নয়াদিল্লি, 24 জুলাই: "রাজনৈতিক দলগুলি তাদের নিজের নিজের নিয়ম অনুযায়ী চলতেই পারে ৷ তবে দেশবাসীর কল্যাণ এবং বিকাশের জন্য কোন কোন কাজগুলি আবশ্যক তা ঠিক করতে হবে ৷ আর সে জন্য রাজনীতির ঊর্ধ্বে উঠে 'রাষ্ট্র সর্বোপরি', এই ভাবনা বিচার করা প্রয়োজন । বার্তা বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ৷ বিদায়কালে নব-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছাও জানান তিনি ৷ তিনি বলেন, "সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর নির্বাচন মহিলাদের আরও শক্তিশালী করবে ৷ পাশাপাশি সমাজে হিংসায় জড়িত মানুষের মধ্যে মহৎ চিন্তাভাবনা সঞ্চারিত হবে ৷"
শনিবার সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানেই বক্তৃতা দেওয়ার সময় বিদায়ী সব রাজনৈতিক দলগুলিকে দলগত স্বার্থ সরিয়ে এক হওয়ার কথা জানান ৷ তিনি সংসদকে 'গণতন্ত্রের মন্দির' হিসেবে উল্লেখ করেন ৷ যেখানে জনগণের নির্বাচিত সাংসদেরা মানুষের ইচ্ছে-অনিচ্ছের কথা তুলে ধরেন (Outgoing President Ram Nath Kovind Saturday asked parties to shun partisan politics for welfare) ৷
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতের সংসদীয় পদ্ধতিকে একটি বড় পরিবারের সঙ্গে তুলনা করেন ৷ শান্তি, সম্প্রীতি এবং আলোচনার মাধ্যমে পরিবারের মধ্যে বিবাদের সমাধানের তাৎপর্য তুলে ধরেন ৷ রাজনৈতিক দলগুলির প্রতি তাঁর বার্তা, "যে কোনও পরিবারের মতৌ সংসদেও বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলির মধ্যে মতপার্থক্য তৈরি হয় ৷ কিন্তু আমরা সবাই এই সংসদের সদস্য ৷ আমাদের বৃহত্তর পরিবার অর্থাৎ দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে ৷ সবার উপর এটাই প্রয়োজন ৷"
-
मैं राष्ट्रपति पद के लिए नव-निर्वाचित, श्रीमती द्रौपदी मुर्मु को हार्दिक बधाई और शुभकामनाएं देता हूं। सर्वोच्च संवैधानिक पद पर उनका चुनाव महिला सशक्तीकरण को बढ़ाने के साथ-साथ समाज के संघर्षशील लोगों में महत्वाकांक्षा का संचार करने वाला है।
— President of India (@rashtrapatibhvn) July 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">मैं राष्ट्रपति पद के लिए नव-निर्वाचित, श्रीमती द्रौपदी मुर्मु को हार्दिक बधाई और शुभकामनाएं देता हूं। सर्वोच्च संवैधानिक पद पर उनका चुनाव महिला सशक्तीकरण को बढ़ाने के साथ-साथ समाज के संघर्षशील लोगों में महत्वाकांक्षा का संचार करने वाला है।
— President of India (@rashtrapatibhvn) July 23, 2022मैं राष्ट्रपति पद के लिए नव-निर्वाचित, श्रीमती द्रौपदी मुर्मु को हार्दिक बधाई और शुभकामनाएं देता हूं। सर्वोच्च संवैधानिक पद पर उनका चुनाव महिला सशक्तीकरण को बढ़ाने के साथ-साथ समाज के संघर्षशील लोगों में महत्वाकांक्षा का संचार करने वाला है।
— President of India (@rashtrapatibhvn) July 23, 2022
আরও পড়ুন: রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পদ্মশ্রী কমলি সোরেনের, অর্থাভাবে যাওয়া অনিশ্চিত
দেশে কাঁচা মাটির বাড়ির সংখ্যা আগের তুলনায় কমেছে ৷ এ প্রসঙ্গে নিজের ছোটবেলার কথা মনে করে তিনি বলেন, "আমি মাটির তৈরি কাঁচাবাড়িতে বড় হয়েছি ৷ এখন তেমন বাচ্চাদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে ৷ যাদের কাঁচা মাটির বাড়িতে থাকতে হয় এবং ছাদ দিয়ে জল পড়ে ৷ এখন আমাদের বহু সংখ্যক গরিব ভাই-বোনেদের কাছেও পাকা বাড়ি আছে ৷" এমনকী দেশে জলের অভাবও অনেকটা কমেছে বলেই জানান রাষ্ট্রপতি ৷ তাঁর মতে বর্তমানে গ্রামের মেয়ে-বোনেদের খাবার জল আনতে আর হাঁটতে হয় না ৷
স্বচ্ছ ভারত গড়ে তুলতে ঘরে ঘরে শৌচালয় বানানো হয়েছে ৷ সূর্য অস্ত গেলে বাড়িতে লণ্ঠন বা প্রদীপ জ্বালানোর রীতিও পুরনো হয়ে গিয়েছে ৷ মোটামুটি সব বাড়িতেই এখন বিদ্যুতের আলো পৌঁছে গিয়েছে, জানান রাষ্ট্রপতি কোবিন্দ ৷
আরও পড়ুন: তীব্র শোকযন্ত্রণা পেরিয়ে দেশের কনিষ্ঠতম প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু