ETV Bharat / bharat

Border Dispute : আত্মরক্ষার্থে মিজো পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কোলাসিব’র জেলাশাসক - আইআরবি

26 জুলাই অসম-মিজোরাম সীমানায় মিজো পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন কোলাসিব এর জেলাশাসক এইচ লালথলাংলিয়ানা ৷ তিনি নিজে সাক্ষাৎকারে একথা স্বীকার করেছেন ৷ পাশাপাশি, এই সমস্যা যতদিন না মিটছে, ততদিন একটি বাউন্ডারি কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি ৷

ordered-police-to-use-fireams-in-self-defence-kolasib-dm-on-ne-clashes
Border Dispute : আত্মরক্ষার্থে মিজো পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কোলাসিব’র জেলাশাসক
author img

By

Published : Aug 4, 2021, 3:48 PM IST

কোলাসিব (মিজোরাম), 4 অগস্ট : আত্মরক্ষার স্বার্থে মিজোরাম (Mizoram) পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন কোলাসিব (Kolasib) জেলার জেলাশাসক এইচ লালথলাংলিয়ানা (H Lalthlangliana) ৷ অসম-মিজোরাম সামীনার কাছার (Kachar) ও কোলাসিব জেলায় তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কোলাসিব এর জেলাশাসকের এমন স্বীকারক্তি অবাক করেছে সবাই ৷ ইটিভি ভারত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন ৷ সেই সঙ্গে দুই রাজ্যের সীমানা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য় বাউন্ডারি কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি ৷

ওই সাক্ষাৎকারে কোলাসিব এর জেলাশাসক নিজেদের স্বপক্ষে বলেন, ‘‘অসম (Assam) এর পুলিশ এবং নাগরিকরা আমাদের এলাকায় ঢুকেছিল ৷ আমাদের রাজ্যে থাকা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান (Indian Reserve Battalion) পোস্ট দখলের চেষ্টা করছিল ৷ তারা আইআরবি (IRB) দখল করে এবং গুলি চালাতে শুরু করে ৷’’ তিনি জানিয়েছেন, 26 জুলাই কোলাসিব এর উত্তপ্ত এলাকায় পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ পাশাপাশি আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এইচ লালথলাংলিয়ানা ৷ আর স্বপক্ষে তিনি বলেন, ‘‘একজন জেলাশাসক হিসেবে, আমার নাগরিকদের নিরাপত্তা দেওয়া কর্তব্য ৷ ব্যক্তিগত রক্ষার জন্য আমি তাঁদের বাহিনীকে ব্যবহারের নির্দেশ দিয়েছিলাম ৷’’

আরও পড়ুন : Assam-Mizoram Border Dispute : কাছাড় জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে 2 মহিলা আইপিএস

তবে, দিল্লিতে দুই রাজ্যের মধ্যে সীমানা নিয়ে হওয়া চুক্তিস্বাক্ষরের পরেও এই সংঘর্ষ কেন হল ? এ নিয়ে কোলাসিব এর জেলাশাসক জানান, নিরপেক্ষবাহিনী আগে থেকেই সেখানে মোতায়েন করা রয়েছে ৷ তাঁর কথায়, ‘‘একটি সিআরপিএফ ক্যাম্প আগে থেকেই সেখানে রয়েছে ৷ তবে, তা সত্ত্বেও অসম পুলিশ আমাদের জমিতে জবরদখল করে আইআরবি পোস্ট দখলের চেষ্টা করেছিল ৷’’ আর তাই যতদিন না দীর্ঘ মেয়াদি এই সীমানা সংক্রান্ত সমস্যার সমাধান হচ্ছে, ততদিনের জন্য একটি বাউন্ডারি কমিশন তৈরির প্রস্তাবও দিয়েছেন কোলাসিব এর জেলাশাসক ৷

কোলাসিব (মিজোরাম), 4 অগস্ট : আত্মরক্ষার স্বার্থে মিজোরাম (Mizoram) পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন কোলাসিব (Kolasib) জেলার জেলাশাসক এইচ লালথলাংলিয়ানা (H Lalthlangliana) ৷ অসম-মিজোরাম সামীনার কাছার (Kachar) ও কোলাসিব জেলায় তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কোলাসিব এর জেলাশাসকের এমন স্বীকারক্তি অবাক করেছে সবাই ৷ ইটিভি ভারত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন ৷ সেই সঙ্গে দুই রাজ্যের সীমানা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য় বাউন্ডারি কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি ৷

ওই সাক্ষাৎকারে কোলাসিব এর জেলাশাসক নিজেদের স্বপক্ষে বলেন, ‘‘অসম (Assam) এর পুলিশ এবং নাগরিকরা আমাদের এলাকায় ঢুকেছিল ৷ আমাদের রাজ্যে থাকা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান (Indian Reserve Battalion) পোস্ট দখলের চেষ্টা করছিল ৷ তারা আইআরবি (IRB) দখল করে এবং গুলি চালাতে শুরু করে ৷’’ তিনি জানিয়েছেন, 26 জুলাই কোলাসিব এর উত্তপ্ত এলাকায় পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ পাশাপাশি আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এইচ লালথলাংলিয়ানা ৷ আর স্বপক্ষে তিনি বলেন, ‘‘একজন জেলাশাসক হিসেবে, আমার নাগরিকদের নিরাপত্তা দেওয়া কর্তব্য ৷ ব্যক্তিগত রক্ষার জন্য আমি তাঁদের বাহিনীকে ব্যবহারের নির্দেশ দিয়েছিলাম ৷’’

আরও পড়ুন : Assam-Mizoram Border Dispute : কাছাড় জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে 2 মহিলা আইপিএস

তবে, দিল্লিতে দুই রাজ্যের মধ্যে সীমানা নিয়ে হওয়া চুক্তিস্বাক্ষরের পরেও এই সংঘর্ষ কেন হল ? এ নিয়ে কোলাসিব এর জেলাশাসক জানান, নিরপেক্ষবাহিনী আগে থেকেই সেখানে মোতায়েন করা রয়েছে ৷ তাঁর কথায়, ‘‘একটি সিআরপিএফ ক্যাম্প আগে থেকেই সেখানে রয়েছে ৷ তবে, তা সত্ত্বেও অসম পুলিশ আমাদের জমিতে জবরদখল করে আইআরবি পোস্ট দখলের চেষ্টা করেছিল ৷’’ আর তাই যতদিন না দীর্ঘ মেয়াদি এই সীমানা সংক্রান্ত সমস্যার সমাধান হচ্ছে, ততদিনের জন্য একটি বাউন্ডারি কমিশন তৈরির প্রস্তাবও দিয়েছেন কোলাসিব এর জেলাশাসক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.