ETV Bharat / bharat

রামমন্দির উদ্বোধনের আবহে ‘লতা দিদি’কে মনে পড়ছে প্রধানমন্ত্রীর - রামমন্দির উদ্বোধন

Ayodhya Ram Mandir: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার তাঁর এক্স হ্যান্ডেলে একটি হৃদয়গ্রাহী বার্তা শেয়ার করেছেন ৷ সেই বার্তায় তিনি আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে স্মরণ করেছেন ।

PM Modi-Lata Mangeshkar
PM Modi-Lata Mangeshkar
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 2:52 PM IST

Updated : Jan 17, 2024, 7:56 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধনের আবহে প্রায় প্রতিদিনই কোনও না কোনও শিল্পীর গাওয়া রাম ভজন সোশাল মিডিয়ায় শেয়ার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার সকালে তিনি প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া একটি রাম ভজন শেয়ার করেন ৷

এ দিন সকাল 7টা 41 মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে ওই রাম ভজনের লিঙ্ক শেয়ার করেন ৷ পাশাপাশি ওই পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "যেহেতু দেশ 22 জানুয়ারির জন্য অত্যন্ত উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে ৷ এই সময় যাঁদের কথা মনে পড়বে, তাঁদের মধ্যে একজন আমাদের প্রিয় লতা দিদি ৷"

ওই পোস্টে প্রধানমন্ত্রী হ্যাশট্যাগ হিসেবে জুড়েছেন ‘শ্রী রাম ভজন’ ৷ একই সঙ্গে তিনি লিখেছেন যে এই রাম ভজনটিই এই কিংবদন্তি গায়িকার শেষ রেকর্ডিং ৷ প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, এই তথ্য পেয়েছেন লতা মঙ্গেশকরের পরিবারের তরফ থেকে ৷

উল্লেখ্য, লতা মঙ্গেশকর 2022 সালের 6 ফেব্রুয়ারি 92 বছর বয়সে প্রয়াত হন । মুম্বইতে এই শিল্পীর শেষকৃত্যে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সময়ও লতা মঙ্গেশকরকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এদিকে, অযোধ্যার বিশাল মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে । 22 জানুয়ারি নির্ধারিত সময়ে এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী মোদি উপস্থিত থাকবেন ৷ এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন ৷ আমন্ত্রিতদের তালিকায় সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, এমএস ধোনি থেকে রয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রীও ৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে অযোধ্যায় 14 জানুয়ারি থেকে অমৃত মহোৎসব উদযাপনও শুরু হয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. ভগবানের আপন দেশে ভক্তের বেশে মোদি, কৃষ্ণ মন্দিরে পুজো প্রধানমন্ত্রীর
  2. বাংলা-সহ 13টি ভাষায় লেখা 'জয় শ্রী রাম', সীতা মায়ের জন্য বিশেষ শাড়ি বুনল অন্ধ্রের দুই পরিবার
  3. পাহাড়ি ভাষায় রাম ভজন গেয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল কাশ্মীরী কন্যা বাতুল জাহরা

নয়াদিল্লি, 17 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধনের আবহে প্রায় প্রতিদিনই কোনও না কোনও শিল্পীর গাওয়া রাম ভজন সোশাল মিডিয়ায় শেয়ার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার সকালে তিনি প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া একটি রাম ভজন শেয়ার করেন ৷

এ দিন সকাল 7টা 41 মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে ওই রাম ভজনের লিঙ্ক শেয়ার করেন ৷ পাশাপাশি ওই পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "যেহেতু দেশ 22 জানুয়ারির জন্য অত্যন্ত উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে ৷ এই সময় যাঁদের কথা মনে পড়বে, তাঁদের মধ্যে একজন আমাদের প্রিয় লতা দিদি ৷"

ওই পোস্টে প্রধানমন্ত্রী হ্যাশট্যাগ হিসেবে জুড়েছেন ‘শ্রী রাম ভজন’ ৷ একই সঙ্গে তিনি লিখেছেন যে এই রাম ভজনটিই এই কিংবদন্তি গায়িকার শেষ রেকর্ডিং ৷ প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, এই তথ্য পেয়েছেন লতা মঙ্গেশকরের পরিবারের তরফ থেকে ৷

উল্লেখ্য, লতা মঙ্গেশকর 2022 সালের 6 ফেব্রুয়ারি 92 বছর বয়সে প্রয়াত হন । মুম্বইতে এই শিল্পীর শেষকৃত্যে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সময়ও লতা মঙ্গেশকরকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এদিকে, অযোধ্যার বিশাল মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে । 22 জানুয়ারি নির্ধারিত সময়ে এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী মোদি উপস্থিত থাকবেন ৷ এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন ৷ আমন্ত্রিতদের তালিকায় সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, এমএস ধোনি থেকে রয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রীও ৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে অযোধ্যায় 14 জানুয়ারি থেকে অমৃত মহোৎসব উদযাপনও শুরু হয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. ভগবানের আপন দেশে ভক্তের বেশে মোদি, কৃষ্ণ মন্দিরে পুজো প্রধানমন্ত্রীর
  2. বাংলা-সহ 13টি ভাষায় লেখা 'জয় শ্রী রাম', সীতা মায়ের জন্য বিশেষ শাড়ি বুনল অন্ধ্রের দুই পরিবার
  3. পাহাড়ি ভাষায় রাম ভজন গেয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল কাশ্মীরী কন্যা বাতুল জাহরা
Last Updated : Jan 17, 2024, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.