ETV Bharat / bharat

Opposition on Rahul Disqualification: বিরোধী ঐক্য, মমতা-কেজরিওয়াল-স্ট্যালিনদের একসূত্রে বাঁধলেন রাহুল !

মানহানি মামলায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল গান্ধি ৷ আদালতের সেই রায়কে হাতিয়ার করে শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ এই ঘটনাই মোদি বিরোধীদের ফের একমঞ্চে নিয়ে এল (Rahul Gandhi Disqualified) ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 24, 2023, 8:28 PM IST

Updated : Mar 24, 2023, 8:40 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: বিজেপি'র বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী মঞ্চে যে ফাটল তৈরি হয়েছিল, রাহুল গান্ধির সদস্য পদ খারিজের সিদ্ধান্ত কি সেই ফাটলই ফের জোড়া লাগিয়ে দিল ! মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিন, কে চন্দ্রশেখর রাওরা এতদিন যে চেষ্টা করছিলেন, এক সিদ্ধান্তে কি সেই চেষ্টাকেই সফল করে দিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা ? রাহুল গান্ধির পদ খারিজের পর এই জল্পনাই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে (opposition parties back Rahul Gandhi) ৷

কোনও ইস্যুতে বিরোধী নেতাদের একজোট হয়ে কেন্দ্রকে চিঠি লেখার বিষয়টি এদেশে নতুন নয় ৷ সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে ইডি ও সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন দেশের আটটি বিরোধী দলের নেতারা ৷ তবে সেই চিঠিতেও লক্ষ্য করা গিয়েছিল বিরোধীদের ফাটল ৷ চিঠিতে কংগ্রেস, সিপিএম, ডিএমকে-এর মতো বিরোধী দলগুলির সাক্ষর ছিল না ৷ কিন্তু শুক্রবার তার ব্যতিক্রম ঘটল ৷ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের ঘটনা সেই ব্যবধান ঘুঁচিয়ে একমঞ্চে এনে দিল গোটা বিরোধী শিবিরকে ৷ যে ঘটনায় দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পোঁতা হল বলে অভিযোগ উঠছে, সেই ঘটনাই কার্যত নয়া প্রাণ সঞ্চার করল বিরোধীদের জোট-অক্ষে (opposition attack on Narendra Modi) ৷

মানহানি মামলায় রাহুল গান্ধি দোষী সাব্যস্ত হওয়ার পরদিনই, শুক্রবার লোকসভা থেকে তাঁর সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ বিরোধীদের অভিযোগ, বিজেপি শীর্ষ নেতৃত্ব অর্থাৎ নরেন্দ্র মোদি, অমিত শাহদের পরামর্শেই এই কাজ করেছেন স্পিকার ৷ ফলে ফের সরাসরি বিরোধীদের নিশানায় চলে এসেছে পদ্ম শিবির ও নরেন্দ্র মোদি ৷ এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে রাহুলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত তবে কি বকলমে বিরোধীদের পোক্ত জোট গঠনে অনুঘটকের কাজ করল ? নিজেদের প্রতিপক্ষ হিসেবে বিরোধীদের ঐক্যবদ্ধ হতে কি সাহায্য করলেন মোদি-শাহ জুটি !

বস্তুত এদিন যাবতীয় দূরত্ব সরিয়ে রেখে যেভাবে রাহুল গান্ধির পাশে এসে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালরা তা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি ৷ নরেন্দ্র মোদি সরকার বিরোধীদের কণ্ঠরোধ করতে বেপরোয়া হয়ে উঠেছে সেই অভিযোগ আগেই উঠেছিল ৷ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ সরাসরি সংসদের অন্দরে তাঁর বক্তব্য থামিয়ে দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস ৷ এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে চড়া সুরে বিজেপি'কে আক্রমণ করেছে তৃণমূল, আপ, ডিএমকে, সিপিএম, এনসিপি, আরজেডি, বিআরএস-এর মতো দলগুলি ৷ বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিন, কে চন্দ্রশেখর রাওয়ের মতো বিরোধী পক্ষের মুখ্যমন্ত্রীরা (Rahul Gandhi MP post disqualified) ৷

  • In PM Modi’s New India, Opposition leaders have become the prime target of BJP!

    While BJP leaders with criminal antecedents are inducted into the cabinet, Opposition leaders are disqualified for their speeches.

    Today, we have witnessed a new low for our constitutional democracy

    — Mamata Banerjee (@MamataOfficial) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইট বার্তায় লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভারতে গণতন্ত্রের নয়া অবনমনের সাক্ষী থাকল দেশ ৷" আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লিখেছেন,"লোকসভা থেকে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ চমকে দেওয়ার মতো ঘটনা ৷ কঠিন, বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ ৷ দেশের 130 কোটি মানুষকে বিজেপির এই অহংকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ৷" পরে কেজরিওয়াল জানান, বিরোধীদের শেষ করে একদেশ একদল একনেতা তৈরির চেষ্টা চলছে, এটাই স্বৈরাচার ৷ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন এই সরকার ইংরেজদের থেকেও ভয়ঙ্কর ৷

  • लोक सभा से राहुल गांधी जी का निष्कासन चौंकाने वाला है। देश बहुत कठिन दौर से गुज़र रहा है। पूरे देश को इन्होंने डरा कर रखा हुआ है। 130 करोड़ लोगों को इनकी अहंकारी सत्ता के ख़िलाफ़ एकत्र होना होगा।

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • The government has to withdraw the action taken against Congress leader Rahul Gandhi: Tamil Nadu CM & DMK president MK Stalin

    (file photo) pic.twitter.com/yyxLznvRlI

    — ANI (@ANI) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, এই ঘটনা ভারতীয় গণতন্ত্রের কালোদিন, নরেন্দ্র মোদির ঔদ্ধত্য ও একনায়কতন্ত্রের চূড়ান্ত রূপ ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, "রাহুলের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তা ফেরত নিতে হবে সরকারকে ৷" রাহুলের সদস্যপদ বাতিলের প্রতিবাদে এদিন মহারাষ্ট্র বিধানসভা থেকে ওয়াকআউট করেন এনসিপি ও শিবসেনা উদ্ধব গোষ্ঠীর বিধায়করা ৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, "চোরকে চোর বলা বর্তমানে এদেশে অপরাধ হয়ে দাঁড়িয়েছে ৷ চোর-লুটেরারা ঘুরে বেড়াচ্ছে আর রাহুল গান্ধি শাস্তি পাচ্ছেন ৷ এটা গণতন্ত্রকে খুন করা ৷"

  • संसद की सदस्यता के अपहरण से राजनीतिक चुनौती ख़त्म नहीं हो जाती। सबसे बड़े आंदोलन संसद नहीं; सड़क पर लड़कर जीते गये हैं।

    जिन महोदय ने मानहानि का दावा किया है दरअसल ये उन्हें अपने उन लोगों पर करना चाहिए जो अपने देश को धोखा देकर विदेश भाग गये, जिससे उनके नाम-मान को हानि पहुँची है।

    — Akhilesh Yadav (@yadavakhilesh) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • #RahulGandhi's candidacy has been cancelled. Calling a thief, a thief has become a crime in our country. Thieves & looters are still free & Rahul Gandhi was punished. This is a direct murder of democracy. All govt systems are under pressure. This is the beginning of the end of… pic.twitter.com/uubBUmsqeY

    — ANI (@ANI) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বার্তা, সংসদের পদ কেড়ে নিলেই রাজনৈতিক আন্দোলন শেষ হয়ে যায় না, বড় লড়াই পথে লড়েই জিততে হয় ৷ সিপিএমের তরফে সীতারাম ইয়েচুরি বলেছেন, "বিরোধীদের হেনস্থা করতে বিজেপি এখন ফৌজদারি মানহানির পথ অবলম্বন করছে ৷ রাহুলের পদ খারিজ অত্যন্ত নিন্দনীয় ৷ একনায়কতন্ত্রকে প্রতিরোধ করা হবে ৷" আরজেডি-এর তরফে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব জানিয়েছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কাজ করা হয়েছে ৷ বিহার ও দেশের মানুষ এর জবাব দেবেন ৷ রাজনৈতিক মহলের ধারনা, তাদের শেষ করার চক্রান্ত করছে বিজেপি, বিরোধীদের এই অভিযোগ নতুন নয় ৷ এদিন যেভাবে খোদ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হল তাতে সিঁদুরে মেঘ দেখছে মোদির প্রতিপক্ষ শিবির ৷ সেই আশঙ্কাই আপাতত বিরোধ ভুলে একমঞ্চে নিয়ে এল বিরোধী শিবিরকে ৷

আরও পড়ুন: মোদির 'নতুন ভারতে' গণতন্ত্রের নয়া অবনমন, রাহুলের সাংসদ পদ খারিজে বার্তা মমতার

নয়াদিল্লি, 24 মার্চ: বিজেপি'র বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী মঞ্চে যে ফাটল তৈরি হয়েছিল, রাহুল গান্ধির সদস্য পদ খারিজের সিদ্ধান্ত কি সেই ফাটলই ফের জোড়া লাগিয়ে দিল ! মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিন, কে চন্দ্রশেখর রাওরা এতদিন যে চেষ্টা করছিলেন, এক সিদ্ধান্তে কি সেই চেষ্টাকেই সফল করে দিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা ? রাহুল গান্ধির পদ খারিজের পর এই জল্পনাই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে (opposition parties back Rahul Gandhi) ৷

কোনও ইস্যুতে বিরোধী নেতাদের একজোট হয়ে কেন্দ্রকে চিঠি লেখার বিষয়টি এদেশে নতুন নয় ৷ সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে ইডি ও সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন দেশের আটটি বিরোধী দলের নেতারা ৷ তবে সেই চিঠিতেও লক্ষ্য করা গিয়েছিল বিরোধীদের ফাটল ৷ চিঠিতে কংগ্রেস, সিপিএম, ডিএমকে-এর মতো বিরোধী দলগুলির সাক্ষর ছিল না ৷ কিন্তু শুক্রবার তার ব্যতিক্রম ঘটল ৷ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের ঘটনা সেই ব্যবধান ঘুঁচিয়ে একমঞ্চে এনে দিল গোটা বিরোধী শিবিরকে ৷ যে ঘটনায় দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পোঁতা হল বলে অভিযোগ উঠছে, সেই ঘটনাই কার্যত নয়া প্রাণ সঞ্চার করল বিরোধীদের জোট-অক্ষে (opposition attack on Narendra Modi) ৷

মানহানি মামলায় রাহুল গান্ধি দোষী সাব্যস্ত হওয়ার পরদিনই, শুক্রবার লোকসভা থেকে তাঁর সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ বিরোধীদের অভিযোগ, বিজেপি শীর্ষ নেতৃত্ব অর্থাৎ নরেন্দ্র মোদি, অমিত শাহদের পরামর্শেই এই কাজ করেছেন স্পিকার ৷ ফলে ফের সরাসরি বিরোধীদের নিশানায় চলে এসেছে পদ্ম শিবির ও নরেন্দ্র মোদি ৷ এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে রাহুলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত তবে কি বকলমে বিরোধীদের পোক্ত জোট গঠনে অনুঘটকের কাজ করল ? নিজেদের প্রতিপক্ষ হিসেবে বিরোধীদের ঐক্যবদ্ধ হতে কি সাহায্য করলেন মোদি-শাহ জুটি !

বস্তুত এদিন যাবতীয় দূরত্ব সরিয়ে রেখে যেভাবে রাহুল গান্ধির পাশে এসে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালরা তা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি ৷ নরেন্দ্র মোদি সরকার বিরোধীদের কণ্ঠরোধ করতে বেপরোয়া হয়ে উঠেছে সেই অভিযোগ আগেই উঠেছিল ৷ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ সরাসরি সংসদের অন্দরে তাঁর বক্তব্য থামিয়ে দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস ৷ এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে চড়া সুরে বিজেপি'কে আক্রমণ করেছে তৃণমূল, আপ, ডিএমকে, সিপিএম, এনসিপি, আরজেডি, বিআরএস-এর মতো দলগুলি ৷ বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিন, কে চন্দ্রশেখর রাওয়ের মতো বিরোধী পক্ষের মুখ্যমন্ত্রীরা (Rahul Gandhi MP post disqualified) ৷

  • In PM Modi’s New India, Opposition leaders have become the prime target of BJP!

    While BJP leaders with criminal antecedents are inducted into the cabinet, Opposition leaders are disqualified for their speeches.

    Today, we have witnessed a new low for our constitutional democracy

    — Mamata Banerjee (@MamataOfficial) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইট বার্তায় লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভারতে গণতন্ত্রের নয়া অবনমনের সাক্ষী থাকল দেশ ৷" আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লিখেছেন,"লোকসভা থেকে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ চমকে দেওয়ার মতো ঘটনা ৷ কঠিন, বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ ৷ দেশের 130 কোটি মানুষকে বিজেপির এই অহংকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ৷" পরে কেজরিওয়াল জানান, বিরোধীদের শেষ করে একদেশ একদল একনেতা তৈরির চেষ্টা চলছে, এটাই স্বৈরাচার ৷ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন এই সরকার ইংরেজদের থেকেও ভয়ঙ্কর ৷

  • लोक सभा से राहुल गांधी जी का निष्कासन चौंकाने वाला है। देश बहुत कठिन दौर से गुज़र रहा है। पूरे देश को इन्होंने डरा कर रखा हुआ है। 130 करोड़ लोगों को इनकी अहंकारी सत्ता के ख़िलाफ़ एकत्र होना होगा।

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • The government has to withdraw the action taken against Congress leader Rahul Gandhi: Tamil Nadu CM & DMK president MK Stalin

    (file photo) pic.twitter.com/yyxLznvRlI

    — ANI (@ANI) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, এই ঘটনা ভারতীয় গণতন্ত্রের কালোদিন, নরেন্দ্র মোদির ঔদ্ধত্য ও একনায়কতন্ত্রের চূড়ান্ত রূপ ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, "রাহুলের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে তা ফেরত নিতে হবে সরকারকে ৷" রাহুলের সদস্যপদ বাতিলের প্রতিবাদে এদিন মহারাষ্ট্র বিধানসভা থেকে ওয়াকআউট করেন এনসিপি ও শিবসেনা উদ্ধব গোষ্ঠীর বিধায়করা ৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, "চোরকে চোর বলা বর্তমানে এদেশে অপরাধ হয়ে দাঁড়িয়েছে ৷ চোর-লুটেরারা ঘুরে বেড়াচ্ছে আর রাহুল গান্ধি শাস্তি পাচ্ছেন ৷ এটা গণতন্ত্রকে খুন করা ৷"

  • संसद की सदस्यता के अपहरण से राजनीतिक चुनौती ख़त्म नहीं हो जाती। सबसे बड़े आंदोलन संसद नहीं; सड़क पर लड़कर जीते गये हैं।

    जिन महोदय ने मानहानि का दावा किया है दरअसल ये उन्हें अपने उन लोगों पर करना चाहिए जो अपने देश को धोखा देकर विदेश भाग गये, जिससे उनके नाम-मान को हानि पहुँची है।

    — Akhilesh Yadav (@yadavakhilesh) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • #RahulGandhi's candidacy has been cancelled. Calling a thief, a thief has become a crime in our country. Thieves & looters are still free & Rahul Gandhi was punished. This is a direct murder of democracy. All govt systems are under pressure. This is the beginning of the end of… pic.twitter.com/uubBUmsqeY

    — ANI (@ANI) March 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বার্তা, সংসদের পদ কেড়ে নিলেই রাজনৈতিক আন্দোলন শেষ হয়ে যায় না, বড় লড়াই পথে লড়েই জিততে হয় ৷ সিপিএমের তরফে সীতারাম ইয়েচুরি বলেছেন, "বিরোধীদের হেনস্থা করতে বিজেপি এখন ফৌজদারি মানহানির পথ অবলম্বন করছে ৷ রাহুলের পদ খারিজ অত্যন্ত নিন্দনীয় ৷ একনায়কতন্ত্রকে প্রতিরোধ করা হবে ৷" আরজেডি-এর তরফে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব জানিয়েছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে এই কাজ করা হয়েছে ৷ বিহার ও দেশের মানুষ এর জবাব দেবেন ৷ রাজনৈতিক মহলের ধারনা, তাদের শেষ করার চক্রান্ত করছে বিজেপি, বিরোধীদের এই অভিযোগ নতুন নয় ৷ এদিন যেভাবে খোদ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হল তাতে সিঁদুরে মেঘ দেখছে মোদির প্রতিপক্ষ শিবির ৷ সেই আশঙ্কাই আপাতত বিরোধ ভুলে একমঞ্চে নিয়ে এল বিরোধী শিবিরকে ৷

আরও পড়ুন: মোদির 'নতুন ভারতে' গণতন্ত্রের নয়া অবনমন, রাহুলের সাংসদ পদ খারিজে বার্তা মমতার

Last Updated : Mar 24, 2023, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.