ETV Bharat / bharat

মৃত দুই সন্তানের প্রাণ ফেরাতে দেহ 6 ঘণ্টা লবণে ঢেকে রাখলেন মা-বাবা - হাভেরি

Dead Bodies Buried in Salt: সোশাল মিডিয়ায় দেখা ভিডিয়োর ভিত্তিতে দুই ছেলের মৃতদেহ ছ’ঘণ্টা লবণে ঢেকে রাখলেন মা-বাবা ৷ কর্ণাটকের হাভেরি জেলায় এই ঘটনা ঘটেছে ৷ পরে দেহ দু’টি সৎকার করা হয় ৷

Dead Bodies Buried in Salt
Dead Bodies Buried in Salt
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 8:19 PM IST

হাভেরি (কর্ণাটক), 26 ডিসেম্বর: সন্তানের জন্য মা-বাবা তো সবকিছুই করতে পারেন ৷ এমনকি, মৃত সন্তানকে বাঁচিয়ে তোলার আশায় অনেক সময় অনেক মা-বাবা অযৌক্তিক পদক্ষেপ করতেও পিছপা হন না ৷ এমনই একটি ঘটনার খবর সামনে এসেছে কর্ণাটকের হাভেরি থেকে ৷ সেখানে দুই সন্তানের মৃত্যুর পর মা-বাবা দেহ দু’টি লবণ দিয়ে ঢেকে রেখেছিল ৷ কারণ, সোশাল মিডিয়ায় পাওয়া একটি ভিডিয়োতে তাঁরা দেখেছিলেন যে মৃত্যুর পর দেহ পাঁচ ঘণ্টা লবণে ঢাকা থাকলে, তাতে আবার প্রাণ ফিরে আসে ৷ ব্যর্থ চেষ্টার পর শেষমেশ তাঁরা মৃত দুই সন্তানের সৎকার করেন ৷

ঘটনাটি রবিবার ঘটেছে কর্ণাটকের হাভেরি জেলার গালাপুজি গ্রামে ৷ তবে বিষয়টি প্রকাশ্য়ে আসে মঙ্গলবার ৷ ওই গ্রামের হেমন্ত (12) ও নাগরাজ (11) নামে দুই বালক গ্রামের হ্রদে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যায় ৷ তাদের দেহ উদ্ধারের পর সঙ্গে সঙ্গে সৎকার করা হয়নি ৷ বরং লবণ দিয়ে ঢেকে দেওয়া হয় ৷ কারণ, সোশাল মিডিয়া মারফত একটি ভিডিয়ো গ্রামে কয়েকমাস আগে ভাইরাল হয়েছিল ৷ সেখানেই দাবি করা হয় যে মৃতদেহে প্রাণ ফেরাতে পাঁচ ঘণ্টা লবণ দিয়ে ঢেকে রাখতে হয় ৷

স্থানীয় এক বাসিন্দা বলেন, "অলৌকিক ঘটনা যেকোনও সময় ঘটতে পারে এবং যেহেতু এটা চেষ্টা করার মধ্যে কোনও ক্ষতি নেই, তাই আমরা সোশাল মিডিয়াতে যা দেখেছি, ওই দম্পতি তা করার সিদ্ধান্ত নেন । দু’টি দেহে কয়েক কেজি লবণ ঢেলে দেওয়া হয়েছিল এবং ছয় ঘণ্টার জন্য তাদের স্পর্শ করা হয়নি ।"

লবণে ঢেকে রাখলে সত্যিই কি প্রাণ ফিরে আসে মৃতদেহে ? এই কৌতূহল সকলেরই ছিল ৷ ফলে সঙ্গে সঙ্গে বিষয়টি চাউড় হয়ে যায়৷ আশপাশের এলাকা থেকে অনেকে ভিড় জমান ৷ খবর পৌঁছয় স্থানীয় কাগিনেলে থানাতেও ৷ পুলিশ ঘটনাস্থলে যায়৷ পরিবার ও স্থানীয় মানুষকে বোঝানোর চেষ্টা করে যে পুরোটাই গুজব ৷ এমন কিছু হয় না৷ কিন্তু প্রথমে বিষয়টিতে রাজি হয়নি মৃত ছেলে দু’টির মা-বাবা ৷ প্রতিবেশীরাও বাধা দেন ৷ প্রায় ছ’ঘণ্টা কেটে যাওয়ার পর মা-বাবা রাজি হন ৷ তার পর দেহ দু‘টির সৎকার করা হয় ৷

তবে এই প্রথম নয়৷ গত বছর কর্ণাটকের বেল্লারিতে এমন একটি ঘটনা ঘটেছিল ৷ সেখানে বছর দশেকের একটি ছেলে মারা যায়৷ মা-বাবা ছেলের শরীরে প্রাণ ফেরাতে লবণ দিয়ে ঢেকে দেয় ৷ তখনও সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে এমন কাণ্ড ঘটানোর খবর পাওয়া গিয়েছিল ৷ তাৎপর্যপূর্ণ হল, সেবারও জলে ডুবে মৃতের দেহের সঙ্গেই এমন করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. প্রসাদে বিষক্রিয়ায় বৃদ্ধার মৃত্যু ! অসুস্থ হয়ে হাসপাতালের ভরতি প্রায় 200 জন
  2. ক্লাসরুমে কথা-কাটাকাটি, ব্লেড নিয়ে বন্ধুকে আক্রমণ প্রথম শ্রেণির পড়ুয়ার
  3. মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে সন্তানের সামনেই পুড়িয়ে মারা হল মহিলাকে

হাভেরি (কর্ণাটক), 26 ডিসেম্বর: সন্তানের জন্য মা-বাবা তো সবকিছুই করতে পারেন ৷ এমনকি, মৃত সন্তানকে বাঁচিয়ে তোলার আশায় অনেক সময় অনেক মা-বাবা অযৌক্তিক পদক্ষেপ করতেও পিছপা হন না ৷ এমনই একটি ঘটনার খবর সামনে এসেছে কর্ণাটকের হাভেরি থেকে ৷ সেখানে দুই সন্তানের মৃত্যুর পর মা-বাবা দেহ দু’টি লবণ দিয়ে ঢেকে রেখেছিল ৷ কারণ, সোশাল মিডিয়ায় পাওয়া একটি ভিডিয়োতে তাঁরা দেখেছিলেন যে মৃত্যুর পর দেহ পাঁচ ঘণ্টা লবণে ঢাকা থাকলে, তাতে আবার প্রাণ ফিরে আসে ৷ ব্যর্থ চেষ্টার পর শেষমেশ তাঁরা মৃত দুই সন্তানের সৎকার করেন ৷

ঘটনাটি রবিবার ঘটেছে কর্ণাটকের হাভেরি জেলার গালাপুজি গ্রামে ৷ তবে বিষয়টি প্রকাশ্য়ে আসে মঙ্গলবার ৷ ওই গ্রামের হেমন্ত (12) ও নাগরাজ (11) নামে দুই বালক গ্রামের হ্রদে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যায় ৷ তাদের দেহ উদ্ধারের পর সঙ্গে সঙ্গে সৎকার করা হয়নি ৷ বরং লবণ দিয়ে ঢেকে দেওয়া হয় ৷ কারণ, সোশাল মিডিয়া মারফত একটি ভিডিয়ো গ্রামে কয়েকমাস আগে ভাইরাল হয়েছিল ৷ সেখানেই দাবি করা হয় যে মৃতদেহে প্রাণ ফেরাতে পাঁচ ঘণ্টা লবণ দিয়ে ঢেকে রাখতে হয় ৷

স্থানীয় এক বাসিন্দা বলেন, "অলৌকিক ঘটনা যেকোনও সময় ঘটতে পারে এবং যেহেতু এটা চেষ্টা করার মধ্যে কোনও ক্ষতি নেই, তাই আমরা সোশাল মিডিয়াতে যা দেখেছি, ওই দম্পতি তা করার সিদ্ধান্ত নেন । দু’টি দেহে কয়েক কেজি লবণ ঢেলে দেওয়া হয়েছিল এবং ছয় ঘণ্টার জন্য তাদের স্পর্শ করা হয়নি ।"

লবণে ঢেকে রাখলে সত্যিই কি প্রাণ ফিরে আসে মৃতদেহে ? এই কৌতূহল সকলেরই ছিল ৷ ফলে সঙ্গে সঙ্গে বিষয়টি চাউড় হয়ে যায়৷ আশপাশের এলাকা থেকে অনেকে ভিড় জমান ৷ খবর পৌঁছয় স্থানীয় কাগিনেলে থানাতেও ৷ পুলিশ ঘটনাস্থলে যায়৷ পরিবার ও স্থানীয় মানুষকে বোঝানোর চেষ্টা করে যে পুরোটাই গুজব ৷ এমন কিছু হয় না৷ কিন্তু প্রথমে বিষয়টিতে রাজি হয়নি মৃত ছেলে দু’টির মা-বাবা ৷ প্রতিবেশীরাও বাধা দেন ৷ প্রায় ছ’ঘণ্টা কেটে যাওয়ার পর মা-বাবা রাজি হন ৷ তার পর দেহ দু‘টির সৎকার করা হয় ৷

তবে এই প্রথম নয়৷ গত বছর কর্ণাটকের বেল্লারিতে এমন একটি ঘটনা ঘটেছিল ৷ সেখানে বছর দশেকের একটি ছেলে মারা যায়৷ মা-বাবা ছেলের শরীরে প্রাণ ফেরাতে লবণ দিয়ে ঢেকে দেয় ৷ তখনও সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে এমন কাণ্ড ঘটানোর খবর পাওয়া গিয়েছিল ৷ তাৎপর্যপূর্ণ হল, সেবারও জলে ডুবে মৃতের দেহের সঙ্গেই এমন করা হয়েছিল ৷

আরও পড়ুন:

  1. প্রসাদে বিষক্রিয়ায় বৃদ্ধার মৃত্যু ! অসুস্থ হয়ে হাসপাতালের ভরতি প্রায় 200 জন
  2. ক্লাসরুমে কথা-কাটাকাটি, ব্লেড নিয়ে বন্ধুকে আক্রমণ প্রথম শ্রেণির পড়ুয়ার
  3. মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে সন্তানের সামনেই পুড়িয়ে মারা হল মহিলাকে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.