ETV Bharat / bharat

মহারাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ পরমবীর সিংয়ের - পরমবীর সিং

স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে 100 কোটি টাকা তোলাবাজির অভিযোগ আনলেন পরমবীর সিং ৷ পাশাপাশি আম্বানিকাণ্ডে তিনিও জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেছেন তিনি ৷

param-bir-singh
পরমবীর সিং
author img

By

Published : Mar 21, 2021, 11:06 AM IST

মুম্বই, 21 মার্চ : এবার বিস্ফোরক অভিযোগ করলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং ৷ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ প্রতিমাসে 100 কোটি টাকা করে তোলা তুলতেন বলে তাঁর অভিযোগ ৷ কয়েকদিন আগে মুকেশ আম্বানির বাড়ির কাছ থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের ঘটনায় তদন্তে ত্রুটির অভিযোগ তুলে তাঁকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ গতকাল উদ্ভব ঠাকরেকে লেখা এক চিঠিতে তোলাবাজির অভিযোগ আনেন তিনি ৷

শুধু তোলাবাজি নয়, পরমবীর সিংয়ের লেখা ওই চিঠিতে সচিন ওয়াজ়ের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে ৷ তিনি লিখেছেন, আম্বানিকাণ্ডে ধৃত পুলিশ অফিসার সচিন ওয়াজ়েকে তোলাবাজির কাজে ব্য়বহার করতেন অনিল দেশমুখ ৷ এই চিঠি প্রকাশ্য়ে আসায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্র সরকার ৷

আরও পড়ুন- আজ এগরার শাহী সভাতেই বিজেপিতে যোগ শিশিরের

যদিও এই অভিযোগের পালটা জবাব দিয়েছেন অনিল দেশমুখ ৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি ৷ তাঁর স্পষ্ট জবাব, পুরো অভিযোগ ভিত্তিহীন ৷ পাল্টা অভিযোগ করে তিনি বলেছেন, ওয়াজ়ের সঙ্গে পরমবীরও আম্বানিকাণ্ডে যুক্ত থাকতে পারেন ৷

মুখ্য়মন্ত্রীকে লেখা ওই চিঠিতে পরমবীর জানিয়েছেন, প্রতিমাসে 100 কোটি টাকা করে তোলা তুলতে চেয়েছিলেন ৷ গত কয়েকমাসে ওয়াজ়েকে ডেকে পুরো বিষয়টি বলেন এবং সাহায্য় চান ৷ 100 কোটি তোলা তোলার জন্য় মুম্বইয়ের এক হাজার 750 টি পানশালা, রেস্তরাঁ, অন্য় ব্য়বসায়িক প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছিল ৷ কিন্তু অত বেশি পরিমাণ টাকা সেখান থেকে তোলা সম্ভব নয় বলেও জানতেন তিনি ৷ তাই ওয়াজ়েকে দায়িত্ব দিয়েছিলেন অন্য় জায়গা থেকে বাকি টাকা তোলার ৷

মুম্বই, 21 মার্চ : এবার বিস্ফোরক অভিযোগ করলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং ৷ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ প্রতিমাসে 100 কোটি টাকা করে তোলা তুলতেন বলে তাঁর অভিযোগ ৷ কয়েকদিন আগে মুকেশ আম্বানির বাড়ির কাছ থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের ঘটনায় তদন্তে ত্রুটির অভিযোগ তুলে তাঁকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ গতকাল উদ্ভব ঠাকরেকে লেখা এক চিঠিতে তোলাবাজির অভিযোগ আনেন তিনি ৷

শুধু তোলাবাজি নয়, পরমবীর সিংয়ের লেখা ওই চিঠিতে সচিন ওয়াজ়ের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে ৷ তিনি লিখেছেন, আম্বানিকাণ্ডে ধৃত পুলিশ অফিসার সচিন ওয়াজ়েকে তোলাবাজির কাজে ব্য়বহার করতেন অনিল দেশমুখ ৷ এই চিঠি প্রকাশ্য়ে আসায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে মহারাষ্ট্র সরকার ৷

আরও পড়ুন- আজ এগরার শাহী সভাতেই বিজেপিতে যোগ শিশিরের

যদিও এই অভিযোগের পালটা জবাব দিয়েছেন অনিল দেশমুখ ৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি ৷ তাঁর স্পষ্ট জবাব, পুরো অভিযোগ ভিত্তিহীন ৷ পাল্টা অভিযোগ করে তিনি বলেছেন, ওয়াজ়ের সঙ্গে পরমবীরও আম্বানিকাণ্ডে যুক্ত থাকতে পারেন ৷

মুখ্য়মন্ত্রীকে লেখা ওই চিঠিতে পরমবীর জানিয়েছেন, প্রতিমাসে 100 কোটি টাকা করে তোলা তুলতে চেয়েছিলেন ৷ গত কয়েকমাসে ওয়াজ়েকে ডেকে পুরো বিষয়টি বলেন এবং সাহায্য় চান ৷ 100 কোটি তোলা তোলার জন্য় মুম্বইয়ের এক হাজার 750 টি পানশালা, রেস্তরাঁ, অন্য় ব্য়বসায়িক প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছিল ৷ কিন্তু অত বেশি পরিমাণ টাকা সেখান থেকে তোলা সম্ভব নয় বলেও জানতেন তিনি ৷ তাই ওয়াজ়েকে দায়িত্ব দিয়েছিলেন অন্য় জায়গা থেকে বাকি টাকা তোলার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.