ETV Bharat / bharat

Opposition Walk Out RajyaSabha: 12 সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল, রাজ্যসভায় ওয়াক-আউট বিরোধীদের

12 জন সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu Rejects Revocation of Twelve MPs Suspension) ৷ বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের আবেদন খারিজ করে দিলেন তিনি ৷ সেই সঙ্গে বাদল অধিবেশনে বিরোধী সাংসদদের আচরণের জন্য সিনিয়র নেতাদের ক্ষমা না চাওয়া নিয়েও ক্ষোভপ্রকাশ করেন বেঙ্কাইয়া নাইডু ৷ প্রতিবাদে অধিবেশন ওয়াক-আউট করেন বিরোধীরা (Opposition Walk Out RajyaSabha) ৷

Opposition Walk Out Rajya Sabha
12 সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল, রাজ্যসভা ওয়াক আউট বিরোধীদের
author img

By

Published : Nov 30, 2021, 1:34 PM IST

Updated : Nov 30, 2021, 3:08 PM IST

নয়াদিল্লি, 30 নভেম্বর : 12 জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা (Rajya Sabha Winter Session 2021) ৷ যে ইস্যুতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর মধ্যেও উত্তপ্ত বাক্যালাপ শোনা গেল অধিবেশন কক্ষে ৷ এ দিন রাজ্যসভার অধিবেশন শুরু হতেই মল্লিকার্জুন খাড়গে সাংসদদের বহিষ্কার প্রসঙ্গটি তোলেন ৷ সেই সঙ্গে 12 জন সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানা তিনি ৷ তবে, গোটা বিষয়টিতে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকায় ক্ষুব্ধ নাইডু সেই আবেদনটি খারজি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান ৷

এ দিন ক্ষুব্ধ বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘‘প্রস্তাব পেশ হয়ে গিয়েছে এবং সেটা গ্রহণ হয়ে গিয়েছে ৷ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটা চূড়ান্ত ৷’’ সেই সঙ্গে জানিয়ে দেন, বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে ৷ আর তাঁর এই সিদ্ধান্তের পিছনে কারণ হিসেবে বেঙ্কাইয়া নাইডু জানান, বহিষ্কৃত 12 সাংসদ গত অধিবেশনে তাঁদের আচরণের জন্য সংসদে কোনও ক্ষমা প্রার্থনা করেননি ৷ তার বদলে নিজেদের আচরণের স্বপক্ষে যুক্তি দিয়েছেন ৷

আরও পড়ুন : Lok Sabha adjourned: বেলা 2টো পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন

বাদল অধিবেশনে 12 জন সাংসদের আচরণকে ব্যাখ্যা করতে গিয়ে নাইডু বলেন, ‘‘আপনি সংসদকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷ আপনি সংসদকে বিরক্ত করছেন ৷ আপনি টেবিল ভাঙচুর করছেন ৷ এমনকি আপনারা চেয়ারের দিকে কাগজ ছুড়েছেন এবং কয়েকজন চেয়ারম্যানের টেবিলে উঠে পড়েছিলেন ৷ আর এ সবের পর আপনারা এসেছেন আমাকে শেখাতে ? এটা কোনও পদ্ধতি নয় ৷’’

এর পরেই বেঙ্কাইয়া নাইডু স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনও মতে বিরোধী দলনেতার আর্জি মানতে পারবেন না ()(Venkaiah Naidu Rejects Revocation of Twelve MPs Suspension) ৷ এমনকি এমন ঘটনা সংসদ কক্ষে আর ঘটবে না এমন আশ্বাসও বিরোধী দলনেতা দিতে পারেননি ৷ ফলে সাংসদদের বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানান তিনি ৷ এর পরেই বিরোধী সাংসদরা রাজ্যসভার থেকে ওয়াক আউট করে যান (Opposition Walk Out RajyaSabha) ৷ সংসদের বাইরে লোকসভার বিরোধী সাংসদদের সঙ্গে গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন ৷

নয়াদিল্লি, 30 নভেম্বর : 12 জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা (Rajya Sabha Winter Session 2021) ৷ যে ইস্যুতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর মধ্যেও উত্তপ্ত বাক্যালাপ শোনা গেল অধিবেশন কক্ষে ৷ এ দিন রাজ্যসভার অধিবেশন শুরু হতেই মল্লিকার্জুন খাড়গে সাংসদদের বহিষ্কার প্রসঙ্গটি তোলেন ৷ সেই সঙ্গে 12 জন সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানা তিনি ৷ তবে, গোটা বিষয়টিতে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকায় ক্ষুব্ধ নাইডু সেই আবেদনটি খারজি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান ৷

এ দিন ক্ষুব্ধ বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘‘প্রস্তাব পেশ হয়ে গিয়েছে এবং সেটা গ্রহণ হয়ে গিয়েছে ৷ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটা চূড়ান্ত ৷’’ সেই সঙ্গে জানিয়ে দেন, বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে ৷ আর তাঁর এই সিদ্ধান্তের পিছনে কারণ হিসেবে বেঙ্কাইয়া নাইডু জানান, বহিষ্কৃত 12 সাংসদ গত অধিবেশনে তাঁদের আচরণের জন্য সংসদে কোনও ক্ষমা প্রার্থনা করেননি ৷ তার বদলে নিজেদের আচরণের স্বপক্ষে যুক্তি দিয়েছেন ৷

আরও পড়ুন : Lok Sabha adjourned: বেলা 2টো পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন

বাদল অধিবেশনে 12 জন সাংসদের আচরণকে ব্যাখ্যা করতে গিয়ে নাইডু বলেন, ‘‘আপনি সংসদকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷ আপনি সংসদকে বিরক্ত করছেন ৷ আপনি টেবিল ভাঙচুর করছেন ৷ এমনকি আপনারা চেয়ারের দিকে কাগজ ছুড়েছেন এবং কয়েকজন চেয়ারম্যানের টেবিলে উঠে পড়েছিলেন ৷ আর এ সবের পর আপনারা এসেছেন আমাকে শেখাতে ? এটা কোনও পদ্ধতি নয় ৷’’

এর পরেই বেঙ্কাইয়া নাইডু স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনও মতে বিরোধী দলনেতার আর্জি মানতে পারবেন না ()(Venkaiah Naidu Rejects Revocation of Twelve MPs Suspension) ৷ এমনকি এমন ঘটনা সংসদ কক্ষে আর ঘটবে না এমন আশ্বাসও বিরোধী দলনেতা দিতে পারেননি ৷ ফলে সাংসদদের বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানান তিনি ৷ এর পরেই বিরোধী সাংসদরা রাজ্যসভার থেকে ওয়াক আউট করে যান (Opposition Walk Out RajyaSabha) ৷ সংসদের বাইরে লোকসভার বিরোধী সাংসদদের সঙ্গে গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন ৷

Last Updated : Nov 30, 2021, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.