ETV Bharat / bharat

হায়দরাবাদে মেগা ভ্যাকসিন ডে’র আয়োজন, একদিনে 40 হাজার টিকাকরণের টার্গেট

হায়দরাবাদে মেগা ভ্যাকসিন ডে আয়োজন করল এক বেসরকারি হাসপাতাল ও সাইবারাবাদ পুলিশ ৷ যেখানে 3টি হলের 300 কাউন্টারে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ লক্ষ্য ছিল একদিনে অন্তত 40 হাজার জনের ভ্যাকসিনেশন ৷

organizing-mega-vaccine-day-in-hyderabad-the-aimed-is-40000-vaccinations-in-one-day
হায়দরাবাদে মেগা ভ্যাকসিন ডে’র আয়োজন, উদ্দেশ্য একদিনে 40 হাজার ভ্যাকসিনেশন
author img

By

Published : Jun 6, 2021, 8:03 PM IST

হায়দরাবাদ, 6 জুন : তেলাঙ্গানায় মেগা ভ্যাকসিন ডে আয়োজন করা হল ৷ যেখানে তিনটি হ্যাংগার বা হলে মোট তিনশোটি ভ্যাকসিনেশন কাউন্টার খোলা হয়েছিল ৷ হায়দরাবাদের মধুপরে হাইটেক্স এক্সিবিশন গ্রাউন্ডে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল ৷ এই মেগা ভ্যাকসিনেশন ডে’র উদ্দেশ্য ছিল একদিনে অন্তত 40 হাজার জনকে ভ্যাকসিন দেওয়া ৷

3টি হ্যাংগারের তিনশোটি কাউন্টারেই ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ হায়দরাবাদের এক বেসরকারি হাসরপাতালের চিকিৎসক তথা চেয়ারম্যান অনীল কৃষ্ণা জানিয়েছেন, সেখানে অনেক মানুষ ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছেন ৷ এমনকি তাঁদের অনেকেই জানেন না কোথায় গেলে, কীভাবে ভ্যাকসিন পাওয়া যাবে ? সেই সব সাধারণ মানুষের জন্য এই মেগা ভ্যাকসিনেশনের আয়োজন করেছেন তিনি ৷ সাইবারাবাদ পুলিশের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : পার্ক সার্কাসের মলে শুরু ড্রাইভ ইন ভ্যাকসিনেশন

তেলাঙ্গানায় এখনও পর্যন্ত 15 লক্ষ মানুষ করোনার ভ্য়াকসিনের দু’টো ডোজ নিয়েছেন ৷ আর 50 লক্ষের বেশি মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৷

আরও পড়ুন : যোগাযোগের অভাবে কোরোনা প্রতিষেধক পাচ্ছেন না অনেকেই : অতীন ঘোষ

হায়দরাবাদ, 6 জুন : তেলাঙ্গানায় মেগা ভ্যাকসিন ডে আয়োজন করা হল ৷ যেখানে তিনটি হ্যাংগার বা হলে মোট তিনশোটি ভ্যাকসিনেশন কাউন্টার খোলা হয়েছিল ৷ হায়দরাবাদের মধুপরে হাইটেক্স এক্সিবিশন গ্রাউন্ডে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল ৷ এই মেগা ভ্যাকসিনেশন ডে’র উদ্দেশ্য ছিল একদিনে অন্তত 40 হাজার জনকে ভ্যাকসিন দেওয়া ৷

3টি হ্যাংগারের তিনশোটি কাউন্টারেই ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ হায়দরাবাদের এক বেসরকারি হাসরপাতালের চিকিৎসক তথা চেয়ারম্যান অনীল কৃষ্ণা জানিয়েছেন, সেখানে অনেক মানুষ ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছেন ৷ এমনকি তাঁদের অনেকেই জানেন না কোথায় গেলে, কীভাবে ভ্যাকসিন পাওয়া যাবে ? সেই সব সাধারণ মানুষের জন্য এই মেগা ভ্যাকসিনেশনের আয়োজন করেছেন তিনি ৷ সাইবারাবাদ পুলিশের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : পার্ক সার্কাসের মলে শুরু ড্রাইভ ইন ভ্যাকসিনেশন

তেলাঙ্গানায় এখনও পর্যন্ত 15 লক্ষ মানুষ করোনার ভ্য়াকসিনের দু’টো ডোজ নিয়েছেন ৷ আর 50 লক্ষের বেশি মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৷

আরও পড়ুন : যোগাযোগের অভাবে কোরোনা প্রতিষেধক পাচ্ছেন না অনেকেই : অতীন ঘোষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.