ETV Bharat / bharat

সংকটের মধ্যে দিল্লিতে অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি - জার্মানি

অক্সিজেনের হাহাকার দেশজুড়ে ৷ একের পর এক কোভিড রোগীর মৃত্য়ুর খবর আসছে বিভিন্ন হাসপাতাল থেকে ৷ ভিডিয়ো কলে, সোশ্যাল মিডিয়ায় অক্সিজেন চেয়ে প্রকাশ্য়ে কেঁদে ফেলছেন চিকিৎসকরাও ৷ এর মধ্যেও চলছে বেআইনি ভাবে অক্সিজেন মজুত করে রাখা আর তা চড়া দামে বিক্রির চক্র ৷

দিল্লিতে অক্সিজেনের কালোবাজারি
দিল্লিতে অক্সিজেনের কালোবাজারি
author img

By

Published : Apr 24, 2021, 7:59 AM IST

Updated : Apr 24, 2021, 9:49 AM IST

নিউ দিল্লি, 24 এপ্রিল : দেশের মানুষ হন্য়ে হয়ে অক্সিজেন খুঁজছে, প্রতিদিন অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যুর ছবি রোজই শিরোনামে ৷ তার মধ্যে দক্ষিণ-পশ্চিম দিল্লির একটি বাড়ি থেকে বেআইনি ভাবে মজুত করে রাখা অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করল দিল্লি পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, গতকাল অনিল কুমার নামে এক ব্যক্তির বাড়ি থেকে 32টি বড় আর 16টি ছোট অক্সিজেন সিলিন্ডার পায় দিল্লির পুলিশ ৷ তিনি নিজেকে শিল্পে ব্যবহৃত অক্সিজেনের ব্যবসায়ী বলে দাবি করলেও প্রয়োজনীয় লাইসেন্স দেখাতে পারেননি ৷ বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অক্সিজেন ভর্তি করে তা 12,500 টাকায় বিক্রি করতেন 51 বছর বয়সি ওই ব্যবসায়ী ৷

আরও পড়ুন: মে মাসের মাঝামাঝি দেশে 33-35 লাখ পৌঁছাতে পারে সংক্রমণ

আজ, কোর্টের নির্দেশ অনুযায়ী এই সিলিন্ডারগুলি প্রয়োজনীয় জায়গায় পাঠিয়ে দেবে দিল্লি পুলিশ ৷ দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাব মেটাতে আকাশপথে, ট্রেনে, রাস্তা গ্রিন করিডরের মাধ্য়মে কোভিড রোগীকে বাঁচাবার প্রাথমিক উপাদানটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷

দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জার্মানি থেকে 23টি মোবাইল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট আকাশপথে এনে বিভিন্ন রাজ্যে পাঠানো হবে ৷

গতকাল 3,32,730 জনের শরীরে করোনা সংক্রমণে খবর পাওয়া গেছে সারা দেশ থেকে, যা প্যানডেমিক শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সারা বিশ্বে সর্বোচ্চ ৷

নিউ দিল্লি, 24 এপ্রিল : দেশের মানুষ হন্য়ে হয়ে অক্সিজেন খুঁজছে, প্রতিদিন অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যুর ছবি রোজই শিরোনামে ৷ তার মধ্যে দক্ষিণ-পশ্চিম দিল্লির একটি বাড়ি থেকে বেআইনি ভাবে মজুত করে রাখা অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করল দিল্লি পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, গতকাল অনিল কুমার নামে এক ব্যক্তির বাড়ি থেকে 32টি বড় আর 16টি ছোট অক্সিজেন সিলিন্ডার পায় দিল্লির পুলিশ ৷ তিনি নিজেকে শিল্পে ব্যবহৃত অক্সিজেনের ব্যবসায়ী বলে দাবি করলেও প্রয়োজনীয় লাইসেন্স দেখাতে পারেননি ৷ বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অক্সিজেন ভর্তি করে তা 12,500 টাকায় বিক্রি করতেন 51 বছর বয়সি ওই ব্যবসায়ী ৷

আরও পড়ুন: মে মাসের মাঝামাঝি দেশে 33-35 লাখ পৌঁছাতে পারে সংক্রমণ

আজ, কোর্টের নির্দেশ অনুযায়ী এই সিলিন্ডারগুলি প্রয়োজনীয় জায়গায় পাঠিয়ে দেবে দিল্লি পুলিশ ৷ দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাব মেটাতে আকাশপথে, ট্রেনে, রাস্তা গ্রিন করিডরের মাধ্য়মে কোভিড রোগীকে বাঁচাবার প্রাথমিক উপাদানটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷

দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জার্মানি থেকে 23টি মোবাইল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট আকাশপথে এনে বিভিন্ন রাজ্যে পাঠানো হবে ৷

গতকাল 3,32,730 জনের শরীরে করোনা সংক্রমণে খবর পাওয়া গেছে সারা দেশ থেকে, যা প্যানডেমিক শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সারা বিশ্বে সর্বোচ্চ ৷

Last Updated : Apr 24, 2021, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.