ETV Bharat / bharat

Pak Intruder Shot Dead: স্বাধীনতা দিবসের প্রাক্কালে অনুপ্রবেশের চেষ্টা, পঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে মৃত পাকিস্তানি - Independence day

BSF Killed Pakistani Intruder: বিএসএফের গুলিতে নিহত এক পাকিস্তানি অনুপ্রবেশকারী ৷ রবিবার রাতে পঞ্জাব সীমান্ত থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন তিনি ৷

Pak Intruder Shot Dead
পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত
author img

By

Published : Aug 14, 2023, 10:06 AM IST

Updated : Aug 14, 2023, 10:49 AM IST

চণ্ডীগড় (পঞ্জাব), 14 অগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা ৷ পঞ্জাবে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের গুলিতে নিহত হলেন একজন পাকিস্তানি অনুপ্রবেশকারী ৷ এমনটাই এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাঠানকোট জেলায় আন্তর্জাতিক সীমান্তে ৷ এক সেনা জওয়ান জানান, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) পাঠানকোটের সিম্বল সাকোল গ্রামের কাছে রাত 12টা 30 মিনিট নাগাদ কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ।

সূত্রের খবর, প্রথমে ঘটনাস্থলে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশকারীকে থামতে বলেন । কিন্তু ওই অনুপ্রবেশকারী বারবার সতর্কতা উপেক্ষা করে সীমান্ত বরাবর অগ্রসর হতে থাকে ৷ এরপরেই জওয়ানরা সতর্ক হয়ে যান। অনুপ্রবেশকারীকে আটকাতে জওয়ানরা শেষমেষ গুলি চালাতে বাধ্য হন ৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই অনুপ্রবেশকারীর মৃত্যু হয় বলে জানিয়েছে বিএসএফ । বিএসএফের দাবি, জওয়ানদের আত্মরক্ষায় গুলি চালাতে হয় ৷ এর ফলেই অনুপ্রবেশকারীকে আটকানো সম্ভব হয়েছে ৷ 14 রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গিয়েছে ৷ সেই গুলিতেই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে ৷

মঙ্গলবার স্বাধীনতা দিবস ৷ তার আগে এই ঘটনা ভাবাচ্ছে বিএসএফকে ৷ কারণ, পঞ্জাব সীমান্ত দিয়েই গত 11 অগস্ট ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন এক পাকিস্তানি নাগরিক ৷ শুক্রবারও বিএসএফ জওয়ানরা সেই পাক অনুপ্রবেশকারীকে গুলি করেন । এরপর ফের দু'দিনের মাথায় একই ঘটনা ঘটল ৷ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের তৎপরতায় আরও একটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে । স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিকে ৷

আরও পড়ুন: আরনিয়া সীমান্তে পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি বিএসএফের

প্রসঙ্গত, মে মাসে বিএসএফ পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তের কাছে এক পাক নাগরিককে আটক করেছিল ৷ একই ঘটনায় বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয় ৷ তাদের কাছ থেকে নিষিদ্ধ পণ্যের তিনটি ব্যাগ পাওয়া গিয়েছিল । 2022 সালে পঞ্জাব ফ্রন্টিয়ারে দুই পাকিস্তানি চোরাকারবারীকে গুলি করেছিলেন বিএসএফ জওয়ানরা ৷ তাদের কাছ থেকে 22টি ড্রোন এবং 316 কিলোগ্রাম মাদক উদ্ধার হয়েছিল ।

চণ্ডীগড় (পঞ্জাব), 14 অগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা ৷ পঞ্জাবে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের গুলিতে নিহত হলেন একজন পাকিস্তানি অনুপ্রবেশকারী ৷ এমনটাই এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাঠানকোট জেলায় আন্তর্জাতিক সীমান্তে ৷ এক সেনা জওয়ান জানান, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) পাঠানকোটের সিম্বল সাকোল গ্রামের কাছে রাত 12টা 30 মিনিট নাগাদ কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ।

সূত্রের খবর, প্রথমে ঘটনাস্থলে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশকারীকে থামতে বলেন । কিন্তু ওই অনুপ্রবেশকারী বারবার সতর্কতা উপেক্ষা করে সীমান্ত বরাবর অগ্রসর হতে থাকে ৷ এরপরেই জওয়ানরা সতর্ক হয়ে যান। অনুপ্রবেশকারীকে আটকাতে জওয়ানরা শেষমেষ গুলি চালাতে বাধ্য হন ৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই অনুপ্রবেশকারীর মৃত্যু হয় বলে জানিয়েছে বিএসএফ । বিএসএফের দাবি, জওয়ানদের আত্মরক্ষায় গুলি চালাতে হয় ৷ এর ফলেই অনুপ্রবেশকারীকে আটকানো সম্ভব হয়েছে ৷ 14 রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গিয়েছে ৷ সেই গুলিতেই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে ৷

মঙ্গলবার স্বাধীনতা দিবস ৷ তার আগে এই ঘটনা ভাবাচ্ছে বিএসএফকে ৷ কারণ, পঞ্জাব সীমান্ত দিয়েই গত 11 অগস্ট ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন এক পাকিস্তানি নাগরিক ৷ শুক্রবারও বিএসএফ জওয়ানরা সেই পাক অনুপ্রবেশকারীকে গুলি করেন । এরপর ফের দু'দিনের মাথায় একই ঘটনা ঘটল ৷ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের তৎপরতায় আরও একটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে । স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিকে ৷

আরও পড়ুন: আরনিয়া সীমান্তে পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি বিএসএফের

প্রসঙ্গত, মে মাসে বিএসএফ পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তের কাছে এক পাক নাগরিককে আটক করেছিল ৷ একই ঘটনায় বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয় ৷ তাদের কাছ থেকে নিষিদ্ধ পণ্যের তিনটি ব্যাগ পাওয়া গিয়েছিল । 2022 সালে পঞ্জাব ফ্রন্টিয়ারে দুই পাকিস্তানি চোরাকারবারীকে গুলি করেছিলেন বিএসএফ জওয়ানরা ৷ তাদের কাছ থেকে 22টি ড্রোন এবং 316 কিলোগ্রাম মাদক উদ্ধার হয়েছিল ।

Last Updated : Aug 14, 2023, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.