জয়পুর, 28 জুলাই: জয়পুর বিমানবন্দরে দুই যুবকের সঙ্গে এক পাকিস্তানি তরুণী আটক ৷ জানা গিয়েছে, গত তিন বছর ধরে অবৈধভাবে ভারতে বাস করছিল ওই পাকিস্তানি তরুণী । শুক্রবার রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে ওই পাকিস্তানি তরুণীকে আটক করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ওই তরুণী গত তিন বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিল ৷ সে তার পরিবারের এক সদস্যের সঙ্গে পাকিস্তান থেকে এদেশে এসেছিল। এদিন পাকিস্তানে ফেরৎ যাওয়ার জন্য জয়পুর বিমানবন্দরে পৌঁছেছিল ওই তরুণী। যদিও তার কাছে কোনও ভিসা বা পাসপোর্ট পায়নি পুলিশ ৷ এরপরই ওই তরুণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিমানবন্দর থানার পুলিশ।
বিমানবন্দর থানার অফিসার দিগপাল সিং জানান, শুক্রবার দু’টি ছেলের সঙ্গে একটি মেয়ে জয়পুর বিমানবন্দরে এসেছিল । ছেলে দু’টিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, মেয়েটি তাদের জয়পুর বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য বলেছিল । যদিও তরুণীর কাছে কোনও ভিসা বা পাসপোর্ট না-থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপরই তার বক্তব্য থেকে জানা যায় সে পাকিস্তানি ।
পুলিশের দাবি, তরুণী নিজেকে পাকিস্তানের বাসিন্দা বলেই দাবি করেছে। তিনি জানান, গত তিন বছর ধরে সিকারের শ্রীমাধোপুরে তার পরিবারের এক মহিলা সদস্যার সঙ্গে বসবাস করছিল । এরপর বিমানবন্দর থানা পুলিশ ওই পাকিস্তানি তরুণীকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায় । পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে সে জানায়, তার পরিবারের ওই সদস্যার সঙ্গে ঝগড়া হওয়ায়, সে ফের পাকিস্তানে চলে যেতে চেয়েছিল।
পাকিস্তান যাওয়ার ফ্লাইট সম্পর্কে মেয়েটির কাছে কোনও তথ্য ছিল না বলেই জানা গিয়েছে। সে কারণেই সে ওই দুই যুবকের সাহায্য নেন । দুই যুবকই পাকিস্তানি তরুণীর সঙ্গে জয়পুর বিমানবন্দর এসে পৌঁছয় । জয়পুর বিমানবন্দরে পাকিস্তানের টিকিট নেওয়ার জন্য মেয়েটি গেলে বিষয়টি সামনে আসে । এই খবর প্রকাশ্যে আসার পরই বিমানবন্দর থানায় পৌঁছে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও । পুলিশের তরফে পাকিস্তানি তরুণীর নাম বলা হচ্ছে গজল ।
আরও পড়ুন: অঞ্জুর মতোই পাক যুবককে বিয়ে করেছিলেন লখনউয়ের কন্যা, অত্যাচারে ফিরতে হয় 4 সন্তান নিয়ে