ETV Bharat / bharat

DGCA slaps fine on Air India: এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা ডিজিসিএ-র

প্যারিস থেকে নয়াদিল্লিতে আসা একটি ফ্লাইটে (Paris-New Delhi Flight Incidents) যাত্রীদের অংসযত আচরণের দু’টি ঘটনা দেরিতে জানানোয় জরিমানার মুখে পড়ল এয়ার ইন্ডিয়া ৷ ডিজিসিএ তাদের 10 লক্ষ টাকা জরিমানা করেছে ৷

Air India
Air India
author img

By

Published : Jan 24, 2023, 6:06 PM IST

নয়াদিল্লি, 24 জানুয়ারি: গত বছরের ডিসেম্বরে প্যারিস থেকে নয়াদিল্লিতে আসা ফ্লাইটে যাত্রীদের অসংযত আচরণের দু’টি ঘটনা সম্বন্ধে রিপোর্ট না করার জন্য মঙ্গলবার বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করেছে ৷ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার যাত্রীদের খারাপ আচরণের বিষয়ে না জানানোর জন্য ডিজিসিএ-র জরিমানার মুখে পড়তে হল সংশ্লিষ্ট বিমান সংস্থাকে ৷

এই নিয়ে মঙ্গলবার ডিজিসিএ-র তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে তারা জানিয়েছে যে 2022 এর 6 ডিসেম্বর এআই-142 ফ্লাইট প্যারিস থেকে নয়াদিল্লি আসার সময় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে । অথচ চলতি জানুয়ারিতেই তাদের নজরে আসে বিষয়টি ৷ ডিজিসিএ-র দেওয়া বিবৃতি অনুযায়ী, এয়ার ইন্ডিয়া (Air India) তাদের জানিয়েছে যে তাদের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করায়, তারা বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে দেরি করেছে ৷ যা ডিজিসিএ-র তৈরি করা নিয়মের লঙ্ঘন ৷ সেই কারণেই এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে (DGCA slaps Rs 10 lakh fine on Air India) ৷

ডিজিসিএ আরও জানিয়েছে যে তাদের কাছে আসা অভিযোগ অনুযায়ী, একটি ঘটনায় মত্ত অবস্থায় এক যাত্রী শৌচাগারে ধূমপান করেছেন ৷ বিমানের কর্মীদের কথাও তিনি শোনেননি ৷ তাছাড়া অন্য একটি ঘটনায় এক মহিলা যাত্রীর খালি আসনে শৌচাগারের যাওয়ার পথে অন্য এক যাত্রী প্রস্রাব করে দেন ৷

প্রসঙ্গত, এই ঘটনাগুলির জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) বা ডিজিসিএ-র তরফে এই মাসের শুরুতে এয়ার ইন্ডিয়াকে শোকজ করা হয়৷ জানতে চাওয়া হয় নিয়ম লঙ্ঘনের জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন করা হয় ৷ গতকাল, 23 জানুয়ারি এয়ার ইন্ডিয়ার তরফে সেই শোকজের উত্তর ডিজিসিএ-কে দেওয়া হয় ৷ তার পরই বিমান পরিবহণের ক্ষেত্রে এই নিয়ন্ত্রক সংস্থা এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করল ৷

একমাস পর বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ এক্ষেত্রেও সংশ্লিষ্ট বিমান সংস্থাকে শোকজ করা হয় ৷ সেই শোকজেও জানতে চাওয়া হয় যে কেন এত দেরিতে জানানো হল বিষয়টি ৷ সেই শোকজের উত্তর পাওয়ার পর এয়ার ইন্ডিয়াকে জরিমানা করা হয় ডিজিসিএ-র তরফে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট ফ্লাইটের পাইলট ইন কমান্ডের লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয় ৷

আরও পড়ুন: বৃদ্ধার গায়ে প্রস্রাবের ঘটনার একমাস পর কেন অভিযোগ দায়ের, প্রশ্নের মুখে বিমান সংস্থা

নয়াদিল্লি, 24 জানুয়ারি: গত বছরের ডিসেম্বরে প্যারিস থেকে নয়াদিল্লিতে আসা ফ্লাইটে যাত্রীদের অসংযত আচরণের দু’টি ঘটনা সম্বন্ধে রিপোর্ট না করার জন্য মঙ্গলবার বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করেছে ৷ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার যাত্রীদের খারাপ আচরণের বিষয়ে না জানানোর জন্য ডিজিসিএ-র জরিমানার মুখে পড়তে হল সংশ্লিষ্ট বিমান সংস্থাকে ৷

এই নিয়ে মঙ্গলবার ডিজিসিএ-র তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে তারা জানিয়েছে যে 2022 এর 6 ডিসেম্বর এআই-142 ফ্লাইট প্যারিস থেকে নয়াদিল্লি আসার সময় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে । অথচ চলতি জানুয়ারিতেই তাদের নজরে আসে বিষয়টি ৷ ডিজিসিএ-র দেওয়া বিবৃতি অনুযায়ী, এয়ার ইন্ডিয়া (Air India) তাদের জানিয়েছে যে তাদের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করায়, তারা বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে দেরি করেছে ৷ যা ডিজিসিএ-র তৈরি করা নিয়মের লঙ্ঘন ৷ সেই কারণেই এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে (DGCA slaps Rs 10 lakh fine on Air India) ৷

ডিজিসিএ আরও জানিয়েছে যে তাদের কাছে আসা অভিযোগ অনুযায়ী, একটি ঘটনায় মত্ত অবস্থায় এক যাত্রী শৌচাগারে ধূমপান করেছেন ৷ বিমানের কর্মীদের কথাও তিনি শোনেননি ৷ তাছাড়া অন্য একটি ঘটনায় এক মহিলা যাত্রীর খালি আসনে শৌচাগারের যাওয়ার পথে অন্য এক যাত্রী প্রস্রাব করে দেন ৷

প্রসঙ্গত, এই ঘটনাগুলির জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) বা ডিজিসিএ-র তরফে এই মাসের শুরুতে এয়ার ইন্ডিয়াকে শোকজ করা হয়৷ জানতে চাওয়া হয় নিয়ম লঙ্ঘনের জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন করা হয় ৷ গতকাল, 23 জানুয়ারি এয়ার ইন্ডিয়ার তরফে সেই শোকজের উত্তর ডিজিসিএ-কে দেওয়া হয় ৷ তার পরই বিমান পরিবহণের ক্ষেত্রে এই নিয়ন্ত্রক সংস্থা এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করল ৷

একমাস পর বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ এক্ষেত্রেও সংশ্লিষ্ট বিমান সংস্থাকে শোকজ করা হয় ৷ সেই শোকজেও জানতে চাওয়া হয় যে কেন এত দেরিতে জানানো হল বিষয়টি ৷ সেই শোকজের উত্তর পাওয়ার পর এয়ার ইন্ডিয়াকে জরিমানা করা হয় ডিজিসিএ-র তরফে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট ফ্লাইটের পাইলট ইন কমান্ডের লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয় ৷

আরও পড়ুন: বৃদ্ধার গায়ে প্রস্রাবের ঘটনার একমাস পর কেন অভিযোগ দায়ের, প্রশ্নের মুখে বিমান সংস্থা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.