আগরতলা, 21 ডিসেম্বর: ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু (Maitri Bridge in Tripura) উদ্বোধন হয়ে যাওয়ার পরও চালু করতে না পারায় ত্রিপুরার (Tripura News) ক্ষমতাসীন বিজেপি সরকারকে কটাক্ষ করল বিরোধীরা (Indo-Bangladesh Maitri Bridge)৷ তাদের অভিযোগ, সরকার এই প্রকল্পের বাস্তবায়নে বিলম্ব করছে (Oppositions slams BJP government)৷
2021 সালের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর উদ্বোধন করেছিলেন । ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বিরাজিত সিনহা ইটিভি ভারতকে সেই নিয়ে বলেন, এটি ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের সম্পূর্ণ ব্যর্থতা ৷ তাঁর কথায়, "এটি ত্রিপুরা এবং কেন্দ্র উভয় বিজেপি সরকারের সম্পূর্ণ ব্যর্থতা ৷ আমরা অন্যান্য নেতাদের সঙ্গে মৈত্রী সেতু পরিদর্শন করেছি । সেতু নির্মাণের কাজ শেষ হলেও সরকার তা ব্যবহার করছে না । এটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতা ৷" তিনি আরও দাবি করেন যে, সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার বিষয়ে সরকারের কোনও আগ্রহ নেই ।
অন্যদিকে, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন যে, মৈত্রী সেতু প্রকল্প তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে শুরু হলেও শেষ হয়েছে বিজেপি সরকারের আমলে । সরকার প্রকল্প বাস্তবায়নে বিলম্ব করছে । এটির একটি ইমিগ্রেশন অফিস দরকার, যা তারা যে কোনও জায়গায় স্থাপন করতে পারে, অফিসার পোস্টিং করতে পারে, তবে এখনও কিছুই করা হয়নি ৷" তবে তিনি দাবি করেছেন যে, কেন্দ্রীয় সরকার সেতুটি চালু করতে আগ্রহ দেখাচ্ছে না ।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হয়ে উঠছে ত্রিপুরা, দাবি মোদির
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরার রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবও ফেনী নদীর উপর নির্মিত ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুটি অবিলম্বে চালু করার দাবি তুলেছেন । তিনি আশা প্রকাশ করেছেন যে, এই মৈত্রী সেতু খোলা হলে ত্রিপুরা-সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো উপকৃত হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে । তিনি আরও বলেন, 2021 সালের 9 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও বাংলাদেশের সংযোগকারী ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন । কিন্তু বাংলাদেশের ল্যান্ড কাস্টম স্টেশন এখনও চালু হয়নি । যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে না ।
জানানো হয়েছে যে, রাজ্য সরকার এই বিষয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু মৈত্রী সেতু এখনও খোলা হয়নি । বিপ্লব বলেন, "ভারতীয় দিক থেকে ইতিমধ্যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে । কিন্তু বাংলাদেশের পাশে ল্যান্ড কাস্টম স্টেশনের কাজ এখনও অসম্পূর্ণ থাকায় মৈত্রী সেতু চালু করা যাচ্ছে না ৷"