ETV Bharat / bharat

Third Wave In Delhi : দিল্লিতে করোনার কবলে তিন শতাধিক পুলিশকর্মী - দিল্লিতে তিনশো পুলিশ করোনা আক্রান্ত

ভাইরাসের কবল থেকেই রেহাই পাচ্ছেন না প্রথম সারির করোনা যোদ্ধারা ৷ করোনা পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশের হেডকোয়ার্টারেও (Third Wave In Delhi) ৷

Delhi
দিল্লিতে তিনশো পুলিশ করোনা আক্রান্ত
author img

By

Published : Jan 10, 2022, 9:13 AM IST

Updated : Jan 10, 2022, 9:20 AM IST

নয়াদিল্লি, 10 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত রাজধানী ৷ সাধারণ মানুষের পাশাপাশি দিল্লি পুলিশের প্রচুর কর্মী করোনায় আক্রান্ত ৷ বর্তমানে দিল্লিতে 300-র বেশি পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন (Over 300 police personnel test covid positive) ৷ আক্রান্ত হয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়াল এবং পাবলিক রিলেশন অফিসার (PRO) ৷

কয়েকদিন ধরে দিল্লিতে করোনার হার বেড়েছে হু হু করে ৷ গতবছরের মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় সর্বোচ্চ 25 হাজার 219 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 23 হাজার ছুঁইছুঁই ৷ ফলে ভাইরাসের কবল থেকেই রেহাই পাচ্ছেন না প্রথম সারির করোনা যোদ্ধারা ৷ সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, করোনা পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে ৷ রাজধানী জুড়ে বিভিন্ন পুলিশ স্টেশনের কর্মীরা আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : Arvind Kejriwal on Delhi Lockdown: দিল্লিতে লকডাউন জারি হবে না, তবে শর্ত একটাই...

দিল্লিতে বর্তমানে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 22 হাজার 751 ৷ সংক্রমণের হার 23.53 শতাংশ ৷ ইতিমধ্যেই সংক্রমণ ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছে দিল্লি সরকার ৷ গতকালই রাজধানীবাসীদের মাস্ক পরা, কোভিড প্রোটোকল মেনে চলার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি জানিয়েছেন, সাধারণ মানুষ সতর্ক হলে দিল্লিতে লকডাউন হবে না ৷ কেজরিওয়াল নিজেও কিছুদিন আগে করোনা আক্রান্ত হন ৷

নয়াদিল্লি, 10 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত রাজধানী ৷ সাধারণ মানুষের পাশাপাশি দিল্লি পুলিশের প্রচুর কর্মী করোনায় আক্রান্ত ৷ বর্তমানে দিল্লিতে 300-র বেশি পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন (Over 300 police personnel test covid positive) ৷ আক্রান্ত হয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়াল এবং পাবলিক রিলেশন অফিসার (PRO) ৷

কয়েকদিন ধরে দিল্লিতে করোনার হার বেড়েছে হু হু করে ৷ গতবছরের মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় সর্বোচ্চ 25 হাজার 219 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 23 হাজার ছুঁইছুঁই ৷ ফলে ভাইরাসের কবল থেকেই রেহাই পাচ্ছেন না প্রথম সারির করোনা যোদ্ধারা ৷ সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, করোনা পৌঁছে গিয়েছে দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে ৷ রাজধানী জুড়ে বিভিন্ন পুলিশ স্টেশনের কর্মীরা আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : Arvind Kejriwal on Delhi Lockdown: দিল্লিতে লকডাউন জারি হবে না, তবে শর্ত একটাই...

দিল্লিতে বর্তমানে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 22 হাজার 751 ৷ সংক্রমণের হার 23.53 শতাংশ ৷ ইতিমধ্যেই সংক্রমণ ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছে দিল্লি সরকার ৷ গতকালই রাজধানীবাসীদের মাস্ক পরা, কোভিড প্রোটোকল মেনে চলার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি জানিয়েছেন, সাধারণ মানুষ সতর্ক হলে দিল্লিতে লকডাউন হবে না ৷ কেজরিওয়াল নিজেও কিছুদিন আগে করোনা আক্রান্ত হন ৷

Last Updated : Jan 10, 2022, 9:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.