নয়াদিল্লি, 25 জানুয়ারি: ঘোষিত হল 2023 সালের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা (Padma Awards 2023 announced) । নর্থ ব্লকের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , চলতি বছর পদ্ম সম্মান পাচ্ছেন 106 জন । তাদের মধ্যে 6 জন পদ্ম বিভূষণ, 9 জন পদ্মভূষণ এবং 91 জন পদ্মশ্রী পাচ্ছেন । বাংলা থেকে ওই তালিকায় রয়েছেন 4 জন ।
মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন দীলিপ মহালনবীশ । একই সঙ্গে মরণোত্তর পদ্মবিভূষণ প্রাপকের তালিকায় নাম রয়েছে মুলায়ম সিং যাদবেরও । সদ্যপ্রয়াত সপা নেতাকে সম্মান জানাচ্ছে কেন্দ্র । তালিকায় রয়েছেন তবলা মায়েস্ত্রো জাকির হোসেন, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণার নামও ।
আরও পড়ুন: পদ্মশ্রী সম্মানে ভূষিত বোলপুরের ‘এক টাকার ডাক্তার’
পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাচ্ছেন প্রীতিকণা গোস্বামী (শিল্পকলা), মংলাকান্ত রায় (শিল্পকলা) ও ধনিরাম টোটো (শিক্ষা ও সাহিত্য) ।
পদ্ম সম্মান প্রাপকদের তালিকা :