ETV Bharat / bharat

Pegasus: পেগাসাস ইস্যুতে একজোট সিপিএম-তৃণমূল, আলোচনার দাবিতে নোটিস সংসদে - নোটিস সংসদে

পেগাসাস (Pegasus) নিয়ে আলোচনার দাবিতে সংসদে নোটিস দিল কংগ্রেস (Congress), তৃণমূল (TMC), আম আদমি পার্টি (AAP) ও সিপিএম (CPIM) ৷ এই নিয়ে বিরোধীদের বিক্ষোভের (Opposition uproar) জেরে আজও দফায় দফায় মুলতুবি হয়েছে সংসদের উভয় কক্ষ ৷

parliament: Trinamool Congress, CPM gave notices in Rajya Sabha on pegasus-snooping-row
পেগাসাস নিয়ে লড়াইয়ে একজোট সিপিএম-তৃণমূল, আলোচনার দাবিতে নোটিস সংসদে
author img

By

Published : Jul 20, 2021, 2:09 PM IST

নয়াদিল্লি, 20 জুলাই : পেগাসাস (Pegasus) ইস্যুতে আজও তুলকালাম বাঁধল সংসদে ৷ এই নিয়ে আলোচনার দাবিতে পাশাপাশি থেকে কেন্দ্রের বিরুদ্ধে গলা চড়াল যুযুধান সিপিএম ও তৃণমূল ৷ বিরোদীদের হই-হট্টগোলের (Opposition uproar) জেরে এ দিন দফায় দফায় মুলতুবি করতে হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ সংসদের সব কাজ সরিয়ে রেখে ইজরায়েলি স্পাইওয়্যার নিয়ে আলোচনার দাবিতে নোটিস দেয় তৃণমূল (TMC), কংগ্রেস (Congress), সিপিআইএম (CPIM) ও আম আদমি পার্টি (AAP) ৷

রবিবার থেকেই পেগাসাস নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে ৷ অভিযোগ, ইজরায়েলি এই স্পাইওয়্যারের সাহায্যে দেশের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে আড়ি পাতা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার এই অভিযোগ উড়িয়ে দিলেও তা সহজে মেনে নিতে নারাজ বিরোধীরা ৷ তারা নির্ধারিত সব ইস্যু আপাতত সরিয়ে রেখে সংসদে পেগাসাস নিয়ে আলোচনা চাইছে ৷ এই দাবিতে আজ 267 ধারায় রাজ্যসভায় নোটিস দিয়েছে তৃণমূল, কংগ্রেস, আম আদমি পার্টি ও সিপিআইএম ৷ এই নিয়ে সংসদের উভয় কক্ষে অধিবেশন শুরু হতেই আজ শুরু হয়ে যায় হই-হট্টগোল ৷ দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন ৷ আজ সন্ধে 6টায় কোভিড নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে যোগ দেবে কি না, তা ঠিক করতে দুপুর দুটোয় বৈঠকে বসার কথা বিরোধী দলের নেতাদের ৷

পেগাসাস বিতর্কে অবিলম্বে তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ সোমবারই এই নিয়ে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে ৷ যদিও বিরোধীদের একহাত নিয়ে অমিত শাহ অভিযোগ করেছেন, সংসদের বাদল অধিবেশনের কাজে বাধা দেওয়ার জন্যই কৌশলগতভাবে ঠিক এই সময়ে পেগাসাস নিয়ে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ৷ দেশের বদনাম করতেই চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শাহ ৷

ভারতে বেআইনিভাবে কোনও অবস্থাতেই নজরদারি সম্ভব নয় বলে দাবি করেছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ বিরোধীদের নিশানা করে তিনি বলেছেন, "ওয়েব পোর্টালে দারুণ চিত্তাকর্ষক গল্প প্রকাশিত হয়েছে ৷ এই গল্প ঘিরে নানা অভিযোগ করা হয়েছে ৷ সংসদের বাদল অধিবেশনের আগের দিনই এই প্রতিবেদনটি প্রকাশিত হল ৷ এটা কাকতালীয় হতে পারে না ৷ অতীতেও হোয়াটসঅ্যাপে পেগাসাসের ব্যবহার নিয়ে এমনই দাবি করা হয়েছিল ৷ সেই রিপোর্টগুলির কোনও ভিত্তি ছিল না ৷ সব দলই সেই দাবি খারিজ করে দিয়েছিল ৷ 2021 সালের 18 জুলাই প্রকাশিত হওয়া সংবাদমাধ্যমের রিপোর্টও ভারতীয় গণতন্ত্রকে ও প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তিকে নষ্ট করার একটা প্রচেষ্টা ৷"

সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনেও লোকসভার অধিবেশন তিনবার ও রাজ্যসভার অধিবেশন 2 বার মুলতুবি হয়ে যায় ৷ 13 অগস্ট পর্যন্ত এই অধিবেশন চলবে ৷ এর মধ্যে 31টি বিল পেশ হওয়ার কথা রয়েছে সংসদে ৷

নয়াদিল্লি, 20 জুলাই : পেগাসাস (Pegasus) ইস্যুতে আজও তুলকালাম বাঁধল সংসদে ৷ এই নিয়ে আলোচনার দাবিতে পাশাপাশি থেকে কেন্দ্রের বিরুদ্ধে গলা চড়াল যুযুধান সিপিএম ও তৃণমূল ৷ বিরোদীদের হই-হট্টগোলের (Opposition uproar) জেরে এ দিন দফায় দফায় মুলতুবি করতে হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ সংসদের সব কাজ সরিয়ে রেখে ইজরায়েলি স্পাইওয়্যার নিয়ে আলোচনার দাবিতে নোটিস দেয় তৃণমূল (TMC), কংগ্রেস (Congress), সিপিআইএম (CPIM) ও আম আদমি পার্টি (AAP) ৷

রবিবার থেকেই পেগাসাস নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে ৷ অভিযোগ, ইজরায়েলি এই স্পাইওয়্যারের সাহায্যে দেশের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে আড়ি পাতা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার এই অভিযোগ উড়িয়ে দিলেও তা সহজে মেনে নিতে নারাজ বিরোধীরা ৷ তারা নির্ধারিত সব ইস্যু আপাতত সরিয়ে রেখে সংসদে পেগাসাস নিয়ে আলোচনা চাইছে ৷ এই দাবিতে আজ 267 ধারায় রাজ্যসভায় নোটিস দিয়েছে তৃণমূল, কংগ্রেস, আম আদমি পার্টি ও সিপিআইএম ৷ এই নিয়ে সংসদের উভয় কক্ষে অধিবেশন শুরু হতেই আজ শুরু হয়ে যায় হই-হট্টগোল ৷ দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন ৷ আজ সন্ধে 6টায় কোভিড নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে যোগ দেবে কি না, তা ঠিক করতে দুপুর দুটোয় বৈঠকে বসার কথা বিরোধী দলের নেতাদের ৷

পেগাসাস বিতর্কে অবিলম্বে তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ সোমবারই এই নিয়ে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে ৷ যদিও বিরোধীদের একহাত নিয়ে অমিত শাহ অভিযোগ করেছেন, সংসদের বাদল অধিবেশনের কাজে বাধা দেওয়ার জন্যই কৌশলগতভাবে ঠিক এই সময়ে পেগাসাস নিয়ে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ৷ দেশের বদনাম করতেই চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শাহ ৷

ভারতে বেআইনিভাবে কোনও অবস্থাতেই নজরদারি সম্ভব নয় বলে দাবি করেছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ বিরোধীদের নিশানা করে তিনি বলেছেন, "ওয়েব পোর্টালে দারুণ চিত্তাকর্ষক গল্প প্রকাশিত হয়েছে ৷ এই গল্প ঘিরে নানা অভিযোগ করা হয়েছে ৷ সংসদের বাদল অধিবেশনের আগের দিনই এই প্রতিবেদনটি প্রকাশিত হল ৷ এটা কাকতালীয় হতে পারে না ৷ অতীতেও হোয়াটসঅ্যাপে পেগাসাসের ব্যবহার নিয়ে এমনই দাবি করা হয়েছিল ৷ সেই রিপোর্টগুলির কোনও ভিত্তি ছিল না ৷ সব দলই সেই দাবি খারিজ করে দিয়েছিল ৷ 2021 সালের 18 জুলাই প্রকাশিত হওয়া সংবাদমাধ্যমের রিপোর্টও ভারতীয় গণতন্ত্রকে ও প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তিকে নষ্ট করার একটা প্রচেষ্টা ৷"

সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনেও লোকসভার অধিবেশন তিনবার ও রাজ্যসভার অধিবেশন 2 বার মুলতুবি হয়ে যায় ৷ 13 অগস্ট পর্যন্ত এই অধিবেশন চলবে ৷ এর মধ্যে 31টি বিল পেশ হওয়ার কথা রয়েছে সংসদে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.