ETV Bharat / bharat

অতি হিন্দুত্ব থেকেই মুসলিম বিদ্বেষ, ভাগবতকে এক হাত ওয়াইসির - AIMM

ওয়াইসি টুইট করেন, "আরএসএস প্রধান বলেছেন, যারা অন্য সম্প্রদায়কে আক্রমণ করছে তাঁরাও হিন্দুত্বের বিরোধী ৷ অথচ মুসলিম সম্প্রদায়কে যে বা যারা আক্রমণ করছে তাদের সমর্থন করছে শাসক দলের মাতব্বররা ৷"

s
s
author img

By

Published : Jul 5, 2021, 12:57 PM IST

Updated : Jul 5, 2021, 5:18 PM IST

হায়দরাবাদ, 5 জুলাই : রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত (mohan bhagwat) বলেন, "যে বা যাঁরা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তাঁরাও হিন্দুত্বের বিরোধী ।" আরএসএস প্রধানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে এক হাত নিলেন এআইএমআইএম (AIMIM) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) ৷ ওয়াইসির অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণার মানসিকতা অতি হিন্দুত্ব থেকেই উদ্ভূত ৷

সোমবার টুইট করে ওয়াইসি অভিযোগ করেন, যে সব দুষ্কৃতী মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে তাদের প্রতি সমর্থন রয়েছে 'হিন্দুত্ববাদী সরকারের' ৷

এআইএমআইএম প্রধান আরও বলেন, "আরএসএস প্রধান বলেছেন, যারা অন্য সম্প্রদায়কে আক্রমণ করছে তাঁরাও হিন্দুত্বের বিরোধী ৷ অথচ মুসলিম সম্প্রদায়কে যে বা যারা আক্রমণ করছে তাদের সমর্থন করছে শাসক দলের মাতব্বররা ৷"

ওয়াইসির আরও অভিযোগ, "যারা হামলা চালাচ্ছে তাদের কাছে গরু ও মোষের মধ্যে কোনও পার্থক্য নেই ৷ আসল কথা হল যাঁকে আক্রমণ করা হচ্ছে তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ ৷ তাঁকে হত্যা করার জন্য সেটুকুই যথেষ্ট ৷"

  • RSS के भागवत ने कहा "लिंचिंग करने वाले हिंदुत्व विरोधी"।इन अपराधियों को गाय और भैंस में फ़र्क़ नहीं पता होगा लेकिन क़त्ल करने के लिए जुनैद, अखलाक़, पहलू, रकबर, अलीमुद्दीन के नाम ही काफी थे।ये नफ़रत हिंदुत्व की देन है, इन मुजरिमों को हिंदुत्ववादी सरकार की पुश्त पनाही हासिल है। 1/3

    — Asaduddin Owaisi (@asadowaisi) July 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মুসলিমরা ভারতে বিপদে, এমন মন্তব্যের ফাঁদে পা দেবেন না ; বললেন ভাগবত

রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে আগাগোড়া হিন্দু-মুসলিম ঐক্যের কথা বলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ তাঁর কথায়, "গরু একটি পবিত্র প্রাণী ৷ কিন্তু যাঁরা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তাঁরা হিন্দুত্বের বিরোধী ৷ এক্ষেত্রে আইন আইনের পথে চলবে ৷"

হায়দরাবাদ, 5 জুলাই : রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত (mohan bhagwat) বলেন, "যে বা যাঁরা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তাঁরাও হিন্দুত্বের বিরোধী ।" আরএসএস প্রধানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে এক হাত নিলেন এআইএমআইএম (AIMIM) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) ৷ ওয়াইসির অভিযোগ, মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণার মানসিকতা অতি হিন্দুত্ব থেকেই উদ্ভূত ৷

সোমবার টুইট করে ওয়াইসি অভিযোগ করেন, যে সব দুষ্কৃতী মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে তাদের প্রতি সমর্থন রয়েছে 'হিন্দুত্ববাদী সরকারের' ৷

এআইএমআইএম প্রধান আরও বলেন, "আরএসএস প্রধান বলেছেন, যারা অন্য সম্প্রদায়কে আক্রমণ করছে তাঁরাও হিন্দুত্বের বিরোধী ৷ অথচ মুসলিম সম্প্রদায়কে যে বা যারা আক্রমণ করছে তাদের সমর্থন করছে শাসক দলের মাতব্বররা ৷"

ওয়াইসির আরও অভিযোগ, "যারা হামলা চালাচ্ছে তাদের কাছে গরু ও মোষের মধ্যে কোনও পার্থক্য নেই ৷ আসল কথা হল যাঁকে আক্রমণ করা হচ্ছে তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ ৷ তাঁকে হত্যা করার জন্য সেটুকুই যথেষ্ট ৷"

  • RSS के भागवत ने कहा "लिंचिंग करने वाले हिंदुत्व विरोधी"।इन अपराधियों को गाय और भैंस में फ़र्क़ नहीं पता होगा लेकिन क़त्ल करने के लिए जुनैद, अखलाक़, पहलू, रकबर, अलीमुद्दीन के नाम ही काफी थे।ये नफ़रत हिंदुत्व की देन है, इन मुजरिमों को हिंदुत्ववादी सरकार की पुश्त पनाही हासिल है। 1/3

    — Asaduddin Owaisi (@asadowaisi) July 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মুসলিমরা ভারতে বিপদে, এমন মন্তব্যের ফাঁদে পা দেবেন না ; বললেন ভাগবত

রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে আগাগোড়া হিন্দু-মুসলিম ঐক্যের কথা বলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ তাঁর কথায়, "গরু একটি পবিত্র প্রাণী ৷ কিন্তু যাঁরা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে কাউকে আক্রমণ করছেন, তাঁরা হিন্দুত্বের বিরোধী ৷ এক্ষেত্রে আইন আইনের পথে চলবে ৷"

Last Updated : Jul 5, 2021, 5:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.