ETV Bharat / bharat

Mahua Moitra on Adani in LS: বিরোধীদের বোকা বানানো হয়েছে, আদানি ইস্যুতে কেন্দ্রকে নিশানা মহুয়ার - আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে নিশানা

লোকসভায় আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে কেন্দ্রকে নিশানা মহুয়া মৈত্রের (Mahua Moitra on Adani in LS) ৷ তাঁর অভিযোগ, আগাগোড়া বিরোধীদের বোকা বানিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার ৷ নাম না-করেই আদানি গোষ্ঠীকে একতরফা সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও তোলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ৷

Mahua Moitra on Adani in LS ETV BHARAT
Mahua Moitra on Adani in LS
author img

By

Published : Feb 8, 2023, 10:36 AM IST

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: নাম না-করে লোকসভায় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ৷ আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে মঙ্গলবার কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন তিনি (Oppositions Have been Fooled Mahua Moitra on Adani) ৷ তাঁর কটাক্ষ, এক বিত্তবান ব্যবসায়ী দেশকে শুধু গোল গোল ঘুরিয়েছেন ৷ আর এ প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে বলেন, "সেই সঙ্গে বিরোধীদের বোকা বানানো হয়েছে ৷" রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এখানে ব্যবসায়ী বলতে আদানির কথাই বলেছেন মহুয়া ।

মূলত, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি ও দুর্নীতি-সহ যে সব অভিযোগ হিন্ডেনবার্গের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা নিয়ে লোকসভা 'রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে' সরব হন মহুয়া মৈত্র ৷ তিনি বলেন, "আমি একজন প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে শুরু করতে চাই ৷ আমি চাই দেশের সংস্থাগুলির উন্নতি হোক ৷ কিন্তু আমি চাই সৎ, পরিশ্রমি ভারতীয় কোম্পানিগুলি সফল হোক ৷ আমার এক সহকর্মী সাংসদ আমাকে সবসময় বলেন যাতে আমি রেগে না-যাই ৷ আমি রাগছি না ৷ কিন্তু, আমি এটা বলতে চাই যে আমাদের বোকা বানানো হয়েছে ৷"

নাম না-করেই কৃষ্ণনগরের সাংসদ কেন্দ্রকে নিশানা করেন ৷ তাঁর কথায়, কারও একজনের ধনসম্পত্তি ভারতের গর্ব হতে পারে না ৷ ভারতের গর্ব তার প্রাতিষ্ঠানিক কাঠামোর দৃঢ়তার মধ্যে রয়েছে ৷ এরপরেই আদানি গোষ্ঠীর নামের ইংরেজির প্রথম অক্ষর ‘এ’ উল্লেখ করেন মহুয়া ৷ অভিযোগ করেন, "একটি সংস্থা বছরে 5-15 শতাংশ লভ্যাংশ কর রিটার্ন দেয় ৷ কিন্তু, ‘এ’ সংস্থা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সুবিধা পাচ্ছে, তাতে আপত্তি রয়েছে ৷"

আরও পড়ুন: বাজেট অধিবেশন চলাকালীন অসংসদীয় শব্দ প্রয়োগ, মহুয়ার মন্তব্যে বিতর্ক

উদাহরণ হিসেবে গুগল, অ্যামাজন এবং মাইক্রোসফ্টের প্রসঙ্গ টেনে আনেন সাংসদ ৷ তিনি বলেন, "ওই সংস্থা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে ব্যবসার প্রসার ঘটিয়েছে ৷ গুগল, অ্যামাজন এবং মাইক্রোসফ্টের মতো সংস্থাগুলিও এতগুলো ক্ষেত্রে ব্যবসা করে না ৷" এরপরই এলআইসি এবং এসবিআই-কে আদানি গোষ্ঠীর শেয়ার কেনার নির্দেশের প্রসঙ্গ তুলে আনেন মহুয়া ৷ বলেন, ‘‘ওই ব্যক্তিকে নিজের ইচ্ছে মতো টাকা উপার্জনের সুযোগ দিতে এলআইসি এবং এসবিআই-কে ব্যবহার করতে দেওয়া হচ্ছে ৷’’ এই পুরো বিষয়গুলিকে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মহুয়া মৈত্র ৷

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: নাম না-করে লোকসভায় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ৷ আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে মঙ্গলবার কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন তিনি (Oppositions Have been Fooled Mahua Moitra on Adani) ৷ তাঁর কটাক্ষ, এক বিত্তবান ব্যবসায়ী দেশকে শুধু গোল গোল ঘুরিয়েছেন ৷ আর এ প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে বলেন, "সেই সঙ্গে বিরোধীদের বোকা বানানো হয়েছে ৷" রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এখানে ব্যবসায়ী বলতে আদানির কথাই বলেছেন মহুয়া ।

মূলত, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি ও দুর্নীতি-সহ যে সব অভিযোগ হিন্ডেনবার্গের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা নিয়ে লোকসভা 'রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে' সরব হন মহুয়া মৈত্র ৷ তিনি বলেন, "আমি একজন প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে শুরু করতে চাই ৷ আমি চাই দেশের সংস্থাগুলির উন্নতি হোক ৷ কিন্তু আমি চাই সৎ, পরিশ্রমি ভারতীয় কোম্পানিগুলি সফল হোক ৷ আমার এক সহকর্মী সাংসদ আমাকে সবসময় বলেন যাতে আমি রেগে না-যাই ৷ আমি রাগছি না ৷ কিন্তু, আমি এটা বলতে চাই যে আমাদের বোকা বানানো হয়েছে ৷"

নাম না-করেই কৃষ্ণনগরের সাংসদ কেন্দ্রকে নিশানা করেন ৷ তাঁর কথায়, কারও একজনের ধনসম্পত্তি ভারতের গর্ব হতে পারে না ৷ ভারতের গর্ব তার প্রাতিষ্ঠানিক কাঠামোর দৃঢ়তার মধ্যে রয়েছে ৷ এরপরেই আদানি গোষ্ঠীর নামের ইংরেজির প্রথম অক্ষর ‘এ’ উল্লেখ করেন মহুয়া ৷ অভিযোগ করেন, "একটি সংস্থা বছরে 5-15 শতাংশ লভ্যাংশ কর রিটার্ন দেয় ৷ কিন্তু, ‘এ’ সংস্থা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সুবিধা পাচ্ছে, তাতে আপত্তি রয়েছে ৷"

আরও পড়ুন: বাজেট অধিবেশন চলাকালীন অসংসদীয় শব্দ প্রয়োগ, মহুয়ার মন্তব্যে বিতর্ক

উদাহরণ হিসেবে গুগল, অ্যামাজন এবং মাইক্রোসফ্টের প্রসঙ্গ টেনে আনেন সাংসদ ৷ তিনি বলেন, "ওই সংস্থা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে ব্যবসার প্রসার ঘটিয়েছে ৷ গুগল, অ্যামাজন এবং মাইক্রোসফ্টের মতো সংস্থাগুলিও এতগুলো ক্ষেত্রে ব্যবসা করে না ৷" এরপরই এলআইসি এবং এসবিআই-কে আদানি গোষ্ঠীর শেয়ার কেনার নির্দেশের প্রসঙ্গ তুলে আনেন মহুয়া ৷ বলেন, ‘‘ওই ব্যক্তিকে নিজের ইচ্ছে মতো টাকা উপার্জনের সুযোগ দিতে এলআইসি এবং এসবিআই-কে ব্যবহার করতে দেওয়া হচ্ছে ৷’’ এই পুরো বিষয়গুলিকে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মহুয়া মৈত্র ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.