ কিন্তু ততক্ষণে সব শেষ ৷ ভাইয়ের কাঁধেই মৃত্যু হল রামবদন নামে এক করোনা রোগীর ৷ উত্তরপ্রদেশের গোরখপুরের এই মর্মান্তিক ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনাটি গোরখপুরের বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালের ৷

ঘটনায় ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল ৷ নেটিজেনরা বলছে, সিএম প্রটোকলের ফাঁদে পড়ে প্রাণ খোয়াল গরীব রামবদন ৷ যদিও হাসপাতালের গাফিলতি মানতে রাজি নন বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ৷ তাঁর সাফাই, স্ট্রেচার হাসপাতালের ভেতরে থাকে বাইরে নয় ৷

ঘটনাটি কী ?

জানা গিয়েছে, ভটহটের বাসিন্দা রামবদন চৌহান মুম্বইয়ের রঙের কাজ করতেন ৷ দিন তিনেক আগে মুম্বই থেকে গোরখপুরের বাড়িতে আসেন ৷ আসার পরই অসুস্থ হয়ে পড়েন রামবদন ৷ শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাঁর ৷ রামবদনের করোনা হয়েছে ভেবে নিয়ে স্থানীয় হাসপাতালে পরীক্ষা করায় পরিজনেরা ৷ রিপোর্ট পজিটিভ আসার পর ওই হাসপাতালের চিকিৎসকরা রামবদনকে বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে ৷ সময় ব্যয় না করে তৎক্ষণাৎ বাড়ির লোকেরা রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছায় ৷ দুর্ভাগ্যবশত তখনই হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ফলে রোগীকে প্রথমে হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি ৷ এরপর তাদের বলা হয় পায়ে হেঁটে রোগীকে কোভিড ওয়ার্ডে নিয়ে যেতে ৷ স্ট্রেচার চাইলেও মেলেনি ৷ বাইরে থাকা অ্যাম্বুলেন্সগুলিকে অনুরোধ করলে তারাও কান দেয়নি ৷

উপায় না দেখে রামবনের ভাই বিষ্ণু দাদাকে কাঁধে নিয়ে কোভিড ওয়ার্ডে নিয়ে যায় ৷ কিন্তু তা সত্ত্বেও রোগীকে ভর্তি নেওয়া হয়নি ৷ অক্সিজেন না মেলায় বিনা চিকিৎসায় হাসপাতালের বাইরে ভাইয়ের কাঁধেই মৃত্যু হয় রামবদনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.