ETV Bharat / bharat

KCR Isolated From Opposition Statement : 13 দলের যৌথ বিবৃতি থেকে বাদ পড়লেন কেসিআর, বিরোধী অক্ষে ফাটল ? - opposition isolates trs chief kcr from joint statement

13 দলের এই যৌথ বিবৃতিতে (opposition joint statement) নাম রয়েছে সোনিয়া গান্ধি, শরদ পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি প্রমুখের ৷

trs chief kcr
13 দলের যৌথ বিবৃতি থেকে বাদ পড়লেন কেসিআর
author img

By

Published : Apr 17, 2022, 10:39 PM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল : খাদ্য, বস্ত্র, ভাষাগত বিভিন্নতা, উৎসবকে হাতিয়ার করে দেশে মেরুকরণ, বিভাজনের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের শাসকদল ৷ এই অভিযোগ তুলে ও দেশবাসীকে নিজেদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আবেদন জানিয়ে শনিবার যৌথ বিবৃতি প্রকাশ করেছেন দেশের 13টি দলের শীর্ষ নেতৃত্ব (opposition joint statement) ৷

2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী শক্তিশালী বিরোধী অক্ষ তৈরির যে চেষ্টা চলছে, এই চিঠি সেই সলতে পাকানোর অন্যতম অঙ্গ বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, এই যৌথ বিবৃতিতে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের (Telangana Chief Minister K Chandrashekar Rao) নাম না থাকা ৷ বিজেপি বিরোধী বিরোধী মঞ্চে নিজেকে অন্যতম প্রধান মুখ হিসেবে তুলে ধরতে গত কয়েক মাস ধরেই তৎপরতা শুরু করেছেন রাও ৷ মুম্বইতে গিয়ে বৈঠক করে এসেছেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে ৷ চলতি মাসে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছে ৷

আরও পড়ুন : মদ্যপ অবস্থায় গুরুদ্বারে প্রবেশ ! ভগবত মানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

এই আবহে বিরোধীদের এই যৌথ বিবৃতি থেকে কেসিআর-এর নাম বাদ পড়ল তা নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে সম্প্রতি দূরত্ব বেড়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের ৷ সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে ও পরে প্রকাশ্যেই কংগ্রেসের বিজেপি বিরোধিতার মাত্রা নিয়ে প্রশ্ন তুলে তাদের বিঁধেছেন মমতা ৷ তৃণমূল মুখপত্রেও তুলোধোনা করা হয়েছে কংগ্রেসকে ৷ সংসদের অন্দরেও, সম্প্রতি একাধিক ইস্যুতে কংগ্রেসের সঙ্গে কক্ষ ভাগ করতে অনীহা দেখা গিয়েছে তৃণমূল সাংসদদের মধ্যে ৷ আলাদা প্রতিবাদ জানিয়েছে তৃণমূল ৷ তবে এই যৌথ বিবৃতিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, এনসিপি প্রধান শরদ পাওয়ারের পরেই নাম রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ রয়েছে ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নাম ৷

কিন্তু নাম নেই টিআরএস এর চন্দ্রশেখর রাওয়ের ৷ এতেই প্রশ্ন উঠছে তাহলে কী মোদি বিরোধী অক্ষেও বিরোধিতা তৈরি হচ্ছে নেতৃত্বের প্রশ্নে, সে কারণেই কি নেই রাওয়ের নাম ? এই যৌথ বিবৃতিতে নেই জেডিএস, টিডিপি, সপার নেতৃত্বের নামও ৷ নেই আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নামও ৷

নয়াদিল্লি, 17 এপ্রিল : খাদ্য, বস্ত্র, ভাষাগত বিভিন্নতা, উৎসবকে হাতিয়ার করে দেশে মেরুকরণ, বিভাজনের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের শাসকদল ৷ এই অভিযোগ তুলে ও দেশবাসীকে নিজেদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আবেদন জানিয়ে শনিবার যৌথ বিবৃতি প্রকাশ করেছেন দেশের 13টি দলের শীর্ষ নেতৃত্ব (opposition joint statement) ৷

2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী শক্তিশালী বিরোধী অক্ষ তৈরির যে চেষ্টা চলছে, এই চিঠি সেই সলতে পাকানোর অন্যতম অঙ্গ বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, এই যৌথ বিবৃতিতে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের (Telangana Chief Minister K Chandrashekar Rao) নাম না থাকা ৷ বিজেপি বিরোধী বিরোধী মঞ্চে নিজেকে অন্যতম প্রধান মুখ হিসেবে তুলে ধরতে গত কয়েক মাস ধরেই তৎপরতা শুরু করেছেন রাও ৷ মুম্বইতে গিয়ে বৈঠক করে এসেছেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে ৷ চলতি মাসে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছে ৷

আরও পড়ুন : মদ্যপ অবস্থায় গুরুদ্বারে প্রবেশ ! ভগবত মানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

এই আবহে বিরোধীদের এই যৌথ বিবৃতি থেকে কেসিআর-এর নাম বাদ পড়ল তা নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে সম্প্রতি দূরত্ব বেড়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের ৷ সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে ও পরে প্রকাশ্যেই কংগ্রেসের বিজেপি বিরোধিতার মাত্রা নিয়ে প্রশ্ন তুলে তাদের বিঁধেছেন মমতা ৷ তৃণমূল মুখপত্রেও তুলোধোনা করা হয়েছে কংগ্রেসকে ৷ সংসদের অন্দরেও, সম্প্রতি একাধিক ইস্যুতে কংগ্রেসের সঙ্গে কক্ষ ভাগ করতে অনীহা দেখা গিয়েছে তৃণমূল সাংসদদের মধ্যে ৷ আলাদা প্রতিবাদ জানিয়েছে তৃণমূল ৷ তবে এই যৌথ বিবৃতিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, এনসিপি প্রধান শরদ পাওয়ারের পরেই নাম রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ রয়েছে ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নাম ৷

কিন্তু নাম নেই টিআরএস এর চন্দ্রশেখর রাওয়ের ৷ এতেই প্রশ্ন উঠছে তাহলে কী মোদি বিরোধী অক্ষেও বিরোধিতা তৈরি হচ্ছে নেতৃত্বের প্রশ্নে, সে কারণেই কি নেই রাওয়ের নাম ? এই যৌথ বিবৃতিতে নেই জেডিএস, টিডিপি, সপার নেতৃত্বের নামও ৷ নেই আপ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নামও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.