ETV Bharat / bharat

Mediation Bill 2021 : বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশন বিল নিয়ে সংসদীয় কমিটির বৈঠক আজ

author img

By

Published : May 19, 2022, 12:42 PM IST

মধ্যস্থতার মাধ্যমে সমস্যার সমাধান নিয়ে মেডিয়েশন বিলের খসড়া প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার ৷ আজ সে বিষয়ে বিস্তারিত আলোচনায় বসবে সংসদীয় কমিটি (Mediation Bill 2021) ৷

Parliament Mediation Bill 2021
সংসদে মেডিয়েশন বিল 2021

নয়াদিল্লি, 19 মে : কেন্দ্রীয় সরকার সংসদের শীতকালীন অধিবেশনে ডিসেম্বরে 'মেডিয়েশন বিল, 2021' রাজ্যসভায় পেশ করেছিল ৷ তা নিয়ে আজ আলোচনায় বসবে সংসদীয় কমিটি ৷ বৃহস্পতিবার এই বৈঠকে কীভাবে আরও সুবিধাজনক উপায়ে মধ্যস্থতা করে সমস্যা মেটানো যায়, বিশেষত প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে তা নিয়ে কথাবার্তা হবে (Parliamentary panel to hold meeting on Mediation Bill 2021 consideration) ৷

বিলটির উদ্দেশ্য গোষ্ঠীর মধ্যে সমঝোতাকে আরও জনপ্রিয় করা, অনলাইন মাধ্যমে মেডিয়েশনের প্রচার এবং এর জন্য খুব বেশি অর্থ যাতে দিতে না হয় ৷ জনগণের মতামত এবং পরামর্শ পাওয়ার জন্য 2021-এর 5 নভেম্বর আইন এবং বিচার 'মন্ত্রক মেডিয়েশন বিল, 2021'-এর খসড়া প্রকাশ করেন ৷ রাষ্ট্রসঙ্ঘের 'কনভেনশন অন ইন্টারন্যাশনাল সেটলমেন্ট এগ্রিমেন্টস রেজাল্টিং ফ্রম মেডিয়েশন', যার আরেক নাম 'সিঙ্গাপুর কনভেনশন'-এ স্বাক্ষর করতে চলেছে খুব শিগগিরি ৷

আরও পড়ুন : CJI NV Ramana : বিরোধ নিষ্পত্তির জন্য আদালত শেষ ধাপ হওয়া উচিত, বলছেন দেশের প্রধান বিচারপতি

মেডিয়েশন বিলটি চারটি ভাগে বিভক্ত ৷ প্রথম ভাগে ডোমেস্টিক মেডিয়েশন এবং তৃতীয় ভাগে সিঙ্গাপুর কনভেনশনের বিষয়টি অন্তর্ভুক্ত করা রয়েছে ৷ ডোমেস্টিক মেডিয়েশন-এর অর্থ ভারতের মধ্যে বিবাদের সমাধান ৷ এতে অংশগ্রহণ করা সবাইকে ভারতের বাসিন্দা হতে হবে অথবা ভারতের সঙ্গে তাঁদের কোনও ব্যবসায়িক সম্পর্ক থাকতে হবে ৷

এই বিলের আওতায় কোনও অ্যাপলিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কগুলির মাধ্যমে অনলাইন মেডিয়েশনকে অনুমোদন দেওয়া হবে ৷ এ ধরনের মেডিয়েশনগুলি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, 2000-এর প্রশাসনিক আওতার মধ্যে থাকবে ৷

নয়াদিল্লি, 19 মে : কেন্দ্রীয় সরকার সংসদের শীতকালীন অধিবেশনে ডিসেম্বরে 'মেডিয়েশন বিল, 2021' রাজ্যসভায় পেশ করেছিল ৷ তা নিয়ে আজ আলোচনায় বসবে সংসদীয় কমিটি ৷ বৃহস্পতিবার এই বৈঠকে কীভাবে আরও সুবিধাজনক উপায়ে মধ্যস্থতা করে সমস্যা মেটানো যায়, বিশেষত প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে তা নিয়ে কথাবার্তা হবে (Parliamentary panel to hold meeting on Mediation Bill 2021 consideration) ৷

বিলটির উদ্দেশ্য গোষ্ঠীর মধ্যে সমঝোতাকে আরও জনপ্রিয় করা, অনলাইন মাধ্যমে মেডিয়েশনের প্রচার এবং এর জন্য খুব বেশি অর্থ যাতে দিতে না হয় ৷ জনগণের মতামত এবং পরামর্শ পাওয়ার জন্য 2021-এর 5 নভেম্বর আইন এবং বিচার 'মন্ত্রক মেডিয়েশন বিল, 2021'-এর খসড়া প্রকাশ করেন ৷ রাষ্ট্রসঙ্ঘের 'কনভেনশন অন ইন্টারন্যাশনাল সেটলমেন্ট এগ্রিমেন্টস রেজাল্টিং ফ্রম মেডিয়েশন', যার আরেক নাম 'সিঙ্গাপুর কনভেনশন'-এ স্বাক্ষর করতে চলেছে খুব শিগগিরি ৷

আরও পড়ুন : CJI NV Ramana : বিরোধ নিষ্পত্তির জন্য আদালত শেষ ধাপ হওয়া উচিত, বলছেন দেশের প্রধান বিচারপতি

মেডিয়েশন বিলটি চারটি ভাগে বিভক্ত ৷ প্রথম ভাগে ডোমেস্টিক মেডিয়েশন এবং তৃতীয় ভাগে সিঙ্গাপুর কনভেনশনের বিষয়টি অন্তর্ভুক্ত করা রয়েছে ৷ ডোমেস্টিক মেডিয়েশন-এর অর্থ ভারতের মধ্যে বিবাদের সমাধান ৷ এতে অংশগ্রহণ করা সবাইকে ভারতের বাসিন্দা হতে হবে অথবা ভারতের সঙ্গে তাঁদের কোনও ব্যবসায়িক সম্পর্ক থাকতে হবে ৷

এই বিলের আওতায় কোনও অ্যাপলিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কগুলির মাধ্যমে অনলাইন মেডিয়েশনকে অনুমোদন দেওয়া হবে ৷ এ ধরনের মেডিয়েশনগুলি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, 2000-এর প্রশাসনিক আওতার মধ্যে থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.