ETV Bharat / bharat

Parliament Monsoon Session : নিশানায় নিশীথ, নাম না করে আক্রমণ ডেরেকের - Parliament Monsoon Session

আজ অধিবেশনের শুরুতে মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের পরিচয়পর্ব সারছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু তা মাঝপথেই ভেস্তে যায় ৷ সৌজন্যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ৷

ডেরেক ও'ব্রায়েন
ডেরেক ও'ব্রায়েন
author img

By

Published : Jul 19, 2021, 4:26 PM IST

নয়াদিল্লি, 19 জুলাই : নাম না করে আজ ফের একবার নিশীথ প্রামাণিককে আক্রমণ করল তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন আজ সাংবাদিক বৈঠকে বলেন, "কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন শপথ নিয়েছেন ৷ অথচ তিনি ভারতের নাগরিক নন ৷" বাদল অধিবেশনে প্রথম দিনেই উত্তাল হল সংসদ ভবন ৷ দফায় দফায় হট্টগোল ৷ ওয়েলে নেমে প্রতিবাদ ৷

দিনকয়েক আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে ৷ সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক ৷ একেবারে অমিত শাহর ডেপুটি ৷ কিন্তু বিরোধীদের অভিযোগ, নিশীথ নাকি ভারতের নাগরিকই নন ৷ তিনি নাকি আসলে বাংলাদেশের নাগরিক ৷ আজ অধিবেশনের শুরুতে মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের পরিচয়পর্ব সারছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু তা মাঝপথেই ভেস্তে যায় ৷ সৌজন্যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ৷ প্রধানমন্ত্রী তাঁর টিমের নতুন সদস্যদের সঙ্গে যখন পরিচয় করাচ্ছিলেন, তখনই প্রতিবাদ জানায় তৃণমূল ৷ এই বিষয়ে তৃণমূলের সাংসদ ডেরেকের বক্তব্য, কেউ ভারতের নাগরিক হলে সাংসদ হতে পারেন, মন্ত্রী হতে পারেন ৷ কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন শপথ নিয়েছেন ৷ অথচ তিনি ভারতের নাগরিক নন ৷

তাঁর আরও অভিযোগ, মূল বিষয়গুলি নিয়ে আলোচনা চায় না কেন্দ্র ৷ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে নোটিস দেওয়া হলেও সংসদে আলোচনা হয়নি ৷ তৃণমূল নোটিস দিলেও আলোচনা থেকে পালাচ্ছে কেন্দ্র ৷ একইসঙ্গে সংসদের দু'টি কক্ষেই আলোচনা হোক পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং করোনা পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ৷ এমনটাই চাইছেন তৃণমূল সাংসদরা ৷

এদিকে আজ সকালে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব পন্থা নেন তৃণমূল সাংসদরা ৷ আট-নয় জন তৃণমূল সাংসদ সাইকেল ব়্যালি করে দলীয় কার্যালয় থেকে সংসদ ভবন পর্যন্ত যান ৷ কিন্তু কেন্দ্রের যেন কোনও হেলদোলই নেই ৷ ডেরেকের অভিযোগ, এই বিজেপি সরকার কোনও আলোচনা চায় না ৷ শুধু বুলডোজ় করে এগিয়ে যেতে চায় ৷

একইসঙ্গে পেগাসাস কাণ্ড নিয়েও আগামী দিনে সংসদে আলোচনার দাবি জানানো হবে বলে জানান ডেরেক ও'ব্রায়েন ৷

নয়াদিল্লি, 19 জুলাই : নাম না করে আজ ফের একবার নিশীথ প্রামাণিককে আক্রমণ করল তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন আজ সাংবাদিক বৈঠকে বলেন, "কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন শপথ নিয়েছেন ৷ অথচ তিনি ভারতের নাগরিক নন ৷" বাদল অধিবেশনে প্রথম দিনেই উত্তাল হল সংসদ ভবন ৷ দফায় দফায় হট্টগোল ৷ ওয়েলে নেমে প্রতিবাদ ৷

দিনকয়েক আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে ৷ সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক ৷ একেবারে অমিত শাহর ডেপুটি ৷ কিন্তু বিরোধীদের অভিযোগ, নিশীথ নাকি ভারতের নাগরিকই নন ৷ তিনি নাকি আসলে বাংলাদেশের নাগরিক ৷ আজ অধিবেশনের শুরুতে মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের পরিচয়পর্ব সারছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু তা মাঝপথেই ভেস্তে যায় ৷ সৌজন্যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ৷ প্রধানমন্ত্রী তাঁর টিমের নতুন সদস্যদের সঙ্গে যখন পরিচয় করাচ্ছিলেন, তখনই প্রতিবাদ জানায় তৃণমূল ৷ এই বিষয়ে তৃণমূলের সাংসদ ডেরেকের বক্তব্য, কেউ ভারতের নাগরিক হলে সাংসদ হতে পারেন, মন্ত্রী হতে পারেন ৷ কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে একজন শপথ নিয়েছেন ৷ অথচ তিনি ভারতের নাগরিক নন ৷

তাঁর আরও অভিযোগ, মূল বিষয়গুলি নিয়ে আলোচনা চায় না কেন্দ্র ৷ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে নোটিস দেওয়া হলেও সংসদে আলোচনা হয়নি ৷ তৃণমূল নোটিস দিলেও আলোচনা থেকে পালাচ্ছে কেন্দ্র ৷ একইসঙ্গে সংসদের দু'টি কক্ষেই আলোচনা হোক পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং করোনা পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে ৷ এমনটাই চাইছেন তৃণমূল সাংসদরা ৷

এদিকে আজ সকালে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব পন্থা নেন তৃণমূল সাংসদরা ৷ আট-নয় জন তৃণমূল সাংসদ সাইকেল ব়্যালি করে দলীয় কার্যালয় থেকে সংসদ ভবন পর্যন্ত যান ৷ কিন্তু কেন্দ্রের যেন কোনও হেলদোলই নেই ৷ ডেরেকের অভিযোগ, এই বিজেপি সরকার কোনও আলোচনা চায় না ৷ শুধু বুলডোজ় করে এগিয়ে যেতে চায় ৷

একইসঙ্গে পেগাসাস কাণ্ড নিয়েও আগামী দিনে সংসদে আলোচনার দাবি জানানো হবে বলে জানান ডেরেক ও'ব্রায়েন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.