ETV Bharat / bharat

সীমান্তে নজরদারি আর পাচারে ড্রোন ব্য়বহার করছে পাকিস্তান: বিএসএফের ডিজি - গুলি

সীমান্তে নজরদারি চালাতে বিভিন্ন দেশের তৈরি ড্রোন ব্য়বহার করছে পাক সেনা৷ পাশাপাশি, ড্রোনের সাহায্যেই ভারত-পাক সীমান্ত দিয়ে চালানো হচ্ছে পাচার৷ চালকহীন খুদে আকাশযান থেকে ফেলা হচ্ছে, অস্ত্র, বিস্ফোরক ও মাদক৷ এমনটাই দাবি বিএসএফের ডিজি রাকেশ আস্থানার৷ এমনকী, এই দাবির স্বপক্ষে ভারতের হাতে ভিডিয়ো ফুটেজও রয়েছে বলে জানিয়েছেন তিনি৷

Pakistan effectively using drones for smuggling, surveillance: BSF DG
রাকেশ আস্থানা
author img

By

Published : Feb 4, 2021, 2:40 PM IST

বেঙ্গালুরু, 4 ফেব্রুয়ারি : নজরদারির পাশাপাশি সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পাচারের ক্ষেত্রেও ড্রোনের প্রযুক্তি কাজে লাগাচ্ছে পাকিস্তান ৷ এমনটাই দাবি বিএসএফের ডিজি রাকেশ আস্থানার৷ ফিকি-র আয়োজিত এরো ইন্ডিয়া 2021 প্রদর্শনীতে তিনি জানান, তাঁর এই দাবির স্বপক্ষে 2019 সালের 167টি এবং 2020 সালের 77টি ভিডিয়ো ফুটেজ রয়েছে ভারতের হাতে ৷ যেখানে ড্রোনের সাহায্য়ে পাচারের কাজ চালানোর ফুটেজ মিলেছে৷

ভারত-পাক সীমান্তে বহুবার ড্রোন থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরক এবং মাদক ফেলতে দেখা গিয়েছে ৷ পঞ্জাব ও জম্মু সেক্টরে এমন ঘটনা সবথেকে বেশি ঘটে বলেও জানান ডিজি আস্থানা৷ তিনি বলেন, ‘‘শুধুমাত্র পাচারের জন্যই নয়, সীমান্তে নজরদারি চালানোর ক্ষেত্রেও ড্রোনকে কাজে লাগাচ্ছে পাকিস্তান৷’’

আরও পড়ুন: 18 বছর পর পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে 'স্বর্গে' ফিরলেন হাসিনা

আস্থানা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে যে খবর তাঁদের কাছে এসেছে, তা যথেষ্ট উদ্বেগের ৷ সীমান্তের খুঁটিনাটি জানতে ছোটো ছোটো ড্রোন ব্য়বহার করছে পাক সেনা ৷ এই ধরনের ড্রোনগুলি কয়েক ঘণ্টা লাগাতার বাতাসে ভেসে থাকতে পারে৷ এবং 150 কিলোমিটারের মধ্য়ে সংশ্লিষ্ট এলাকার যাবতীয় তথ্য সংগ্রহ করে৷ এই কাজে চিন, রাশিয়া, সৌদি আরব, জার্মানি এবং ইট্যালির তৈরি ড্রোন ব্য়বহার করে তারা৷

বেঙ্গালুরু, 4 ফেব্রুয়ারি : নজরদারির পাশাপাশি সীমান্ত দিয়ে অস্ত্র, বিস্ফোরক এবং মাদক পাচারের ক্ষেত্রেও ড্রোনের প্রযুক্তি কাজে লাগাচ্ছে পাকিস্তান ৷ এমনটাই দাবি বিএসএফের ডিজি রাকেশ আস্থানার৷ ফিকি-র আয়োজিত এরো ইন্ডিয়া 2021 প্রদর্শনীতে তিনি জানান, তাঁর এই দাবির স্বপক্ষে 2019 সালের 167টি এবং 2020 সালের 77টি ভিডিয়ো ফুটেজ রয়েছে ভারতের হাতে ৷ যেখানে ড্রোনের সাহায্য়ে পাচারের কাজ চালানোর ফুটেজ মিলেছে৷

ভারত-পাক সীমান্তে বহুবার ড্রোন থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরক এবং মাদক ফেলতে দেখা গিয়েছে ৷ পঞ্জাব ও জম্মু সেক্টরে এমন ঘটনা সবথেকে বেশি ঘটে বলেও জানান ডিজি আস্থানা৷ তিনি বলেন, ‘‘শুধুমাত্র পাচারের জন্যই নয়, সীমান্তে নজরদারি চালানোর ক্ষেত্রেও ড্রোনকে কাজে লাগাচ্ছে পাকিস্তান৷’’

আরও পড়ুন: 18 বছর পর পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে 'স্বর্গে' ফিরলেন হাসিনা

আস্থানা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে যে খবর তাঁদের কাছে এসেছে, তা যথেষ্ট উদ্বেগের ৷ সীমান্তের খুঁটিনাটি জানতে ছোটো ছোটো ড্রোন ব্য়বহার করছে পাক সেনা ৷ এই ধরনের ড্রোনগুলি কয়েক ঘণ্টা লাগাতার বাতাসে ভেসে থাকতে পারে৷ এবং 150 কিলোমিটারের মধ্য়ে সংশ্লিষ্ট এলাকার যাবতীয় তথ্য সংগ্রহ করে৷ এই কাজে চিন, রাশিয়া, সৌদি আরব, জার্মানি এবং ইট্যালির তৈরি ড্রোন ব্য়বহার করে তারা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.