নয়াদিল্লি, 26 জুলাই: সংসদে বিরোধী দলের সাংসদদের অবস্থান চলছে ৷ মঙ্গলবার রাতে রাজ্যসভার বিভিন্ন বিরোধী দলের সাংসদরা মোমবাতি জ্বালিয়ে ধরনা দেন ৷ সোমবার সংসদীয় অধিবেশনে নিয়ম না-মানার অভিযোগে সাসপেন্ড করা হয় রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিংকে ৷ তারই প্রতিবাদে বিরোধীদের এই কর্মসূচি । অন্যদিকে, আজই লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধর চৌধুরি সংবাদসংস্থা এএনআইকে এই কথা জানিয়েছেন।
জানা গিয়েছে সাসপেন্ড হওয়ায় বাদল অধিবেশনের বাকি দিনগুলিতে অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না সাংসদ সঞ্জয় সিং ৷ এই সিদ্ধান্তের প্রতিবাদে সংসদে মহাত্মা গান্ধির মূর্তির সামনে ধরনায় বসেছেন ৷ তাঁর সঙ্গে অন্য সাংসদরা যোগ দিয়েছেন ৷ এর আগেও বিরোধীরা সংসদ চত্বরে এই ধরনের কর্মসূচি পালন করেছেন।
-
संसद भवन में गांधी प्रतिमा के सामने INDIA के सांसदों का धरना जारी है।
— Congress (@INCIndia) July 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
INDIA चाहता है कि मणिपुर की पीड़ा को सदन में उठाया जाए। मणिपुर के पीड़ितों की ओर से सदन में आवाज बुलंद हो।
प्रधानमंत्री मोदी को मणिपुर पर सदन में बोलना होगा। वहां की स्थिति से देश को अवगत कराना होगा। pic.twitter.com/iQbMeAhGFu
">संसद भवन में गांधी प्रतिमा के सामने INDIA के सांसदों का धरना जारी है।
— Congress (@INCIndia) July 25, 2023
INDIA चाहता है कि मणिपुर की पीड़ा को सदन में उठाया जाए। मणिपुर के पीड़ितों की ओर से सदन में आवाज बुलंद हो।
प्रधानमंत्री मोदी को मणिपुर पर सदन में बोलना होगा। वहां की स्थिति से देश को अवगत कराना होगा। pic.twitter.com/iQbMeAhGFuसंसद भवन में गांधी प्रतिमा के सामने INDIA के सांसदों का धरना जारी है।
— Congress (@INCIndia) July 25, 2023
INDIA चाहता है कि मणिपुर की पीड़ा को सदन में उठाया जाए। मणिपुर के पीड़ितों की ओर से सदन में आवाज बुलंद हो।
प्रधानमंत्री मोदी को मणिपुर पर सदन में बोलना होगा। वहां की स्थिति से देश को अवगत कराना होगा। pic.twitter.com/iQbMeAhGFu
আরও পড়ুন: সংসদে মণিপুর নিয়ে আলোচনায় সবপক্ষের সহযোগিতা চেয়ে খাড়গে-অধীরকে চিঠি অমিত শাহের
সামাজিক মাধ্যমে কংগ্রেস একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ তাতে দেখা যাচ্ছে, সংসদ ভবনে গান্ধি মূর্তির সামনে ইন্ডিয়া জোটের সাংসদেরা মোমবাতি নিয়ে প্রতিবাদ করছেন ৷ তাঁর মধ্যে রয়েছেন, তৃণমূলের সাংসদ সাকেত গোখেল, ডেরেক ও' ব্রায়েন, আপ সাংসদ সঞ্জয় সিং-সহ আরও বেশ কয়েকজন ৷ এই পোস্টের সঙ্গে কংগ্রেসের তরফে জানানো হয়, সংসদ ভবনে গান্ধি মূর্তির সামনে ইন্ডিয়ার সাংসদেরা ধরনা চালিয়ে যাচ্ছেন ৷ ইন্ডিয়া চায়, মণিপুরের হিংসার বিষয়টি সংসদে উত্থাপিত হোক ৷ মণিপুরের নির্যাতিত মানুষের হয়ে সংসদে আওয়াজ উঠুক ৷ প্রধানমন্ত্রীকে সংসদে মণিপুর নিয়ে বিবৃতি দিতে হবে ৷ সেখানে কী অবস্থা, দেশের মানুষ তা জানুক ৷
সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে 20 জুলাই থেকে ৷ তার ঠিক আগের দিন মণিপুরের দুই কুকি সম্প্রদায়ের মহিলার নগ্ন ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে ৷ এ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে বিজেপি সরকার ৷ বাদল অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর নিয়ে মন্তব্য করেন ৷ তিনি আশ্বাস দেন, দোষীদের কঠিনতম সাজা দেওয়া হবে ৷ তবে প্রথম দিন থেকেই বিরোধীরা সংসদের মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে বিবৃতি দাবি করে আসছেন ৷
আরও পড়ুন: 'প্রধানমন্ত্রী দেশের অপমান করছেন', ইন্ডিয়াকে কটাক্ষ করায় পালটা জবাব কংগ্রেসের
মঙ্গলবার সকালে ইন্ডিয়া জোট সিদ্ধান্ত নেয়, লোকসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী এই জোটকে জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা করেন ৷ তাছাড়া বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে চিঠি দিয়ে জানান, তিনি মণিপুর নিয়ে বিবৃতি দেবেন ৷ তাতে চিঁড়ে ভেজেনি বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷