ETV Bharat / bharat

পুঞ্চে আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের - লাইন অফ কন্ট্রোল

এর আগে 7 নভেম্বর পাকিস্তানের তরফে পুঞ্চে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য় করে হামলা চালায় পাকিস্তান সেনা ৷ এবছরের শুরু থেকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণরেখা বরাবর মোট 3 হাজার 200 হামলা চালিয়েছে তারা ৷ যাতে 24 জন সাধারণ নাগরিকের মৃত্য়ু হয়েছে ৷

pakistan-violates-ceasefire-in-jammu-and-kashmirs-poonch
LoC-তে পুঞ্চ সেক্টরে আবারও যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের
author img

By

Published : Nov 10, 2020, 2:03 PM IST

পুঞ্চ, 10 নভেম্বর : আবারও নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান সেনা ৷ আজ পুঞ্চের শাহপুর, কিরনি এবং কসবা সেক্টরে হামলা চালায় তারা ৷ ভারতীয় সেনা যথাযথ জবাব দিচ্ছে বলে সেনার তরফে জানানো হয়েছে ৷

এর আগে 7 নভেম্বর পাকিস্তানের তরফে পুঞ্চে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য় করে হামলা চালায় পাকিস্তান সেনা ৷ এবছরের শুরু থেকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণরেখা বরাবর মোট 3 হাজার 200 হামলা চালিয়েছে তারা ৷ যাতে 24 জন সাধারণ নাগরিকের মৃত্য়ু হয়েছে ৷ এছাড়াও একশোর বেশি মানুষ জখম হয়েছে ৷ এরই মধ্য়ে সেনার তরফে বলা হয়েছে নিয়ন্ত্রণরেখার ওপারে 250 থেকে 300 জঙ্গি এদেশে অনুপ্রবেশের জন্য় অপেক্ষা করছে ৷ নভেম্বরের শেষে তুষারপাতের আগে তারা ভারতে ঢোকার চেষ্টা করবে ৷

এদিকে পাকিস্তান সেনার জেরে সমস্যায় পড়েছেন সীমান্তবর্তী গ্রামগুলিতে বসবাসকারী বাসিন্দারা ৷

পুঞ্চ, 10 নভেম্বর : আবারও নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান সেনা ৷ আজ পুঞ্চের শাহপুর, কিরনি এবং কসবা সেক্টরে হামলা চালায় তারা ৷ ভারতীয় সেনা যথাযথ জবাব দিচ্ছে বলে সেনার তরফে জানানো হয়েছে ৷

এর আগে 7 নভেম্বর পাকিস্তানের তরফে পুঞ্চে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য় করে হামলা চালায় পাকিস্তান সেনা ৷ এবছরের শুরু থেকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণরেখা বরাবর মোট 3 হাজার 200 হামলা চালিয়েছে তারা ৷ যাতে 24 জন সাধারণ নাগরিকের মৃত্য়ু হয়েছে ৷ এছাড়াও একশোর বেশি মানুষ জখম হয়েছে ৷ এরই মধ্য়ে সেনার তরফে বলা হয়েছে নিয়ন্ত্রণরেখার ওপারে 250 থেকে 300 জঙ্গি এদেশে অনুপ্রবেশের জন্য় অপেক্ষা করছে ৷ নভেম্বরের শেষে তুষারপাতের আগে তারা ভারতে ঢোকার চেষ্টা করবে ৷

এদিকে পাকিস্তান সেনার জেরে সমস্যায় পড়েছেন সীমান্তবর্তী গ্রামগুলিতে বসবাসকারী বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.