ETV Bharat / bharat

Oppositions Move SC: কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস-সহ 14টি দল সুপ্রিম কোর্টে - CBI ED

সিবিআই-ইডি তদন্তের বিরুদ্ধে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল বিরোধী দলগুলি ৷ এর মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসও (Oppositions move to Supreme Court) ৷

supreme court
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Mar 24, 2023, 11:39 AM IST

Updated : Mar 24, 2023, 12:01 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতি-সক্রিয়তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিল বিরোধী দলগুলি ৷ এবার ইচ্ছেমতো সিবিআই-ইডিকে কাজে লাগানোর অভিযোগ নিয়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে দেশের 14টি বিরোধী দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ৷ প্রবীণ আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি 14 টি বিরোধী দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন ৷ এর মধ্যে রয়েছে ডিএমকে, রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি, ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস ৷ তৃণমূল কংগ্রেসও যোগ দিয়েছে (14 political parties led by the Indian National Congress (INC) approached the Supreme Court) ৷

অভিষেক মনু সিঙ্ঘভি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে জানিয়েছেন, 95 শতাংশ মামলা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ৷ তিনি সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় তদন্তাকারী দলগুলির অপব্যবহার রুখতে গ্রেফতারির আগে এবং পরে নির্দেশিকা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ৷ এর আগে বিরোধীদের বিরুদ্ধে সিবিআই-ইডির তদন্ত নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল বিরোধী দলগুলি ৷ সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বেশ কয়েকজন বিরোধী নেতা-নেত্রীর স্বাক্ষর ছিল ৷ কিন্তু কংগ্রেস ছিল না ৷ এবার 14টি বিরোধী দল মিলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল । প্রধান বিচারপতি 5 এপ্রিল এই মামলার শুনানিটি নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন: মোদির দফতরের সামনে কেন ধরনা দিতে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন বিরোধীদের

এর আগে 5 মার্চ আম আদমি পার্টি-সহ বিরোধী দলগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিল ৷ সেখানে তারা উল্লেখ করেছিল, কেন্দ্রীয় সরকার বিজেপি-বিরোধী শিবিরের কণ্ঠরোধ করতে তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে ৷ সেই চিঠিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বিআরএস প্রধান কেসি আর-সহ অনেকের স্বাক্ষর ছিল ৷ তার আগেই 26 ফেব্রুয়ারি দিল্লির আবগারি দুর্নীতিতে (Delhi liquor scam case) জড়িত থাকার অভিযোগে আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই ৷ ওই চিঠিতে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূল বিধায়ক মুকুল রায় এবং মহারাষ্ট্রের বিজেপি নেতা নারায়ণ রানের বিরুদ্ধে সিবিআই-ইডি তদন্ত এত দ্রুত গতিতে হচ্ছে না, যেমনটা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে হচ্ছে ৷ প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড, গরুপাচার কাণ্ডে তদন্ত করছে সিবিআই, ইডি ৷ বিআরএস প্রধান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতাকে বারে বারে দিল্লিতে তলব করছে ইডি ৷ তাঁর বিরুদ্ধে দিল্লি আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন: মণীশ সিসোদিয়ার গ্রেফতারি আগুনে ঘি! সিবিআই-ইডি নিয়ে বিরোধীদের চিঠি মোদিকে

নয়াদিল্লি, 24 মার্চ: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতি-সক্রিয়তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিল বিরোধী দলগুলি ৷ এবার ইচ্ছেমতো সিবিআই-ইডিকে কাজে লাগানোর অভিযোগ নিয়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে দেশের 14টি বিরোধী দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ৷ প্রবীণ আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি 14 টি বিরোধী দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন ৷ এর মধ্যে রয়েছে ডিএমকে, রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি, ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস ৷ তৃণমূল কংগ্রেসও যোগ দিয়েছে (14 political parties led by the Indian National Congress (INC) approached the Supreme Court) ৷

অভিষেক মনু সিঙ্ঘভি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে জানিয়েছেন, 95 শতাংশ মামলা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ৷ তিনি সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় তদন্তাকারী দলগুলির অপব্যবহার রুখতে গ্রেফতারির আগে এবং পরে নির্দেশিকা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ৷ এর আগে বিরোধীদের বিরুদ্ধে সিবিআই-ইডির তদন্ত নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল বিরোধী দলগুলি ৷ সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বেশ কয়েকজন বিরোধী নেতা-নেত্রীর স্বাক্ষর ছিল ৷ কিন্তু কংগ্রেস ছিল না ৷ এবার 14টি বিরোধী দল মিলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল । প্রধান বিচারপতি 5 এপ্রিল এই মামলার শুনানিটি নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন: মোদির দফতরের সামনে কেন ধরনা দিতে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন বিরোধীদের

এর আগে 5 মার্চ আম আদমি পার্টি-সহ বিরোধী দলগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিল ৷ সেখানে তারা উল্লেখ করেছিল, কেন্দ্রীয় সরকার বিজেপি-বিরোধী শিবিরের কণ্ঠরোধ করতে তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে ৷ সেই চিঠিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বিআরএস প্রধান কেসি আর-সহ অনেকের স্বাক্ষর ছিল ৷ তার আগেই 26 ফেব্রুয়ারি দিল্লির আবগারি দুর্নীতিতে (Delhi liquor scam case) জড়িত থাকার অভিযোগে আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই ৷ ওই চিঠিতে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূল বিধায়ক মুকুল রায় এবং মহারাষ্ট্রের বিজেপি নেতা নারায়ণ রানের বিরুদ্ধে সিবিআই-ইডি তদন্ত এত দ্রুত গতিতে হচ্ছে না, যেমনটা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে হচ্ছে ৷ প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড, গরুপাচার কাণ্ডে তদন্ত করছে সিবিআই, ইডি ৷ বিআরএস প্রধান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতাকে বারে বারে দিল্লিতে তলব করছে ইডি ৷ তাঁর বিরুদ্ধে দিল্লি আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন: মণীশ সিসোদিয়ার গ্রেফতারি আগুনে ঘি! সিবিআই-ইডি নিয়ে বিরোধীদের চিঠি মোদিকে

Last Updated : Mar 24, 2023, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.