নয়াদিল্লি, 17 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধনের আবহে প্রায় প্রতিদিনই কোনও না কোনও শিল্পীর গাওয়া রাম ভজন সোশাল মিডিয়ায় শেয়ার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার সকালে তিনি প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া একটি রাম ভজন শেয়ার করেন ৷
এ দিন সকাল 7টা 41 মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে ওই রাম ভজনের লিঙ্ক শেয়ার করেন ৷ পাশাপাশি ওই পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "যেহেতু দেশ 22 জানুয়ারির জন্য অত্যন্ত উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে ৷ এই সময় যাঁদের কথা মনে পড়বে, তাঁদের মধ্যে একজন আমাদের প্রিয় লতা দিদি ৷"
ওই পোস্টে প্রধানমন্ত্রী হ্যাশট্যাগ হিসেবে জুড়েছেন ‘শ্রী রাম ভজন’ ৷ একই সঙ্গে তিনি লিখেছেন যে এই রাম ভজনটিই এই কিংবদন্তি গায়িকার শেষ রেকর্ডিং ৷ প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, এই তথ্য পেয়েছেন লতা মঙ্গেশকরের পরিবারের তরফ থেকে ৷
উল্লেখ্য, লতা মঙ্গেশকর 2022 সালের 6 ফেব্রুয়ারি 92 বছর বয়সে প্রয়াত হন । মুম্বইতে এই শিল্পীর শেষকৃত্যে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সময়ও লতা মঙ্গেশকরকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এদিকে, অযোধ্যার বিশাল মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে । 22 জানুয়ারি নির্ধারিত সময়ে এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী মোদি উপস্থিত থাকবেন ৷ এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন ৷ আমন্ত্রিতদের তালিকায় সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, এমএস ধোনি থেকে রয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রীও ৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে অযোধ্যায় 14 জানুয়ারি থেকে অমৃত মহোৎসব উদযাপনও শুরু হয়েছে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: