ETV Bharat / bharat

দ্বিতীয় দিনে ভ্যাকসিন নিলেন 17 হাজারের বেশি মানুষ : স্বাস্থ্যমন্ত্রক - স্বাস্থ্যমন্ত্রক

রবিবার অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, কেরালা ও মণিপুর এই ছয়টি রাজ্যে টিকাকরণ কর্মসূচি চলে ।

Vaccine
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 18, 2021, 9:00 AM IST

Updated : Jan 18, 2021, 10:11 AM IST

দিল্লি, 18 জানুয়ারি : কোরোনা টিকাকরণের দ্বিতীয় দিনে টিকা নিলেন 17 হাজারের বেশি মানুষ । ছয়টি রাজ্যের 553 টি কেন্দ্র থেকে টিকা দেওয়া হয় । গতকাল এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । সেইসঙ্গে টিকাকরণে বিরূপ প্রতিক্রিয়া খুব সামান্য বলেই দাবি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে ।

গতকাল অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, কেরালা ও মণিপুর এই ছয়টি রাজ্যে টিকাকরণ কর্মসূচি চলে । স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব মনোহর অগনানি জানিয়েছেন, " রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যাতে চিকিৎসা ব্যবস্থায় অসুবিধা না হয় তার জন্য সপ্তাহে চার দিন কোরোনা টিকাকরণের পরিকল্পনা নেওয়া হয়েছিল । রবিবার কেবল ছয়টি রাজ্যে টিকা দেওয়া হয়েছে । "

শনিবার দেশজুড়ে কোরোনা টিকাকরণের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওইদিন দেশের মোট 3 হাজার 6টি কেন্দ্র থেকে প্রায় 2 লাখ মানুষকে টিকা দেওয়া হয় । যদিও ভারত বায়োটেকের কো-ভ্যাকসিন ব্যবহারে সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল । তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাকি থাকা সত্ত্বেও জরুরি ভিত্তিতে এটা ব্যবহার করা হচ্ছে । তা নিয়ে প্রশ্ন উঠেছে । গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোরোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্য মানুষকে অনুরোধ করেছেন ।

আরও পড়ুন, সার্জিকাল স্ট্রাইকের পর দেশবাসীর মনে বিশ্বাস জন্মেছে মোদি-সরকারের আমলে সুরক্ষিত সীমান্ত : শাহ

রবিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, টিকা প্রদানে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে , তার প্রকৃতি অনেকটাই স্বাভাবিক । যেমন- ইঞ্জেকশনের জায়গা ফুলে যাওয়া, বমি বমি ভাব কিংবা সামান্য অ্যালার্জি দেখা দিয়েছে । মোট 447 জনের মধ্যে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে । তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । দুইজনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । তৃতীয় জনকে ঋষিকেষের এইমস-এ পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য মোট দু'টি ভ্যাকসিন প্রয়োগে ছাড় দেওয়া হয়েছে । একটা হল অ্যাস্ট্রাজ়েনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড ও অন্যটি ভারত বায়োটেকের কো-ভ্যাকসিন ।

দিল্লি, 18 জানুয়ারি : কোরোনা টিকাকরণের দ্বিতীয় দিনে টিকা নিলেন 17 হাজারের বেশি মানুষ । ছয়টি রাজ্যের 553 টি কেন্দ্র থেকে টিকা দেওয়া হয় । গতকাল এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । সেইসঙ্গে টিকাকরণে বিরূপ প্রতিক্রিয়া খুব সামান্য বলেই দাবি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে ।

গতকাল অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, কেরালা ও মণিপুর এই ছয়টি রাজ্যে টিকাকরণ কর্মসূচি চলে । স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব মনোহর অগনানি জানিয়েছেন, " রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যাতে চিকিৎসা ব্যবস্থায় অসুবিধা না হয় তার জন্য সপ্তাহে চার দিন কোরোনা টিকাকরণের পরিকল্পনা নেওয়া হয়েছিল । রবিবার কেবল ছয়টি রাজ্যে টিকা দেওয়া হয়েছে । "

শনিবার দেশজুড়ে কোরোনা টিকাকরণের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওইদিন দেশের মোট 3 হাজার 6টি কেন্দ্র থেকে প্রায় 2 লাখ মানুষকে টিকা দেওয়া হয় । যদিও ভারত বায়োটেকের কো-ভ্যাকসিন ব্যবহারে সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল । তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাকি থাকা সত্ত্বেও জরুরি ভিত্তিতে এটা ব্যবহার করা হচ্ছে । তা নিয়ে প্রশ্ন উঠেছে । গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোরোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্য মানুষকে অনুরোধ করেছেন ।

আরও পড়ুন, সার্জিকাল স্ট্রাইকের পর দেশবাসীর মনে বিশ্বাস জন্মেছে মোদি-সরকারের আমলে সুরক্ষিত সীমান্ত : শাহ

রবিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, টিকা প্রদানে যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে , তার প্রকৃতি অনেকটাই স্বাভাবিক । যেমন- ইঞ্জেকশনের জায়গা ফুলে যাওয়া, বমি বমি ভাব কিংবা সামান্য অ্যালার্জি দেখা দিয়েছে । মোট 447 জনের মধ্যে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে । তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । দুইজনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । তৃতীয় জনকে ঋষিকেষের এইমস-এ পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য মোট দু'টি ভ্যাকসিন প্রয়োগে ছাড় দেওয়া হয়েছে । একটা হল অ্যাস্ট্রাজ়েনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড ও অন্যটি ভারত বায়োটেকের কো-ভ্যাকসিন ।

Last Updated : Jan 18, 2021, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.