চামোলি (উত্তরাখণ্ড), 5 জুন: তুষারধসের কবলে পড়া পাঁচজনকে উদ্ধার করা হল এসডিআরএফের তরফে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠে ৷ সেখানকার হেমকুণ্ডে তুষারধসের জেরে বেশ কয়েকজন আটকে পড়েন বলে খবর পাওয়া যায় ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ ও পুলিশের দল । এরপর উদ্ধারকারী দল পাঁচজনকে নিরাপদে বের করে নিয়ে আসে বলে জানা গিয়েছে ।
তবে এক মহিলা নিখোঁজ ছিলেন ৷ পরে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে । রবিবার গভীর রাত পর্যন্ত ওই মহিলার সন্ধান চললেও পরে অন্ধকারের কারণে উদ্ধার অভিযান বন্ধ হয়ে যায় । এরপর আজ, সোমবার সকালে ফের তল্লাশি অভিযান শুরু হয় । তখনই হেমকুণ্ড সাহিবে হেঁটে যাওযার রাস্তায় আটলাকোটিতে তুষারধসের কবলে পড়া ওই মহিলার মৃতদেহ খুঁজে পায় এসডিআরএফ ৷ ওই মহিলার নাম কমলজিৎ কৌর বলে জানা গিয়েছে ৷ এসডিআরএফের তরফে মহিলার দেহ পুলিশকে দেওয়া হয়েছে ৷
ঘটনাস্থলে এসডিআরএফ ও আইটিবিপি জওয়ানরা এখনও ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছেন ৷ তুষারধসের জেরে আরও অনেকে আটকে থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে ৷ সেই কারণেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন করে কাউকে উদ্ধার হয়েছে কি না, জানা যায়নি ৷
তাছাড়া যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে তাঁদের নাম এখনও জানা যায়নি ৷ তবে তাঁরা প্রত্যেকেই তীর্থযাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে ৷ যে মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তিনিও তীর্থযাত্রী ছিলেন বলে খবর ৷
আরও পড়ুন: হাতে তখনও বরফ কাটার যন্ত্র, তুষার ধসে প্রাণ গেল 2 শ্রমিকের