কলকাতা, 25 অক্টোবর: বছরের শেষ ৷ তার উপর আবার 27 বছর দিওয়ালি উৎসবের সময় ৷ মঙ্গলবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ (Partial Solar Eclipse) নিয়ে বাড়তি আবেগ কাজ করছিল বৈকি ৷ উত্তর-পূর্বের কিছুটা অংশ বাদ দিলে সেই আবেগে মান্যতা দিয়ে দেশের প্রায় সকল প্রান্তই সাক্ষী রইল মহাজাগতিক এই ঘটনার (Partial solar eclipse witnessed in parts of India) ৷ যা সবচেয়ে দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকল দ্বারকায় ৷
1 ঘণ্টা 44 মিনিট ধরে গুজরাতের এই শহরে চাক্ষুস করা গিয়েছে আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ (Dwarka witnessed the longest eclipse of Sun) ৷ দেশের উত্তর-পশ্চিম প্রান্ত থেকে সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্ট দেখা গিয়েছে ৷ সেখানে সূর্যের দৃশ্যমানতা সর্বাধিক 50 শতাংশের বেশি কখনোই ছিল না বলে জানা গিয়েছে ৷
আংশিক সূর্যগ্রহণ দারুণ দেখা গিয়েছে রাজধানী নয়াদিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বই থেকেও ৷ এই দুই শহরে সূর্যগ্রহণ দৃশ্যমান ছিল যথাক্রমে 1 ঘণ্টা 13 মিনিট এবং 1 ঘণ্টা 19 মিনিট ৷ তবে সূর্যগ্রহণ হতাশ করেছে কলকাতাবাসীকে ৷ তিলোত্তমায় বছরের শেষ সূর্যগ্রহণের স্থায়িত্ব ছিল মাত্র 12 মিনিট ৷
আরও পড়ুন: 2024-এর জানুয়ারিতেই অযোধ্যায় দর্শনার্থীদের জন্য খুলছে রামমন্দির
খণ্ডগ্রাস সূর্যগ্রহণ উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুরুক্ষেত্রে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা ৷ মহাভারতের মাটিতে এসে মানস সরোবরে ডুব দিয়ে পুণ্যস্নান সারেন তারা ৷ হিন্দুদের বিশ্বাস, সূর্যগ্রহণের সময় মানস সরোবরে ডুব দিলে সমৃদ্ধি ফেরে জীবনে ৷ জেলা প্রশাসনের তরফে এদিন কুরুক্ষেত্রে পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছিল ৷ সেখানে গ্রহণ দৃশ্যমান ছিল 1 ঘণ্টারও বেশি সময়ের জন্য ৷