চেন্নাই, 11 জুন : মমতা ব্যানার্জির (Mamata Banerjee) বিয়ে ৷ ফেক নিউজ নয়, একেবারে খাঁটি সত্যি ৷ তিনি বিয়ে করছেন সোশ্যালিজমকে (Socialism) ৷ আগামী রবিবার, 13 জুন তাঁদের চার হাত এক হবে ৷ আর সেই বিয়ের নিমন্ত্রণ পত্র এখন ভাইরাল নেট দুনিয়ায় ৷
বিয়ের আসর বসতে চলেছে তামিলনাড়ুতে (Tamilnadu) ৷ সেখানকার সালেমেই থাকেন পি মমতা ব্যানার্জি ৷ তাঁর সঙ্গেই বিয়ে হবে স্থানীয় যুবক এএম সোশ্যালিজমের ৷ পুরো বিয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতিও ৷ আর সামান্য হলেও যোগ রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
কীভাবে ? পাত্রী পি মমতা ব্যানার্জির দাদু আদ্যান্ত কংগ্রেসী (Congress) ৷ তিনি কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডতে অনুপ্রাণিত হয়েই নাতনির নাম রাখেন মমতা ব্যানার্জি ৷
আরও পড়ুন : Mukul Roy: আজই মমতার সঙ্গে সাক্ষাত্ মুকুল-শুভ্রাংশুর ? তৃণমূলে যোগ সময়ের অপেক্ষা
আর এই মমতা ব্যানার্জির যাঁর সঙ্গে বিয়ে হতে চলেছে, সেই সোশ্যালিজমের পরিবারও পুরোপুরি রাজনৈতিক ৷ তাঁর বাবা মোহন কমিউনিজমে বিশ্বাস রাখেন ৷ তাই তিনি তাঁর তিন ছেলের নাম রেখেছেন কমিউনিজম (Communism), লেনিনিজম (Leninism) ও সোশ্যালিজম ৷ আর মোহনের নাতির (কমিউনিজমের ছেলে) নাম মার্কিসিজম (Marxism) ৷
স্বাভাবিকভাবেই তাই ছোট থেকেই এই তিন ভাইয়ের নাম নিয়ে এলাকায় আলোচনার শেষ ছিল না ৷ অনেকে কটাক্ষও করত ৷ কিন্তু সেসবকে গুরুত্বই দিতেন না মোহন ৷ আজও দেন না ৷ তাঁর সাফ কথা, পালানিস্বামী, কান্ডাস্বামীর মতো নামে যখন কারও কোনও সমস্যা নয়, তাহলে তাঁর ছেলেদের নামে কেন সমস্যা হবে ?
আরও পড়ুন : গাড়ি থামালেন ট্রাফিক পুলিশ , রাস্তা পার কুকুরের
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তাঁদের এলাকায় এটাই রীতি ৷ সালেমের ওই এলাকায় 80 বছর ধরে কমিউনিজমের রমরমা ৷ প্রজন্মের পর প্রজন্ম ওই এলাকার মানুষ আস্থা রাখেন কমিউনিজনমের উপর ৷ তাই সেখানে খুঁজলে ভিয়েতনাম, মস্কো, রাশিয়া নামের লোকও খুঁজে পাওয়া যাবে ৷
আর সেই কারণেই বোধহয় খুঁজে খুঁজে ছেলের জন্য পাত্রীও বের করেছেন রাজনৈতিক নামের ৷
আরও পড়ুন : দাড়ি নয়, বাড়ুক কর্মসংস্থান; দাড়ি কাটাতে মোদিকে 100 টাকা চা-বিক্রেতার