নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: দেশের নবনির্বাচিত প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত । তিনি ইউ ইউ ললিত নামেই বেশি পরিচিত ৷ 27 অগস্ট তিনি শপথবাক্য পাঠ করেন । 29 অগস্ট থেকে কার্যভার শুরু করেন (Chief Justice of India U U Lalit) ৷
জানা গিয়েছে, এই তিন সপ্তাহের মধ্যেই তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে 5 হাজারেরও বেশি মামলার সমাধান (dispose of over 5,000 cases in total) হয়েছে ৷ দেশের প্রধান বিচারপতি মাত্র 13টি কাজের দিন কেটেছে ৷ এরইমধ্যে 3 হাজার 500টিরও বেশি নানা বিষয়ের (miscellaneous matters) মামলার নিষ্পত্তি এবং 250টি নিয়মিত শুনানি (regular hearing) হয়েছে ৷ পাশাপাশি 1 হাজার 200টিরও বেশি মামলা অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে (transfer petitions) ৷
এ সপ্তাহের শুরুতে একটি মামলা শুনানির সময় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud) জানান, পরের সপ্তাহ থেকে নোটিস-পরবর্তী মামলার একটি তালিকা (consolidated list of after notice matters) থাকবে ৷ পুরো সপ্তাহে একটি বেঞ্চ সেই তালিকা অনুযায়ী কাজ করবে ৷
আরও পড়ুন: দেশের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত, রাষ্ট্রপতি ভবনে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান
অনেক সময় আইনজীবীরা দাবি করেন, মাসের পর মাস, এমনকী বছরের পর বছরের শেষ মুহূর্তে মামলাটির শুনানি তালিকায় উঠেছে ৷ তাই তাঁরা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি ৷ অতএব, তাঁদের আরও সময় দেওয়া হোক ৷ বিচারপতি চন্দ্রচূড়ের ঘোষণা অনুযায়ী পদক্ষেপ করলে, আইনজীবীদের এই স্থগিতাদেশের সংখ্যা কমবে বলে মনে করা হচ্ছে ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নভেম্বর মাসে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন ৷ এর আগে মামলার নিষ্পত্তিতে দেরি হওয়া নিয়ে আইনজীবীদের সমালোচনা করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় । তাঁর পর্যবেক্ষণ ছিল আইনজীবীরা অনেক সময় মামলার সওয়াল করতে বিশেষ আগ্রহ দেখান না । মামলার শুনানির জন্য অন্য একটি দিন ধার্য করতেই তাঁদের বেশি আগ্রহ থাকে । এই প্রসঙ্গে জনপ্রিয় হিন্দি ছবি 'দামিনী'-র সংলাপ 'তারিখ পে তারিখ'- এর উল্লেখও করেন বিচারপতি ।